রাজ মন্ত্র ============ মোঃ রহমত আলী ============ এক মন্ত্রে সব শেষ ! যুক্তি, তর্ক, অর্জন, গর্জন, শেষে বর্জন। চোখে যা দর্শন, অন্তরে অসহায় ক্রন্দন, যুগ যুগের ইতিহাস মজলুমের অধিকার, সত্য হক কথায় রাজপথ রক্তে অঙ্কন। এক মন্ত্রে রাজ সাধু ! এ এক খেল জাদু, হুকুমের আগেই বর্ষণ, ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে বুলেট অর্পণ। রাজ যন্ত্রের কানে কানে মন্ত্রতন্ত্র, অস্ত্রের মুখে শাসন শোষণ স্বাধীন গণতন্ত্র। এক তন্ত্রে নূতন শাস্ত্র ! ছাত্র, শিক্ষক, সিপাহী, আমজনতা, কামলা, আমলা, শ্রমিক, কিষান, আমরা, সর্বপ্রজা হতে বাধ্য ! রাজতন্ত্রের মন্ত্রের ভক্ত, এমনই তন্ত্রসংস্থিতি এ এক রাজ মন্ত্র ! ১৭.০৭.২০২৪
অবুঝ পাগল মন ============== মোঃ রহমত আলী ============== আমি সুন্দর ছিলাম কবে ! যে তুমি আমায় ভালোবাসবে ? তোমার চোখে ধরেনি যার মায়া,তবে কেন খোঁজো তার ছায়া। প্রেম যমুনায় ডুবেও বাঁচে পরান, মরে যায় মন, ধোঁকার নিশানায়, চোখের ইশারায় ! মুখের ছলনায় প্রাণ থেকে যায় চলে যায় পরান। আমি তোমার প্রেম কবেকার ! তুমি জানো কি জানো তবে আর ? চেয়েছি তোমায় মনে মনে, পারিনি মুখ খুলে বলতে আবার। চেয়ে দেখো চোখে আমার, পারো যদি খুঁজে নিতে ভালোবাসা তোমার ! স্বপ্নগুলো পুরাতন ভেঙে, নতুন স্বপ্ন সাজাই বুনে-বুনে। আমি অ’সুন্দর হলেও কি ! তুমি তো সু’সুন্দর বটে, হৃদয় ভাঙ্গার খেলায়, তবুও যে তুমি আমার সুখের ফাগুন আর দুখের শাওন। অবশেষে বুঝিলাম উদাসী মায়ায় ! বেশি ভালোবাসা ভালো না ! যদিও বুঝিতে চায় না, অবুঝ পাগল মন, তাই দু’চোখে অঝোর শ্রাবণ। ০২.১০.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥