রঙ্গের পুতুল ( মোঃ রহমত আলী )

রঙ্গের পুতুল
==============
মোঃ রহমত আলী
==============
রঙের পুতুল নাচে কত ঢঙে ,
হাওয়ার দমে চলে ঢুলে ঢুলে ;
কথায় কথায় লীলাখেলা খেলে ,
কথায় বড় , কাজে না মিলে !
তুলনা নিজের নিজেই তুলে ,
কাল যে কি হবে রয় তা ভুলে।

আগামাথা দেখো খাওয়া জং ;
করে তবু রঙে ঢঙে কত ঢং !
মিছেই দেখায় কাজে চঞ্চল ,
আসল কাজের বেলায় ঠনঠন।
বড় বড় কথা বলে সাজে সং ,
দ্বীনের আলোতে খোঁজে’না কিরণ।

চোখে দিয়ে সুরমা কাজল ,
দিনে দেখে রাতের স্বপন ,
মানিক পেয়ে রতন করে যতন ,
বাজায় ডংকা যখন তখন ,
নিজের চেয়ে পরের দোষ রোপণ ;
আপনা বেলায় বাহ্ গোপন !

৩১.০১.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)