তালাশ - (মোঃ রহমত আলী)
তালাশ -
============
মোঃ রহমত আলী
============
ছোট্ট একটা সুখ,
খুব বড় অসুখ,
এক ফোটা অশ্রু,
মূল্য তার বহুত,
ওয়াদা খেলাপ,
বড্ড বদ স্বভাব,
নিষিদ্ধ তর্কে,
সত্য প্রকাশ,
উত্তরে জন্মে,
প্রশ্ন বারবার,
অর্থ-টা অর্থহীন,
শুদ্ধ জবাব যেদিন।
খুব বড় এক দুঃখ,
মিটে ছোট্ট সুখেও,
সত্য গোপন রেখে,
মিথ্যার ফরিয়াদ,
ওয়াদা পূরণ করে,
দোয়ার বুনিয়াদ,
জলন্ত প্রদীপের,
হাওয়ার তালাশ,
দুয়ারে পালকি,
তৈয়ার ইন্তেজার,
বিদায় মন থেকে
শেষ দিনটা আজ।
২৭.১২.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥