জবাব - (মোঃ রহমত আলী)

জবাব -
================
মোঃ রহমত আলী
================
পানের সাথে চুন সুপারি,
কাজের আগে ঘুষ দাবি,
কথা লম্বা বড় দামি দামি,
সুযোগে ছাড়ে না সালামি,
দরকষাকষিতে চাল নবাবী,
মুখে বেশ নরম সুরের বাণী,
গরম দাপটে ধমকায় অভাবী,
হাতপাতা ঘুষখোর স্বভাবী।

ঠান্ডা জল গরম করে,
মিলায় চা-পাতা আর চিনি,
লাল চা খেয়ে বলেন বাবু,
ঘুষের টাকায় দেখরে বেকুব,
আজ লালে-লাল আমি।

আমি বলি শোনেন স্যার,
কামাই সবাই খাবে আর
আপনি দেবেন হিসাব,
সময় থাকতে চিন্তা করেন,
সময়মতো কী দেবেন জবাব।

পানের সাথে জর্দা লাগে,
অফিস খরচ -টা আগে,
মামার বাড়ি এটা নাকি,
আমার কলমের লাল কালি,
হারিয়ে যাবে ফাইল খানি,
বাপু খরচাপাতি ছাড়া,
কাজটা করে কে দেখা ?

২৩.০১.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)