কবি তুমি কার ! (মোঃ রহমত আলী)

কবি তুমি কার !
============
মোঃ রহমত আলী
============
কবিতার জন্য কবির নাম,কবি বদনাম,
পুরাতন দামি কবি-কে প্রণাম,
নতুন নামি কবি কে সালাম।
কবি তুমি কার !
শুধু কি কবিতা’র,নাকি জনতার,
কবি আমি মমতার,আমি মানবতার,
আমি ন্যায়ের পক্ষে সাক্ষ্য,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অক্ষর।

আমি কবি এক ইতিহাস !
অনেকেই করে তাই উপহাস,
কবির কাহিনী,নতুন গানে টান আনে,
কবিতার প্রেমে বিদ্রোহী সংগ্রামী মনে।
লুটিয়ে দিলাম সব কবিতা,
টোকায়ে নিলোনা তো কেউ !
জানিনা কেন তারা ছেড়ে দিলো,
অর্ধেক পড়ে কবির-কবিতা,
ও…অন্তমিল ছাড়া ছন্দ হারা,
লেখ যা তুমি কবিতা,কী কবি হলে ?

কবি তুমি কার !
বন্দি কারাগার,নাকি ঢেউয়ের আগে,
বাতাসের মতো সুখে-দুঃখে সমান সবার।
কবি দিনরাত করে বরবাদ,
ভিখারীর সাথে আসমানে পাতে দুহাত,
পাগলের হাসি কবিতায় আঁকি,
মজলুমের কথা,গরীবের দেখা,
ফুটপাতে পাগলপারা পাগলীর কান্না,
লিখে এক কবিতা,রাজার দুশমন হওয়া।

২৮.০১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)