অদেখা বিষ (মোঃ রহমত আলী)
অদেখা বিষ
==============
মোঃ রহমত আলী
==============
টাক খেতে খেতে মগজ টাটকা,
ঠকতে ঠকতে পাথর মনটা,
কথায় কথায় আসল কথা,
নকল কিনে খোঁজ আসলটা,
লাউ শুকিয়ে ডুগডুগি বানায়,
বাজিয়ে বাজিয়ে মাথা নাড়ায়,
মৌসুম চলেগেছে সরল কথার,
এখন যুগ মনে হয় গরল ভাষার।
উত্তর নেই যার কাছে, প্রশ্ন শত তাঁর,
জবাব দিতে দিতে,নতুন প্রশ্ন হাজার,
মুখে মুখে শুধু মধু মধু মধুর সুর,
চিনতে হলে যেতে হবে আরো কিছু দূর।
জলে মেশানো বিষ যায় না দেখা !
দুদিনেই মানুষ কী যায় গো চেনা ?
শত জনমের পিরিত নিমিষেই বিলীন,
কথার গভীরেই অদেখা বিশেষ বিষ।
৩১.০৩.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥