মাত্রাজ্ঞানহীন (মোঃ রহমত আলী)

মাত্রাজ্ঞানহীন
=============
মোঃ রহমত আলী
=============
মেশাও আরো ঘোলা জল,
দুধকে বানিয়ে দাও ঘোল,
মাছিগুলো করুক ভনভন,
রাতদিন মশার জালাতন।

বানাও আরও কথার ঘুড়ি,
উড়াও এখানে যত খুশি,
অভিনয় করো মিথ্যাবাদী,
হবে সত্যের ঠিক মুখোমুখি।

বাজাও আরও হাততালি,
সুদ-ঘুষের টাকায় গড়ো ঘরবাড়ি,
সময়মতো জানবে ঠিক সবই,
একপাত্রে অতিমাত্রায় কি মাত্র ?

মাতাও মধুর কথায় মাতাল,
বাহ্ চোরের মাথায় উচ্চ তাজ,
সময়টা যার আছে আজ,
একদিন শেষে পাবে লাজ।

সাজাও হারাম-হালাল একত্রে,
বুঝবে আরাম শেষে একান্তে,
অন্ধকারে তো কেউ দেখেনা,
যে দেখছেন, সব হিসাব আছে,
শুধুমাত্র এক তাঁর কাছে।

০৪.০৪.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)