নিজত্ব (মোঃ রহমত আলী)
নিজত্ব
============
মোঃ রহমত আলী
============
তোমাদের সঙ্গে আমি নেই,
তবু আছি ! বাধ্য হয়ে অবাধ্য মনে,
তোমাদের মন ভোলানো কথায়
আমার পেট ভরে না,
শুধু প্রচুর তৃষা জাগে প্রাণে,
সত্যের অমৃত হায় কোথায় !
তোমাদের সঙ্গে নেই আমি॥
আমার মত আছি আমি,
থাকতে পারছি না,তবু চুপ থাকি !
গানের কথায় কান দেই না,
প্রাণের কান্নায় পিয়াস নিভাই,
বলতে গেলে মান থাকেনা,
চুপ থাকলে তো মানবতা বাঁচেনা !
আমার মত আমি আছি॥
তোমাদের সঙ্গে আমি আছি,
শুধুমাত্র ! যদি হক পথের পথিক রও,
যদি সদা সৎ সততার সাথে,
ইনসাফে ওজন দিতেই থাকো,
তোমাদের দিল এতই পাষাণ যে,
পারবে না তোমরা সৎ সমতা !
তাই সঙ্গী তোমাদের আমি নই॥
৩০.১২.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥