কার্যবিধি (মোঃ রহমত আলী)
কার্যবিধি
============
মোঃ রহমত আলী
============
অন্ধের সাক্ষ্য,বোবার সাজা,
চুপচাপ সভ্যতার মানবতা।
বিচারক বন্দি,প্রমাণে জিম্মি,
আইনের ফাঁকে ইনসাফ বিক্রি,
আলামত বিলীন,জামানত জব্দ,
স্বীকারোক্তি রেকর্ড জবরদস্তি
আমিই একমাত্র মুজরিম।
আইন কার জন্য !
মানবতার উর্ধ্বে তো নয় কানুন !
বিচার দিবস অপেক্ষায়,
এই বিচারের বিচার হবে হক বিচার।
বিচার হতে-হতেই সাজার মেয়াদ পার,
হিসাব করে দেখা যায়,
সাজার অধিক হাজত কারাবাস।
ডাকাত আজাদ,চোরের শাস্তি,
আইনের পাল্লায় সবাই সমান।
কালো কোটের হেফাজতে ক্রিমিনাল,
নামের মিল থাকায় আসামি মাষ্টার,
সিপাহীর গাফিলতিতে স্বাধীন মাস্তান,
জামিনের আসামি হাজির,
হাজিরা দিতে-দিতে শিক্ষা মুহুরিগিরি।
বৈধ অবৈধ প্রশাসনের জিম্মায়,
প্রতীক্ষা সবার হক ন্যায়বিচার।
০৪.০১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥