তালবাহানা (মোঃ রহমত আলী)
তালবাহানা
============
মোঃ রহমত আলী
============
অনেক কিছু যা আমি বুঝিনা,
আর তা বুঝতে-ও চাই না,
শুধু অজানাকে জানার প্রচেষ্টা।
চোখের সামনে যে চোখ নিয়ে গেলো,
সীমানা পেরিয়ে চলে গেছে,
মৃত মানবতার আনন্দ মিছিল।
পায়ে হেঁটে তো আর,
দরিয়া পার হওয়া যায়না,
তবে মুখের জোরে হয়তো,
খনিকের কিনারা পাওয়া যায়।
সামান্যতম ঘন কুয়াশায়,
চোখেই দেখে না,যে চোখ !
সে চোখ দেখে -চোখের ভাষা
তবে আর বুঝবে কি করে ?
অন্তরে দাফন বোবা কান্না,
ওপরে বয়ে সাফল্যের বন্যা।
সর্বনাশা মানবতাবাদী বন্ধু,
গড়মিল তালবাহানা সন্ধি,
স্বার্থবাদী ইনসাফের সমাধি।
আলোড়ন বহু কাজে আলোকিত,
আলোচ্য বাহানায় সব নিমজ্জিত,
এ মহা কারবার সহজ অজুহাত।
অনেক কথা কথার আছে,
যে বলার মত কন্ঠ সে তো,
লুকোচুরি খেলা-খেলে তালবাহানা।
০৯.০১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥