আমরা (মোঃ রহমত আলী)
আমরা
============
মোঃ রহমত আলী
============
আমি এগিয়ে গেলাম,
তুমি ফিরে গেলে,
আমি ধরেছি আঁচল,
তুমি ছিঁড়ে দিলে,
আমি দিয়েছি ফুল,
তুমি ফেলে দিলে,
আমি বললাম ভালোবাসি,
তুমি শুনেও ভান ধরলে,
আমি কাঁদতে পারিনা,
তুমি হাসতে জানো,
আমি ব্যথিত মায়ায়,
তুমি সুন্দরী পাথর,
আমি দেখি চোখ বুজে,
তুমি দেখো-না চোখ মেলে,
আমি তবুও তোমার,
তুমি শুধু তাই আমার,
ভালোবাসায় আজও আমরা।
১৫.০১.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥