লুটেরা"–
লুটেরা"– =========== মোঃ রহমত আলী =============== আমা আপনে আপনেরা লুটে নিলে সবে শেষে আমায়। লুফে নিতে পারবে কি! আর এখন মৃত্যু আমায়। শত সম্মান লুটে ও নাহি ক্ষান্ত আজও সে, বানাচ্ছে এখন নীরবে-নীরবে আমা মাপের এক একটা-ই কফিন। কামিয়াবী এখন আর হতে কমতে শুরু করেছে আমার। লুফে নীলে আবার সবে একে একে আমোরে। লন্ঠন লয়ে আবার খুঁজিতেছে কেহ বুঝি আমারে। কমি নাহি করিলু কেহু, লুটিতে তারে, আবার শেষের দিকে জানি কেহ খুঁজিবে বুঝি বৈ-কি তাহারে। যে তোমার একমাত্র কলিজার টুকরা, সেই লুটিবে একদিন তোমায় একতরফা। একান্তই যাকে তুমি ভালোবাসিবে শতভাগ, সেই তোমার লুটে- নিবু সম সম্মান। তাই বুঝি মনে হয় লুটেরা শবে নিজ নিজ স্বার্থ নামের সম্মানের! সইতে পারিলে বলো সব, লুটেরা'র লুটে, কি? আর! হবে লাভ। ===০৬-০৪-২০০৬===