অভিলাষ (মোঃ রহমত আলী)

অভিলাষ
============
মোঃ রহমত আলী
============
এখনো তো অনেক কিছুই বুঝি না,
চলছে শেখার আজও শিক্ষা কার্যক্রম !
দেখে দেখে শেখা,শুনে শুনে শেখা,
নিজে নিজে বুঝে না বুঝে শেখা,
ঠকে ঠকে শিক্ষা,কিছু জীবন থেকে তুলে,
বহু মিথ্যার অভিনয় থেকে,সত্যের শিক্ষা।

এখনো অনেক কিছু শেখার আছে বাকি,
কেমন করে নক্ষত্র গুনা যায় !
যেমন মানুষের মধ্যে মানুষ চেনা দায়,
অমানুষ,স্বার্থপর,বাটপার কেমন দেখায়,
দেখে দেখেও তো দেখি না যে চোখে,
একই রকমের সব মিলে আছে রূপে।

এখনো যে অনেক কিছু জানার আছে,
অজানা আমার সবকিছুই সাথে !
জানতে চাই কে ! খেয়েছে কি পাগল ?
জানার ইচ্ছা ফকিরের কান্না ও রান্না,
জানি তবুও অজানা,ফুটপাতে কেন ?
তাদের থাকা,এ জানায় লাভ কি !
যখন সমাধান যায় না পূর্ণাঙ্গ দেওয়া।

এখনো অনেক কিছু দেখার আছে,
দেখে দেখে যা আজও অদেখা !
অন্যায়,দুর্নীতি,ঘুষ,জুলুম,ঠকবাজি জয়ে
গড়ে ওঠা মহা-প্রাসাদের ধ্বংস লীন।
বড্ড দেখার সাধ ছিল,মজলুমের আনন্দ
উল্লাস মুখরিত প্রাত্যহিক লালিত্য প্রভাত।
এসব শুধুই অভিলাষী অপূর্ণ স্বপ্ন লীলা !

৩১.১২.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)