ক্ষুধার্ত কঙ্কাল (মোঃ রহমত আলী)
ক্ষুধার্ত কঙ্কাল
============
মোঃ রহমত আলী
============
জেগেছে পাগলা ক্ষিপ্ত হয়ে ,
ধরেছে জিকির মনের আনন্দে ,
এক আল্লাহ আল্লাহু আল্লাহু।
শীতের রাতে ফুটপাতে বসে ,
ছেঁড়া চটের চাদর গায়ে ,
কুয়াশায় সিক্ত বিছানায় শুয়ে তাও বলে ,
সুবহানাল্লাহ , আলহামদুলিল্লাহ ,
আল্লাহু আকবার আল্লাহু আকবার।
খাওয়া-দাওয়া নেই ঠিক কতদিন ,
তাও হাসি মুখে খ্যাপা দৃষ্টিতে মাস্তানা ,
বলে ওঠে ক্ষণে ক্ষণে উচ্চস্বরে ,
আস্তাগফিরুল্লাহ , লা ইলাহা ইল্লাল্লাহ।
মাথাগরম ক্ষিপ্তপ্রায় পাগলপারা,
ফিসফিসে একাই বলে বকবক ,
ঐ দেখ ভাই ক্ষুধার্ত কঙ্কাল ,
বড়ো খয়রাতির অট্টালিকা ,
বড়-বড় দানবীর ডাকাত ওরা !
মাশাআল্লাহ , মাশাআল্লাহ।
শান্ত পাগলের অশান্ত উচ্ছ্বাস ,
হাস্যকর উপলব্ধি সমাজপতির।
আসল প্রেমের পাগলা , সফল পাগল ,
নফসের সাথে জিহাদ রত জিকিরে॥
‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’
‘‘সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’’
০১.০১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥