লীলাখেলা (মোঃ রহমত আলী)
লীলাখেলা
============
মোঃ রহমত আলী
============
শুয়ে আছি তবে কি একাই আমি,
গোলাকার পৃথিবীতে লম্বালম্বি,
চলছে চলাফেরা কোনাকুনিভাবে,
বুদ্ধি গুলো সব মাটির কলসে ঠনঠন,
মুখেই শুধু লম্বা লম্বা কথার ঝনঝন,
মিছেই দৌড়ঝাপ স্বল্প আয়ু জেনেও,
একটি মশার যন্ত্রণায় অতিষ্ঠ যখন,
তখন বিশ্বজয় করে চুলো জ্বলেনা গৃহে,
অথচ জঙ্গলে আগুন দাউদাউ দ্বিগুণ।
যতদূর দৃষ্টি যায়, দেখা মিলে শুধু,
ক্ষুধার্ত কঙ্কালের সাথে ভয়ংকর সব
জীবিত পেটুক জল্লাদদের হানাহানি,
আর বর্বরতার নিয়মিত পরিপূর্ণ লীলা।
জেগে দেখি একা, এখানে আমি,
আর ওখানে তো বটেই থাকবো একা।
শুধু শুধু ঘাম ঝরাতে থাকা,
আর সূর্যের মুখোমুখি মিথ্যা বড়াই করা।
মীমাংসা করে নেওয়া ছিলনা কঠিন,
হয়তো ছিল ব্যাপারটা খুব সহজ,
তবে সত্য লুকাতে চেয়ে, এখন জটিল।
নিষ্ঠুর চোখ গুলো হায় মোটেও
আফসোস করেনা বিন্দুমাত্র,
কিছু তো দেখা যায় এমন ব্যঙ্গ হাসি,
যা মানবতার চোখে আঙ্গুল দিয়ে চুপ,
পিঠে গেঁথে দেয় অনায়াসে ইশারায় ছুরি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥