আলবিদা ( মোঃ রহমত আলী )
আলবিদা
=============
মোঃ রহমত আলী
=============
মুমিন যারা কাঁদে তারা
সকাল দুপুর সন্ধ্যা বেলা
চুপিচুপি রাত্রিসারা
রোজা বিদায় দিশেহারা।
সেহেরী খেয়ে সালাত আদায়
ইফতার শেষে আবার সালাত
ভাগ্যবানের খতম তারাবি
না পারলে পড়ি সুরা তারাবি।
হিসাব মওকুফ রমজানে
হোক না যত খরচ প্রয়োজনে
কুরআন নাজিল এই মাহে
মুসলিম খুশি রমজানে।
আলবিদা আলবিদা
মাহে রমজান আলবিদা
আগামী বছর বছর ইয়া আল্লাহ
রাখতে দিও আবার সব রোজা।
১৯.০৩.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥