চর্চা - (মোঃ রহমত আলী)
চর্চা -
============
মোঃ রহমত আলী
============
সত্য বলতে না পারলেও
ভাই মিথ্যা বলো না,
মিথ্যা বলার চাইতে
বন্ধু চুপ থাকাই শ্রেয়।
প্রতিবাদ করতে না পারলেও
মজলুমের উপহাস করো না,
অন্যায়কারীর সাথে চলে
অন্যায়ের সাথী হয়েও না।
শিক্ষিত হয়েও যদি
দীক্ষিত হতে না পারো,
তবে বৃথা অর্জন তোমার
শুধু লোক দেখানো মাত্র।
উপকার করার পর ভুলেও
আবার অপকার করো না,
বন্ধুর দুশমনের সাথে
কভু বন্ধুত্ব করো না।
সম্মান না পেয়ে অপমান হলেও
উল্টো অপমানিত করো না,
অধিকার আদায়ের আগে
উত্তম হক আদায় করো।
২৫.০৩.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥