বালাই - (মোঃ রহমত আলী)

বালাই -
================
মোঃ রহমত আলী
================
বেশি সুখ যার মুখে,
দুঃখ তার অন্তরে,
ভাঙ্গা মন ভাঙ্গে বারবার,
লেখা যা কপালে আবার,
বেশি কথা খেয়ে,
বোবা হলো জবান,
কানে-কানে,মান-সম্মান,
ঘুরেফিরে রোজ,
চোখে নোনা জল,
অন্তরে দাফন আহত স্বপন,
বিক্রয় হয় না কষ্টের দহন,
ধার নিতে রাজি সবাই,
চেয়ে সুখ-সুখের প্রহর।

বেশি হাসি যার মুখে,
গোপন কান্না তার মনে,
শত রঙের বালাই,
গুনে-গুনে লুকায়,
সুদূর থেকে দেখে,
বোঝার নেই উপায়,
কথা খুব বড়-বড়,
বটে সুখী-জনে বলে,
মজা মারে বহুরূপে,
দুঃখীর দুঃখ দেখে,
মজা বাহ্ খুব লুটে,
হেসে-হেসে,কান্না দেখে !

১৯.০১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)