ওরে বাটপার (মোঃ রহমত আলী)

ওরে বাটপার
============
মোঃ রহমত আলী
============
প্রতারণা করছো লোকের সাথে,
নিজের সাথে চলছে ছলনা,
প্রতারক তুমি নিজের সাথেই
খেলছো খেলা প্রতারণায়।
অভিনন্দন তোমায় বন্ধু,
যে বড় বাটপার তুমি নিন্দিত,
একটু-ও তো হওনা তুমি
মানুষ ঠকায় বিন্দুমাত্র চিন্তিত।
ওরে বাটপার তোর তো
পুঁজি ছাড়া ঠকবাজি কারবার,
তোরা সব কথার বাজার,
উপরে কী বেশ দরদী,
ভেতরে লুকানো শুধু চুরি বাটপারি।
অসুস্থ ফকির ও নিশানায় থাকে,
বেওয়ারিশ লাশের কাফন-ও,
হজম করতে লাগেনা সময় তোদের।
প্রতারণার জাল বুনে হে,
সাজো সরল সরলতায় সাধু,
ফিটিং করে চিটিং করো,
ঠকাও তুমি নাকি নিজেই ঠকে যাও,
হিসাব রেখো কত বোকা তুমি বাটপার।
বিবেক-আবেগ চিটারের তো নাই,
আত্মা মুর্দা তাদের যে তাই,
বাটপার দুনিয়ায় আছে কত প্রকার,
ঠকার পরেই তো তা বুঝা যায়।
ওরে বাটপার তোর কারণে মাথায় হাত !

২৮.১২.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)