ব্যাখ্যা (মোঃ রহমত আলী)
ব্যাখ্যা
============
মোঃ রহমত আলী
============
হাসতে চেয়ে দাগ পড়ে যায় দিলে,
তবু হাসতে হয় কান্না লুকাতে,
তর্কে অপমানিত চুপ থাকাই শ্রেয়,
গাধার পিঠে পরাজিত যোদ্ধা,
নদীর ভাঙ্গনে অকালে উজাড় বস্তি।
চোখে আবার ছলছল নোনা জল,
পদ্মা মেঘনা শুকনো যমুনার মরু-তল।
যেখানে সূর্যের কিরণে আলোকপাত,
তবু মগজ -টা আলোকিত নয়,
ধোঁয়াশায় কতক রহস্য লুকায়িত,
উদঘাটন করতে পারলেও অপারগ,
সময়ের জটিল সমীকরণের ব্যাখ্যায়।
হাসতে হাসতে যখন অশ্রু লুটায়,
ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা হারায়,
কল্পনায় ল্যাপটানো বাস্তবতার ফারাক,
শুকনো নদীর চরে নূতন পূর্ণিমার ঝলক।
মাসের পর মাস প্রতীক্ষার ফল রতন,
যতনে লুকানো কান্না গুলো দুঃখের,
কখনো সরিষা ফুলের মতো হাসে,
তবুও বিশ্রামহীন কর্কটক্রান্তি পেরিয়ে,
সমালোচনার আলোচনায় মুখরিত ক্ষুধা।
পলকে পলকে স্বপ্ন ভাঙার সাধনা,
অহরহ ঘুমন্ত বিবেক দ্বারা প্রতারিত,
ক্লান্ত আবেগের পাগলামি হাসি -টা ।
০৪.০২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥