মূল্যায়ন ( মোঃ রহমত আলী )
মূল্যায়ন
=============
মোঃ রহমত আলী
=============
দিন দুপুরে খোলামেলা ডাকাতি,
সব জিনিসের দাম নিচ্ছে বাড়তি,
নতুন ত্রাস এখন সমাজে একপ্রকার
জঘন্য রাক্ষুসে জাতের ব্যবসায়ী জাত।
লাভের সীমা পেরিয়ে রোজ রাহাজানি,
তোয়াক্কা নেই কোনো মূল নিয়মনীতির,
আসল নকল সব ভেজাল মিশাল,
তা দরকার শুধু মুনাফা বেশুমার।
ঠুয়ার মাল ওজনে বেঁচে,ওজনেও বেঠিক,
দামের চেয়েও দানব মূল্য নেয় অধিক,
অর্ধেকেরও বেশি লাভে লালে-লাল,
নিজেও ঠকে অন্যকে ও ঠকায়,
হিসাবের দিন তাদের হবে কাল।
ও আমার বন্ধুগন হলো কি তোমাদের,
একি করছো তোমরা, কেন এমন ?
ব্যবসা করা তো রাসূল (সাঃ) এর সুন্নত।
তবে কেন নষ্ট করতে চাও,
সেই নেয়ামতের আমানত !
অধিক মুনাফায় হবে অনেক লোকসান,
অমূল্য মূল মূল্যবান ঈমান।
অতি লোভে হবে না তো কোনো লাভ,
তাই নামে মুসলমান না হয়ে,
কাজে মুসলিম হও, ওহে মানুষ !
ইনসান হয়ে যাও, ইনসানিয়াত দেখাও ।
২১.০৩.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥