পোস্টগুলি

আজ খুশির ঈদ (মোঃ রহমত আলী)

ছবি
আজ খুশির ঈদ ============ মোঃ রহমত আলী ============ বছর ঘুরে এলো আবার আজ খুশির ঈদ, শিশু বৃদ্ধ সবার জন্য আজ খুশির ঈদ, ধনী গরীবের এক সমান আজ খুশির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা আজ খুশির ঈদ, ছয় তাকবীরে ওয়াজিব আদায় আজ খুশির ঈদ, ঈদগাহে হাজির মুসলিম জামাত আজ খুশির ঈদ, সালাত শেষে ঈদের খুতবা আজ খুশির ঈদ, আল্লাহু"আকবর আল্লাহু’’আকবর আজ খুশির ঈদ, মুসলিম উম্মাহর ঘরে ঘরে আজ খুশির ঈদ, ও..ভাই আজ খুশির ঈদ ।। ১৭.০৬.২০২৪ ঈদ আজহা ১৪৪৫ হিজরী।

নমুনা - (মোঃ রহমত আলী)

ছবি
নমুনা - ============ মোঃ রহমত আলী ============ দুই-পায়ে চলে,চার-পায়া চরিত্র, সাধু দেখলে চুক্তি,অসাধু রে ভক্তি, ভেতরে শয়তান বন্দী তবু চাই মুক্তি, হোক না যতই আর ন্যায় যুক্তি, মুখের জোর-টাই আসল শক্তি, পোশাকে সেজে কতরূপ ফন্দি, নিজের দোষ ঢাকতে কত কি উক্তি। যদিও আয়না-টা পরিষ্কার, তবুও তাতে কি আর লাভ, চিনি না যখন নিজেকে সঠিক, ভেতরে লুকানো কত পাপ ঠিক। জমকালো কথার মাঝে শত ফাঁক, ধরতে গেলেই ঘুরে যায় বাঁক, উত্তর যেন ঘোলা জল ! প্রশ্নকারীর ঘাড়ে বর্তায় ভর। নরম চেয়ার পেয়ে,শক্ত অন্তর, কাজের চেয়েও অকার্যকর। যত বড় মর্যাদা,তত দায় ছাড়া, সমাজেই বসত সমাজের পোকা, কতগুলো চোখ নির্বাক খাড়া। দরবারে হাজির সাদা-সাদা চোরা, বড়ো সাধু এরা এই তার নমুনা। ১৪.০৬.২০২৪

বোবা প্রজন্ম (মোঃ রহমত আলী)

ছবি
বোবা প্রজন্ম ============ মোঃ রহমত আলী ============ ইচ্ছা গুলো গিলে খাই, সত্যি অনিচ্ছাকৃত, উপায় নেই সৈন্য ঘুমায়, প্রহরীরা যে চোর। স্বপ্ন ঢাকা,কালো মেঘে, আকাঙ্ক্ষায় নিষেধাজ্ঞা, কিন্তু নিরুপায় পথচারী, আর অসহায় ভিখারী। দুধে আছে পড়ে মাছি, দেখেও অন্ধ ক’’কাজী। পথ ভুলে গাধা খায় ঘোল, মিথ্যার জয়-জয় ঢোল, সত্য জেনেও বোবা প্রজন্ম রোজ ঘরে-ঘরে হচ্ছে জন্ম। ০৬.০৬.২০২৪

গুড়েবালি (মোঃ রহমত আলী)

ছবি
গুড়েবালি ============ মোঃ রহমত আলী ============ লাগালে সরিষা, আশাবাদী সূর্যমুখীর, কেটে দিয়ে গাছপালা, খোঁজো এখন ছায়া। ফল পাকাতে কারিগরি, আর বাজারে খোঁজ, গাছ পাকা ফল সবই। অবাধে নিধন পোনা, আর খাওয়ার ইচ্ছায় বড় বড় মাছের মাথা। লাগিয়ে হাটে আগুন, মুখে শুভেচ্ছা ফাগুন। জুয়ায় জিতে বাজি, অসাধুর বোল সাধু-সাধু। নিষিদ্ধ যেখানে ফকির, সেখানে ভিখারীর মিটিং। ০৫.০৬.২০২৪

পত্রিকা (মোঃ রহমত আলী)

ছবি
পত্রিকা ============ মোঃ রহমত আলী ============ পত্রিকা তোর পাতায় লেখা কত কথা, জল্পনা কল্পনা পূর্ণাঙ্গ নয়তো গল্পটা অল্প, সত্য মিথ্যা আরও অভিনয়ের খেলা, রাজা,প্রজা,নেতা,চোর,ডাকাত, কালোবাজারি,নেশাখোর,পতিতা ! তোর বুকে আঁকা ছবি,দশের কথা, দেশের ভাষা,কৃষক আর গরীবের ব্যথা, আচার আচরণ অত্যাচার চোখে দেখা। পত্রিকা তুই ইতিহাসের প্রমাণ, ঘটে যাওয়া অঘটন আর ঘটনার। নারী অধিকার সহ সাক্ষী তুই দাঙ্গার ! ভাঙাগড়া দুর্ঘটনা কাহিনী স্বাধীনতার, কামার,কুমার,জেলে,তাঁতী,ব্যবসায়ী, কামলা,আমলা,চালবাজ চক্রের হামলা, পত্রিকায় শহর প্রান্তর সারা গ্রাম বাংলা। পত্রিকা তুই নিজে বড় এক কাহিনী, তোর জন্য আছে কলম যোদ্ধা বাহিনী, কবি,লেখক,সাংবাদিক,কেউ আবার সাংঘাতিক আরো সম্পাদক প্রকাশক, নায়ক,নায়িকা,গায়ক,গায়িকা,সুরকার, গীতিকার আরও কত কি ! মোটামুটি সব খবর সাদা-কালো রঙ্গিন সব পত্রিকায়। পত্রিকা তোর নাম আছে ভিন্ন ভিন্ন, তবে কর্মকাণ্ড একই দুর্দান্ত সাহসী তারই মাঝে কেউ সৎ , কেউ অসৎ , যাই হোক প্রকাশিত হয় রোজ খবর। বিভিন্ন বিজ্ঞপ্তি আর আবহাওয়া সংবাদ, পারিবারিক,সামাজিক,বিচারিক, সাধু,অসাধু,কবিরাজ,ডাক্তার,দালাল, তৃতীয় লিঙ্গের হাসি ক

যদি ঘুম ভাঙ্গে (মোঃ রহমত আলী)

ছবি
যদি ঘুম ভাঙ্গে ============ মোঃ রহমত আলী ============ ঘুম ভেঙেছে ভাই তোমার, সকাল পেরিয়ে বিকেল গেলো, বেলাটা যে শেষে শেষের দিকে, সূর্যটাও ডুবিল, এখন কি লাভ জেগে, আরও আগে জাগিলে দেখতাম না হয় এক সাথে রংধনু আর সাদা লাল মেঘের মনোরম মিলন মেলা। সময় থাকতে যদি সময় ধরা যেত, তবে কেটে যেত হয়তো শত কত দুখ, ফুটিতো লক্ষ কোটি আনন্দের সুখ। এখন বিষয় অযথাই চিন্তা, কু’বন্ধু তোমার করেছে স্বজাতি থেকে দূর। ভেঙেছে ঘুম আজ ভাই তোমার, বাহ্ সেদিন তো ভান ধরে ছিলে বেশ, শেষ বেলায় জেগে লাভ কি এখন, সর্বনাশে খেলে সব খেলা শেষে। আফসোস-টুকুও কল-ছল তোমার, চোখেমুখে নাই লাজ,নাই তার ছাপ ! আজি তুমিও বাপ,সময়ের পালা বদলে, বুঝবে গত হলে আরও কিছু কাল। ভালো থেকো সুখে থেকো তুমি চিরকাল, তোমার জন্য রক্তের বাঁধন আফসোসে কাঁদে ভালোবাসে তাই আজও দিনরাত। তবু যেন ঘুম ভেঙে সজাগ হও তুমি দুহাত তুলে সদা চলে এই ফরিয়াদ ।। ২৩.০৫.২০২৪

মাতোয়ারা (মোঃ রহমত আলী)

ছবি
মাতোয়ারা ============ মোঃ রহমত আলী ============ চঞ্চল নয়নে কল ছল জল, তারই মাঝে মায়াবী ফল, বাঁকা হাসিতে প্রেমও ফাঁসি, মনও বাঁধি তবু মন দেয় ফাঁকি। রঙে ঢঙে বেশ ললিতার চাল, মাতোয়ারা বেচারা পথিকের হাল, সঞ্চালিত ইশারায় দুর্ভোগ আঁকা, অদূর ভবিষ্যতের দুর্গম ঋতি ফাঁকা। ২২.০৫.২০২৪

মুচকি হাসি (মোঃ রহমত আলী)

ছবি
মুচকি হাসি ============ মোঃ রহমত আলী ============ ব্যথার ভাগে ভাগিদার কে, কথায় কথায় খবর খোঁজে। চোখের ভাষা বুঝেনা যে সে, দুঃখের সন্ধানে মুচকি হাসে। ব্যথা গুলো গোপন থাক, মুখে হাসি প্রকাশ পাক, কষ্ট দেখে, দেখে না সে যে, স্বার্থ ছাড়া কাছে কে সে ? ব্যথার কথায় সুযোগ খোঁজে, আপন পর সবাই বোঝে, তবুও মজা যে যে দেখে, সময়ের সাক্ষ্য প্রমাণ আছে। ১০.০৫.২০২৪

মানানসই (মোঃ রহমত আলী)

ছবি
মানানসই ============= মোঃ রহমত আলী ============= যা পেতে চাই তা হারানোর জন্য যা চেয়েছি তা না পাওয়ার জন্য যা ধরতে চাই তা ধুলো ছাই অমূল্য যা ছেড়ে যাই তা হীরক সমতুল্য যা জেনেছি তা ভুলে যাওয়ার জন্য যা মূল্যবান তা তুলনামূলক ধন্য যা কিছু আছে তা সামান্য তবুও মহামূল্য যা শুনেছি তা সত্ত্বেও মহৎ অযোগ্য যা দেখলাম তা উল্টে বললেই যোগ্য যা ঘটছে তা কি আসলেই ন্যায্য যা জমানো তা হারালে সব শূন্য ০১.০৫.২০২৪

অজ্ঞাত পরিচয় (মোঃ রহমত আলী)

ছবি
অজ্ঞাত পরিচয় ============= মোঃ রহমত আলী ============= কিছু অহংকারী-র সাথে পরিচিত হয়েছি, তাদের দেমাগ জমাট বাঁধা বরফেও আগুন জ্বালিয়ে দিতে পারে অবলীলায়। কিছু স্বার্থপরের সাথে মিশে দেখেছি, স্বার্থের জন্য রঙ রূপ বদলায় নিমিষেই, আগে স্বার্থ পরে দুনিয়া,বাহ্ কী অপরূপ ! কিছু বেঈমান চেনা হয়েছে আমার, বন্ধু নামের মতলবি হিসাব তাদের, পরিচিত তবে পরিচয় আজও অজ্ঞাত ! কিছু জানতে বাকি ছিল,যা জানা হয়েছে, যখন তারা কথা দিয়ে কথা রাখেনি, পরিচিতি শেষ তবু স্মৃতি গোপন সাক্ষী ।। ২৪.০৪.২০২৪

সুতরাং (মোঃ রহমত আলী)

ছবি
সুতরাং ============ মোঃ রহমত আলী ============ যদি চাও আলো জ্বালো, মিটে তাতে স্বার্থ কারো, বিনিময়ে কিছু তো নয়, সুখময় হাসি মুখ হয়। যদি চাও হাত বাড়াও, উদ্ধার কেউ হোক মায়ায়, ভুলে নিজ স্বার্থের মূল, তথাপি কিছু অতীতের কূল। যদি চাও এগিয়ে যাও, ভালোবাসা হারিয়ে ভালোবাসা পাও, সুতরাং সন্তুষ্ট সান্ত্বনা যথেষ্ট। ২১.০৪.২০২৪

যত জন তত মত (মোঃ রহমত আলী)

ছবি
যত জন তত মত ============= মোঃ রহমত আলী ============= যত পথ তত চল যত ফুল তত ভুল যত কথা তত ব্যথা যত রাগ তত মায়া যত গাছ তত ছায়া যত জল তত ছল যত জন তত মত যত চালু তত কাবু যত মেল তত খেল যত মজা তত সাজা যত রাজ তত ফাঁস যত আশা তত ধোঁকা যত চুপ তত বুঝ যত আছে তত নাই যত পাই তত চাই যত লোভ তত ভোগ ১৬.০৪.২০২৪

সাধু হাজির (মোঃ রহমত আলী)

ছবি
সাধু হাজির ============ মোঃ রহমত আলী ============ মূর্খ চোর কমে এখন, শিক্ষিত অনেক ঘুষখোর, মুখ্য বিষয় সাধু হাজির ! কালো মুখে সাদা মুখোশ। সেজদা চলে পাঞ্জেগানা, ঈদের বকশিশ বলে চাঁদা তুলে, ঘুষের মালে হিস্যা নিয়ে, দান খয়রাত সদকা করে। হারাম হালাল এক সমান, তাঁর হজ যাকাত কবুল সব ! বড় সাধু সুদখোর ঘুষখোর। রোজা শেষে সাধু সেজে, পাজি হাজির ঈদের জামাতে, দীক্ষিত বাধ্য সালাম করতে, চোরের মুখে ফুলের সুবাস ! ১৪.০৪.২০২৪

ঈমানের ঈদ (মোঃ রহমত আলী)

ছবি
ঈমানের ঈদ ============ মোঃ রহমত আলী ============ ঈদের দিনে আতর লাগাও, লাগাও মোমিন চোখে সুরমা, মুসলিম তুমি মুখে না হয়ে, জ্বালাও দিলে নূরে ঈমান। ঈদগাহে আজ এককাতার, শামিল ফকির এতিম মিসকিন, ধনী গরিব সবাই শরিক, ফরজ আমল সিয়াম শেষে, আজ সবার খুশির ঈদের দিন। ঈদের নামাজ পড়ার আগে, ফিতরা করো সবাই দান, যাকাত ফরজ যার উপর, তাকেই করো দান, যে হকদার, ভুল করো না মুসলিম তুমি, জেনেও প্রভুর এই বিধান। ঈদের মতোই রোজ দিন, হবে তোমার ওহে মুসলমান, হও যদি পাক্কা তুমি ঈমানদার। ১১.০৪.২০২৪ ঈদের দিন ১৪৪৫ হিজরি

ঈদ মোবারক ঈদ মোবারক (মোঃ রহমত আলী)

ছবি
ঈদ মোবারক ঈদ মোবারক ===================== মোঃ রহমত আলী ===================== ঈদ মোবারক ঈদ মোবারক আজ খুশির ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ দুখীর ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ ধনীর ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ আখেরি উম্মাতের ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ রোজাদারের ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ মুমিন বান্দার ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ শিশু বৃদ্ধের ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ খোকাখুকির ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ মুসলমানের ঘরে ঘরে ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ কোরবানির ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ এতিম-মিসকিন এর ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ সারা মুসলিম জাহানের ঈদ, ঈদ মোবারক ঈদ মোবারক আজ খুশি খুশির ঈদ ।। ১১.০৪.২০২৪ ঈদের দিন ১৪৪৫ হিজরি

সুস্পষ্ট ডাক (মোঃ রহমত আলী)

ছবি
সুস্পষ্ট ডাক ============ মোঃ রহমত আলী ============ যারা ভেঙে দিলো স্বপ্ন আমার, তাদের জানাই হাজার সালাম। যারা ছিল একান্ত সুদিনের আপন, তারা কেন হলো আজ যে পর ! এ প্রশ্নের জবাব সময়ের কাছে তারপর। সুখের স্রোতে বন্ধুত্বের জোয়ার, দুঃখের দিনে বন্ধ সবার দুয়ার, জড়িয়ে ধরে নাতো আর বুকে আবার। যারা আহত পাখিটাকে করলো শিকার, তাদেরকে দয়া দেখানোর আছে কি কোনো দরকার ! সুযোগ সন্ধানীরা আরো কিছু আজও করতে থাকুক জনম জনম অনুসন্ধান। আয়নার সামনে কিন্তু সব সমান, সেই চেহারা হয় আরও পরিষ্কার, ভয়ানক শ্রদ্ধার আগুন চোখে দ্বিগুণ। যারা দুঃখিত হলো না, দুঃখ দিয়ে, হাসছিল প্রকাশ্যে, যার কষ্ট দেখে, সেই পাষাণ কে ব্যথিত কন্ঠে প্রণাম। যারা মানবতার গান শোনায় তথাপি ! তাদের মানবিক মানসিকতায় আকাল, শুধু সুখেই সঙ্গ দেয় বন্ধু তারা চিরকাল। এ নতুন কি আর ? পুরাতন ইতিহাস ! তবু বঞ্চিত মনুষ্যত্ব উদ্ধারে সুস্পষ্ট ডাক । ০৮.০৪.২০২৪

মাত্রাজ্ঞানহীন (মোঃ রহমত আলী)

ছবি
মাত্রাজ্ঞানহীন ============= মোঃ রহমত আলী ============= মেশাও আরো ঘোলা জল, দুধকে বানিয়ে দাও ঘোল, মাছিগুলো করুক ভনভন, রাতদিন মশার জালাতন। বানাও আরও কথার ঘুড়ি, উড়াও এখানে যত খুশি, অভিনয় করো মিথ্যাবাদী, হবে সত্যের ঠিক মুখোমুখি। বাজাও আরও হাততালি, সুদ-ঘুষের টাকায় গড়ো ঘরবাড়ি, সময়মতো জানবে ঠিক সবই, একপাত্রে অতিমাত্রায় কি মাত্র ? মাতাও মধুর কথায় মাতাল, বাহ্ চোরের মাথায় উচ্চ তাজ, সময়টা যার আছে আজ, একদিন শেষে পাবে লাজ। সাজাও হারাম-হালাল একত্রে, বুঝবে আরাম শেষে একান্তে, অন্ধকারে তো কেউ দেখেনা, যে দেখছেন, সব হিসাব আছে, শুধুমাত্র এক তাঁর কাছে। ০৪.০৪.২০২৪

অদেখা বিষ (মোঃ রহমত আলী)

ছবি
অদেখা বিষ ============== মোঃ রহমত আলী ============== টাক খেতে খেতে মগজ টাটকা, ঠকতে ঠকতে পাথর মনটা, কথায় কথায় আসল কথা, নকল কিনে খোঁজ আসলটা, লাউ শুকিয়ে ডুগডুগি বানায়, বাজিয়ে বাজিয়ে মাথা নাড়ায়, মৌসুম চলেগেছে সরল কথার, এখন যুগ মনে হয় গরল ভাষার। উত্তর নেই যার কাছে, প্রশ্ন শত তাঁর, জবাব দিতে দিতে,নতুন প্রশ্ন হাজার, মুখে মুখে শুধু মধু মধু মধুর সুর, চিনতে হলে যেতে হবে আরো কিছু দূর। জলে মেশানো বিষ যায় না দেখা ! দুদিনেই মানুষ কী যায় গো চেনা ? শত জনমের পিরিত নিমিষেই বিলীন, কথার গভীরেই অদেখা বিশেষ বিষ। ৩১.০৩.২০২৪

ক্ষুধাতুর (মোঃ রহমত আলী)

ছবি
ক্ষুধাতুর ============ মোঃ রহমত আলী ============ ভরে গেছে পেট, মিটে গেছে ভুখ, শুনে শুনে কটু কথা খুব। অভাবে আছে, স্বভাবে নেই, গোপনে আঁখিজল, প্রকাশ্যে যা ছল। পেটে বাঁধা পাথর, মুখে গুণ ওজন, মিছে মায়ায় বৃথা আদর, দেখি চেয়ে চোখে, অশ্রু শুকিয়ে গেছে। মায়া মায়া বোল, মিছে মায়ার ঢোল, অন্তরে ছুপা কী যে ? খোঁচা দিলে বহে আঁখিজল। মুখে মুখে শুধু নমুনার সুখ, মনে মনে লালিত জনমের দুখ, হাওয়ায় ঘুরে ঘুরে আসে সান্ত্বনার ঢেউ, তবুও মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদে কেউ। ভুখা পেটে আজও চেয়ে আছে চাঁদ, রঙ্গিলা বাজারে সূর্যের প্রখর উত্তাপ, পিপাসায় হারাম জেনেও করে যাচ্ছে কারা ঘামঝরা রক্ত পান। তাই আকাশের পানে, চেয়ে আছে আজও অসহায় ! কহে ক্ষুধাতুর খ্যাপা, মিটে যাবে ভুখ, ভরে যাবে পেট, মরা ঘুমে হায় সবার। ২৭.০৩.২০২৪

চর্চা - (মোঃ রহমত আলী)

ছবি
চর্চা - ============ মোঃ রহমত আলী ============ সত্য বলতে না পারলেও ভাই মিথ্যা বলো না, মিথ্যা বলার চাইতে বন্ধু চুপ থাকাই শ্রেয়। প্রতিবাদ করতে না পারলেও মজলুমের উপহাস করো না, অন্যায়কারীর সাথে চলে অন্যায়ের সাথী হয়েও না। শিক্ষিত হয়েও যদি দীক্ষিত হতে না পারো, তবে বৃথা অর্জন তোমার শুধু লোক দেখানো মাত্র। উপকার করার পর ভুলেও আবার অপকার করো না, বন্ধুর দুশমনের সাথে কভু বন্ধুত্ব করো না। সম্মান না পেয়ে অপমান হলেও উল্টো অপমানিত করো না, অধিকার আদায়ের আগে উত্তম হক আদায় করো। ২৫.০৩.২০২৪

মুখ্য কথা ( মোঃ রহমত আলী )

ছবি
মুখ্য কথা ============ মোঃ রহমত আলী ============ লেখাটা মূর্খের দেখবে অন্ধ কথাটা জিন্দা বোবার শব্দে। পড়ে কী শিক্ষা গুরুর দীক্ষা অন্তর যে মুর্দা চোখটাও ভুখা। হাতের যা কর্ম জ্ঞানহীন তর্ক জ্ঞানীও জব্দ অক্ষর বিক্ষত সংজ্ঞা কতক  মুখ্য মূর্খের মুখ। ২৪.০৩.২০২৪

মূল্যায়ন ( মোঃ রহমত আলী )

ছবি
মূল্যায়ন ============= মোঃ রহমত আলী ============= দিন দুপুরে খোলামেলা ডাকাতি, সব জিনিসের দাম নিচ্ছে বাড়তি, নতুন ত্রাস এখন সমাজে একপ্রকার জঘন্য রাক্ষুসে জাতের ব্যবসায়ী জাত। লাভের সীমা পেরিয়ে রোজ রাহাজানি, তোয়াক্কা নেই কোনো মূল নিয়মনীতির, আসল নকল সব ভেজাল মিশাল, তা দরকার শুধু মুনাফা বেশুমার। ঠুয়ার মাল ওজনে বেঁচে,ওজনেও বেঠিক, দামের চেয়েও দানব মূল্য নেয় অধিক,  অর্ধেকেরও বেশি লাভে লালে-লাল, নিজেও ঠকে অন্যকে ও ঠকায়, হিসাবের দিন তাদের হবে কাল। ও আমার বন্ধুগন হলো কি তোমাদের, একি করছো তোমরা, কেন এমন ? ব্যবসা করা তো রাসূল (সাঃ) এর সুন্নত। তবে কেন নষ্ট করতে চাও, সেই নেয়ামতের আমানত ! অধিক মুনাফায় হবে অনেক লোকসান, অমূল্য মূল মূল্যবান ঈমান। অতি লোভে হবে না তো কোনো লাভ, তাই নামে মুসলমান না হয়ে, কাজে মুসলিম হও, ওহে মানুষ ! ইনসান হয়ে যাও, ইনসানিয়াত দেখাও । ২১.০৩.২০২৪

আলবিদা ( মোঃ রহমত আলী )

ছবি
আলবিদা ============= মোঃ রহমত আলী ============= মুমিন যারা কাঁদে তারা সকাল দুপুর সন্ধ্যা বেলা চুপিচুপি রাত্রিসারা রোজা বিদায় দিশেহারা। সেহেরী খেয়ে সালাত আদায় ইফতার শেষে আবার সালাত ভাগ্যবানের খতম তারাবি না পারলে পড়ি সুরা তারাবি। হিসাব মওকুফ রমজানে হোক না যত খরচ প্রয়োজনে কুরআন নাজিল এই মাহে মুসলিম খুশি রমজানে। আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আগামী বছর বছর ইয়া আল্লাহ রাখতে দিও আবার সব রোজা। ১৯.০৩.২০২৪

লীলাখেলা (মোঃ রহমত আলী)

ছবি
লীলাখেলা ============ মোঃ রহমত আলী ============ শুয়ে আছি তবে কি একাই আমি, গোলাকার পৃথিবীতে লম্বালম্বি, চলছে চলাফেরা কোনাকুনিভাবে, বুদ্ধি গুলো সব মাটির কলসে ঠনঠন, মুখেই শুধু লম্বা লম্বা কথার ঝনঝন, মিছেই দৌড়ঝাপ স্বল্প আয়ু জেনেও, একটি মশার যন্ত্রণায় অতিষ্ঠ যখন, তখন বিশ্বজয় করে চুলো জ্বলেনা গৃহে, অথচ জঙ্গলে আগুন দাউদাউ দ্বিগুণ। যতদূর দৃষ্টি যায়, দেখা মিলে শুধু, ক্ষুধার্ত কঙ্কালের সাথে ভয়ংকর সব জীবিত পেটুক জল্লাদদের হানাহানি, আর বর্বরতার নিয়মিত পরিপূর্ণ লীলা। জেগে দেখি একা, এখানে আমি, আর ওখানে তো বটেই থাকবো একা। শুধু শুধু ঘাম ঝরাতে থাকা, আর সূর্যের মুখোমুখি মিথ্যা বড়াই করা। মীমাংসা করে নেওয়া ছিলনা কঠিন, হয়তো ছিল ব্যাপারটা খুব সহজ, তবে সত্য লুকাতে চেয়ে, এখন জটিল। নিষ্ঠুর চোখ গুলো হায় মোটেও আফসোস করেনা বিন্দুমাত্র, কিছু তো দেখা যায় এমন ব্যঙ্গ হাসি, যা মানবতার চোখে আঙ্গুল দিয়ে চুপ, পিঠে গেঁথে দেয় অনায়াসে ইশারায় ছুরি। ১৭.০৩.২০২৪

ছবি- ঘর- "কবি'র'কবিতা"