খোরাক (মোঃ রহমত আলী)
খোরাক
============
মোঃ রহমত আলী
============
আবার নাচতে শুরু করেছে,
সাগরের ঢেউ,বাতাসের আবেশে,
আবহাওয়ার মতো পরিবর্তনশীল,
মানুষের আবরণ কারণে অকারণে,
ধ্বংসের দিকে আগুয়ান হতে হতে,
সান্ত্বনার কান্না খোরাক হয়ে রয় মনের।
সত্য যা বিশ্বাস হয় না সহজে তা,
মিথ্যার জয়জয়কার আজ চারিধার,
উত্তম ব্যবহার পচে যাচ্ছে প্রতিদিন,
চরিত্র বদলাতে বদলাতে আনমনে।
স্বীকার হচ্ছে না গাফিলতি গুলো,
আঙুল দেখাতে দেখাতে যাকে-তাকে,
অবিশ্বাস গ্রাস করে আছে দিলের কোনে,
নিঃশ্বাস চলছে শুধু মিথ্যার লোভে খয়ে,
তারই মাঝে বহু মুশকিল চেনা -সুরত,
পরিচয়ের পর পরিচিত কে সত্য বলে !
আবার ভাঙতে শুরু করেছে নতুন করে,
বিশ্বাসের বুনিয়াদে গড়ে ওঠা চিত্ত,
তাতে অনেকের কিছুই যায় আসে না,
তবু তারই মধ্যে বেঁচে চলা নিরুপায়,
চলতে হবে বেছে বেছে হিকমতের সাথে।
প্রশান্তি হারিয়ে যাচ্ছে পরিশ্রমের পর,
মহা জরুরত কি আর মিটে বিন্দু কণায়,
আকাশ সমান হতাশায় সাফল্যের নীর,
জীবনের পরীক্ষায় সত্য মিথ্যার ভিড় ॥
০১.০২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥