সুস্পষ্ট ডাক (মোঃ রহমত আলী)

সুস্পষ্ট ডাক
============
মোঃ রহমত আলী
============
যারা ভেঙে দিলো স্বপ্ন আমার,
তাদের জানাই হাজার সালাম।
যারা ছিল একান্ত সুদিনের আপন,
তারা কেন হলো আজ যে পর !
এ প্রশ্নের জবাব সময়ের কাছে তারপর।
সুখের স্রোতে বন্ধুত্বের জোয়ার,
দুঃখের দিনে বন্ধ সবার দুয়ার,
জড়িয়ে ধরে নাতো আর বুকে আবার।

যারা আহত পাখিটাকে করলো শিকার,
তাদেরকে দয়া দেখানোর
আছে কি কোনো দরকার !
সুযোগ সন্ধানীরা আরো কিছু আজও
করতে থাকুক জনম জনম অনুসন্ধান।
আয়নার সামনে কিন্তু সব সমান,
সেই চেহারা হয় আরও পরিষ্কার,
ভয়ানক শ্রদ্ধার আগুন চোখে দ্বিগুণ।

যারা দুঃখিত হলো না, দুঃখ দিয়ে,
হাসছিল প্রকাশ্যে, যার কষ্ট দেখে,
সেই পাষাণ কে ব্যথিত কন্ঠে প্রণাম।
যারা মানবতার গান শোনায় তথাপি !
তাদের মানবিক মানসিকতায় আকাল,
শুধু সুখেই সঙ্গ দেয় বন্ধু তারা চিরকাল।
এ নতুন কি আর ? পুরাতন ইতিহাস !
তবু বঞ্চিত মনুষ্যত্ব উদ্ধারে সুস্পষ্ট ডাক ।

০৮.০৪.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)