ক্ষুধাতুর (মোঃ রহমত আলী)

ক্ষুধাতুর
============
মোঃ রহমত আলী
============
ভরে গেছে পেট, মিটে গেছে ভুখ,
শুনে শুনে কটু কথা খুব।
অভাবে আছে, স্বভাবে নেই,
গোপনে আঁখিজল, প্রকাশ্যে যা ছল।
পেটে বাঁধা পাথর, মুখে গুণ ওজন,
মিছে মায়ায় বৃথা আদর,
দেখি চেয়ে চোখে, অশ্রু শুকিয়ে গেছে।

মায়া মায়া বোল, মিছে মায়ার ঢোল,
অন্তরে ছুপা কী যে ?
খোঁচা দিলে বহে আঁখিজল।
মুখে মুখে শুধু নমুনার সুখ,
মনে মনে লালিত জনমের দুখ,
হাওয়ায় ঘুরে ঘুরে আসে সান্ত্বনার ঢেউ,
তবুও মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদে কেউ।

ভুখা পেটে আজও চেয়ে আছে চাঁদ,
রঙ্গিলা বাজারে সূর্যের প্রখর উত্তাপ,
পিপাসায় হারাম জেনেও
করে যাচ্ছে কারা ঘামঝরা রক্ত পান।
তাই আকাশের পানে,
চেয়ে আছে আজও অসহায় !
কহে ক্ষুধাতুর খ্যাপা, মিটে যাবে ভুখ,
ভরে যাবে পেট, মরা ঘুমে হায় সবার।

২৭.০৩.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)