পোস্টগুলি

সুস্পষ্ট ডাক (মোঃ রহমত আলী)

ছবি
সুস্পষ্ট ডাক ============ মোঃ রহমত আলী ============ যারা ভেঙে দিলো স্বপ্ন আমার, তাদের জানাই হাজার সালাম। যারা ছিল একান্ত সুদিনের আপন, তারা কেন হলো আজ যে পর ! এ প্রশ্নের জবাব সময়ের কাছে তারপর। সুখের স্রোতে বন্ধুত্বের জোয়ার, দুঃখের দিনে বন্ধ সবার দুয়ার, জড়িয়ে ধরে নাতো আর বুকে আবার। যারা আহত পাখিটাকে করলো শিকার, তাদেরকে দয়া দেখানোর আছে কি কোনো দরকার ! সুযোগ সন্ধানীরা আরো কিছু আজও করতে থাকুক জনম জনম অনুসন্ধান। আয়নার সামনে কিন্তু সব সমান, সেই চেহারা হয় আরও পরিষ্কার, ভয়ানক শ্রদ্ধার আগুন চোখে দ্বিগুণ। যারা দুঃখিত হলো না, দুঃখ দিয়ে, হাসছিল প্রকাশ্যে, যার কষ্ট দেখে, সেই পাষাণ কে ব্যথিত কন্ঠে প্রণাম। যারা মানবতার গান শোনায় তথাপি ! তাদের মানবিক মানসিকতায় আকাল, শুধু সুখেই সঙ্গ দেয় বন্ধু তারা চিরকাল। এ নতুন কি আর ? পুরাতন ইতিহাস ! তবু বঞ্চিত মনুষ্যত্ব উদ্ধারে সুস্পষ্ট ডাক । ০৮.০৪.২০২৪

মাত্রাজ্ঞানহীন (মোঃ রহমত আলী)

ছবি
মাত্রাজ্ঞানহীন ============= মোঃ রহমত আলী ============= মেশাও আরো ঘোলা জল, দুধকে বানিয়ে দাও ঘোল, মাছিগুলো করুক ভনভন, রাতদিন মশার জালাতন। বানাও আরও কথার ঘুড়ি, উড়াও এখানে যত খুশি, অভিনয় করো মিথ্যাবাদী, হবে সত্যের ঠিক মুখোমুখি। বাজাও আরও হাততালি, সুদ-ঘুষের টাকায় গড়ো ঘরবাড়ি, সময়মতো জানবে ঠিক সবই, একপাত্রে অতিমাত্রায় কি মাত্র ? মাতাও মধুর কথায় মাতাল, বাহ্ চোরের মাথায় উচ্চ তাজ, সময়টা যার আছে আজ, একদিন শেষে পাবে লাজ। সাজাও হারাম-হালাল একত্রে, বুঝবে আরাম শেষে একান্তে, অন্ধকারে তো কেউ দেখেনা, যে দেখছেন, সব হিসাব আছে, শুধুমাত্র এক তাঁর কাছে। ০৪.০৪.২০২৪

অদেখা বিষ (মোঃ রহমত আলী)

ছবি
অদেখা বিষ ============== মোঃ রহমত আলী ============== টাক খেতে খেতে মগজ টাটকা, ঠকতে ঠকতে পাথর মনটা, কথায় কথায় আসল কথা, নকল কিনে খোঁজ আসলটা, লাউ শুকিয়ে ডুগডুগি বানায়, বাজিয়ে বাজিয়ে মাথা নাড়ায়, মৌসুম চলেগেছে সরল কথার, এখন যুগ মনে হয় গরল ভাষার। উত্তর নেই যার কাছে, প্রশ্ন শত তাঁর, জবাব দিতে দিতে,নতুন প্রশ্ন হাজার, মুখে মুখে শুধু মধু মধু মধুর সুর, চিনতে হলে যেতে হবে আরো কিছু দূর। জলে মেশানো বিষ যায় না দেখা ! দুদিনেই মানুষ কী যায় গো চেনা ? শত জনমের পিরিত নিমিষেই বিলীন, কথার গভীরেই অদেখা বিশেষ বিষ। ৩১.০৩.২০২৪

ক্ষুধাতুর (মোঃ রহমত আলী)

ছবি
ক্ষুধাতুর ============ মোঃ রহমত আলী ============ ভরে গেছে পেট, মিটে গেছে ভুখ, শুনে শুনে কটু কথা খুব। অভাবে আছে, স্বভাবে নেই, গোপনে আঁখিজল, প্রকাশ্যে যা ছল। পেটে বাঁধা পাথর, মুখে গুণ ওজন, মিছে মায়ায় বৃথা আদর, দেখি চেয়ে চোখে, অশ্রু শুকিয়ে গেছে। মায়া মায়া বোল, মিছে মায়ার ঢোল, অন্তরে ছুপা কী যে ? খোঁচা দিলে বহে আঁখিজল। মুখে মুখে শুধু নমুনার সুখ, মনে মনে লালিত জনমের দুখ, হাওয়ায় ঘুরে ঘুরে আসে সান্ত্বনার ঢেউ, তবুও মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদে কেউ। ভুখা পেটে আজও চেয়ে আছে চাঁদ, রঙ্গিলা বাজারে সূর্যের প্রখর উত্তাপ, পিপাসায় হারাম জেনেও করে যাচ্ছে কারা ঘামঝরা রক্ত পান। তাই আকাশের পানে, চেয়ে আছে আজও অসহায় ! কহে ক্ষুধাতুর খ্যাপা, মিটে যাবে ভুখ, ভরে যাবে পেট, মরা ঘুমে হায় সবার। ২৭.০৩.২০২৪

চর্চা - (মোঃ রহমত আলী)

ছবি
চর্চা - ============ মোঃ রহমত আলী ============ সত্য বলতে না পারলেও ভাই মিথ্যা বলো না, মিথ্যা বলার চাইতে বন্ধু চুপ থাকাই শ্রেয়। প্রতিবাদ করতে না পারলেও মজলুমের উপহাস করো না, অন্যায়কারীর সাথে চলে অন্যায়ের সাথী হয়েও না। শিক্ষিত হয়েও যদি দীক্ষিত হতে না পারো, তবে বৃথা অর্জন তোমার শুধু লোক দেখানো মাত্র। উপকার করার পর ভুলেও আবার অপকার করো না, বন্ধুর দুশমনের সাথে কভু বন্ধুত্ব করো না। সম্মান না পেয়ে অপমান হলেও উল্টো অপমানিত করো না, অধিকার আদায়ের আগে উত্তম হক আদায় করো। ২৫.০৩.২০২৪

মুখ্য কথা ( মোঃ রহমত আলী )

ছবি
মুখ্য কথা ============ মোঃ রহমত আলী ============ লেখাটা মূর্খের দেখবে অন্ধ কথাটা জিন্দা বোবার শব্দে। পড়ে কী শিক্ষা গুরুর দীক্ষা অন্তর যে মুর্দা চোখটাও ভুখা। হাতের যা কর্ম জ্ঞানহীন তর্ক জ্ঞানীও জব্দ অক্ষর বিক্ষত সংজ্ঞা কতক  মুখ্য মূর্খের মুখ। ২৪.০৩.২০২৪

মূল্যায়ন ( মোঃ রহমত আলী )

ছবি
মূল্যায়ন ============= মোঃ রহমত আলী ============= দিন দুপুরে খোলামেলা ডাকাতি, সব জিনিসের দাম নিচ্ছে বাড়তি, নতুন ত্রাস এখন সমাজে একপ্রকার জঘন্য রাক্ষুসে জাতের ব্যবসায়ী জাত। লাভের সীমা পেরিয়ে রোজ রাহাজানি, তোয়াক্কা নেই কোনো মূল নিয়মনীতির, আসল নকল সব ভেজাল মিশাল, তা দরকার শুধু মুনাফা বেশুমার। ঠুয়ার মাল ওজনে বেঁচে,ওজনেও বেঠিক, দামের চেয়েও দানব মূল্য নেয় অধিক,  অর্ধেকেরও বেশি লাভে লালে-লাল, নিজেও ঠকে অন্যকে ও ঠকায়, হিসাবের দিন তাদের হবে কাল। ও আমার বন্ধুগন হলো কি তোমাদের, একি করছো তোমরা, কেন এমন ? ব্যবসা করা তো রাসূল (সাঃ) এর সুন্নত। তবে কেন নষ্ট করতে চাও, সেই নেয়ামতের আমানত ! অধিক মুনাফায় হবে অনেক লোকসান, অমূল্য মূল মূল্যবান ঈমান। অতি লোভে হবে না তো কোনো লাভ, তাই নামে মুসলমান না হয়ে, কাজে মুসলিম হও, ওহে মানুষ ! ইনসান হয়ে যাও, ইনসানিয়াত দেখাও । ২১.০৩.২০২৪

আলবিদা ( মোঃ রহমত আলী )

ছবি
আলবিদা ============= মোঃ রহমত আলী ============= মুমিন যারা কাঁদে তারা সকাল দুপুর সন্ধ্যা বেলা চুপিচুপি রাত্রিসারা রোজা বিদায় দিশেহারা। সেহেরী খেয়ে সালাত আদায় ইফতার শেষে আবার সালাত ভাগ্যবানের খতম তারাবি না পারলে পড়ি সুরা তারাবি। হিসাব মওকুফ রমজানে হোক না যত খরচ প্রয়োজনে কুরআন নাজিল এই মাহে মুসলিম খুশি রমজানে। আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আগামী বছর বছর ইয়া আল্লাহ রাখতে দিও আবার সব রোজা। ১৯.০৩.২০২৪

লীলাখেলা (মোঃ রহমত আলী)

ছবি
লীলাখেলা ============ মোঃ রহমত আলী ============ শুয়ে আছি তবে কি একাই আমি, গোলাকার পৃথিবীতে লম্বালম্বি, চলছে চলাফেরা কোনাকুনিভাবে, বুদ্ধি গুলো সব মাটির কলসে ঠনঠন, মুখেই শুধু লম্বা লম্বা কথার ঝনঝন, মিছেই দৌড়ঝাপ স্বল্প আয়ু জেনেও, একটি মশার যন্ত্রণায় অতিষ্ঠ যখন, তখন বিশ্বজয় করে চুলো জ্বলেনা গৃহে, অথচ জঙ্গলে আগুন দাউদাউ দ্বিগুণ। যতদূর দৃষ্টি যায়, দেখা মিলে শুধু, ক্ষুধার্ত কঙ্কালের সাথে ভয়ংকর সব জীবিত পেটুক জল্লাদদের হানাহানি, আর বর্বরতার নিয়মিত পরিপূর্ণ লীলা। জেগে দেখি একা, এখানে আমি, আর ওখানে তো বটেই থাকবো একা। শুধু শুধু ঘাম ঝরাতে থাকা, আর সূর্যের মুখোমুখি মিথ্যা বড়াই করা। মীমাংসা করে নেওয়া ছিলনা কঠিন, হয়তো ছিল ব্যাপারটা খুব সহজ, তবে সত্য লুকাতে চেয়ে, এখন জটিল। নিষ্ঠুর চোখ গুলো হায় মোটেও আফসোস করেনা বিন্দুমাত্র, কিছু তো দেখা যায় এমন ব্যঙ্গ হাসি, যা মানবতার চোখে আঙ্গুল দিয়ে চুপ, পিঠে গেঁথে দেয় অনায়াসে ইশারায় ছুরি। ১৭.০৩.২০২৪

ছবি- ঘর- "কবি'র'কবিতা"

মোবারক মাহে রমজান (মোঃ রহমত আলী)

ছবি
মোবারক মাহে রমজান ================== মোঃ রহমত আলী ================== বছর ঘুরে এলো আবার মাহে রমজান, রোজা রেখে পূরণ করবো রব তায়ালার আহকাম। বেশি বেশি নফল আদায়, মিলবে ফরজের সওয়াব, সব ইবাদত দেখে সবাই, সিয়াম সাধনা গোপন, দেখেন পরওয়ারদিগার। ধরতে পারলে ধরো রে মন, ছেড়ো না রোজার একদিন, বছর ঘুরে না পাও যদি রোজা আর কোনোদিন ! এই মাসে নাজিল আল-কোরআন, রহমত,মাগফেরাত,নাজাত, এত ফজিলত,এত নেয়ামত, এত তোহফা,এই তো মওকা, করে তওবা,তালাশ করি, নাজাতের হর বিজোড় রাতে, শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, সংযমের এই পবিত্র মাস, মোবারক মাহে রমজান। ১২.০৩.২০২৪

আহ্বান (মোঃ রহমত আলী)

ছবি
আহ্বান ============ মোঃ রহমত আলী ============ কি হলো কবি নীরব কেন তুমি ? উঠো,জাগো,লেখো,চালাও কলম, মিথ্যার সমুদ্রে সত্যের ঢেউ তুলে। তুমি না জাগলে হবে না তো আর ! মৃত নদীতে উত্তাল ন্যায়ের জোয়ার, তোমার কলমটা-ও যে এক তলোয়ার, অন্যায়ের বিরুদ্ধে তোমার কবিতা হবে, এক কথার কথায়,শত দর্পণের দর্শন। তো কি হলো কবি আর দেরি কেন? লেখো আগুন ঝরা কলমে,শান্ত বাণী, অশান্ত অক্ষরে দুর্দান্ত শব্দ সাজিয়ে, অবহেলিত মানবতার জয় জয়গান। ঘুমন্ত মানবতা জাগাও আবেগের খোঁচায়, কারো অবহেলায়,কারো কান্না, কারো প্রতারণায়,কারো হতাশা, আরো আছে যা কিছু লিখে দাও সব, মজবুত বর্ণমালার সাথে,ভালোবাসা মেখে,নিদ্রিত বিবেকের ঘুম ভাঙ্গাতে। এই যে ওহে কবি তোমাকেই বলছি ! তুমিই পারবে,শত ঈর্ষার ঊর্ধ্বে, খ্যাপা সুর তুলে,বাউলা কন্ঠের তালে, ছন্দে ছন্দে লিখে আরো গদ্য কবিতা, প্রকাশ করে দিতে পারো সত্য ছবিটা। ও কবি তবে এতো আর ভাবছো কী ? লিখে দাও তো এবার হক কথা সমুদয়। আহ্বান পুরো করো। তবে কি হলো কবি? ১০.০৩.২০২৪

আবেদন (মোঃ রহমত আলী)

ছবি
আবেদন ============ মোঃ রহমত আলী ============ রাজ্য রাজার একাই, প্রজা সব গোলাম, হরেক কথায় প্রণাম। শখের প্রতিবাদী তুফান, জৌলুসে বিন্যাস জুলুম, সাধারণ জনতা মজলুম, মুখে মুখে রাজার মজলিস। ঘাতক করছে নাটক, সিপাহী যখন দর্শক, পাগল-ও করে উপভোগ। রাজ্য-টা সবার,রাজা-ও সবার, তবে কেন দৃষ্টি একতরফা ? একদল খেয়ে চেটে পুষ্টিতে তুষ্ট, আর কেউ অসহায়, দিশেহারা হতাশায় বোবা। আমরা আমজনতা, রাজা কে জানাই সালাম, যদি দেখেন চেয়ে রাজ্য জুড়ে, নয়ন মেলে সমান সমান, কেমন আছে গরীব প্রজা, সুখে দুঃখে তাই আবেদন। ০৮.০৩.২০২৪

সোনামণি ( মোঃ রহমত আলী )

ছবি
সোনামণি ============ মোঃ রহমত আলী ============ ফুল বাগিচায় খুকুমণি খেলাকরে প্রজাপতির সাথে। পুকুরেতে গোসল করে খোকাবাবু মাছ ধরে আনে। সোনামণি শোনো পাখির বাসা ভেঙ্গোনা ডাকবে কে ভোরবেলা। আমরা ভালো খোকাখুকি লেখাপড়া করি সময়মতো রোজ নামাজ পড়ি। ২৯.০২.২০২৪

কলিজা (মোঃ রহমত আলী)

ছবি
কলিজা ============ মোঃ রহমত আলী ============ এক কথায় মন ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ, আরো বেশি হিম্মত এসে হলো যুক্ত, চোখের কোনায় জমে আছে মুক্ত, ব্যথিত হৃদয়ে আরো ব্যথা সংযুক্ত, অপমানের আনন্দে হাসিমুখ উন্মুক্ত। কিছু বলতে চাই,তবে মুখ খুলতে চাই-না, চোখে চোখে বর্ণনা,যদি বুঝে নিতে ভাই। জেগে আছে তো সবাই ! তবে ঘুমন্ত অন্তর কোণে লুকানো আবেগ, আর নিদ্রিত মগজে লোপাট বিবেক। তাই সীমানা পেরিয়ে যেতে চাই না, তো যতটুকু ব্যথা ততটুকুতেই কথা, অপমানে-ও রাজি মন ভেঙেছে কাজী, অভিমানী অভিযাত্রী একাকী আমি। এক কথায় মন আনন্দে উজ্জ্বল, শত ব্যথায় কেন যেন নাহি চোখে জল, দুঃখ পেতে পেতে অটুট মনোবল। তাদের আচরণে ঘুম আসেনা চোখে, কলিজা কেঁপে কেঁপে সারারাত কাঁদে, নির্দয় মিষ্টি মিষ্টি নির্মম কথাগুলোর আঘাত,উত্তপ্ত পাথরের চেয়েও জোর, তবে কোনো টুঁ”শব্দ করা একদম বারণ। তবুও ঘুমন্ত বিবেক গুলো জাগ্রত হোক, দশ কথার সমাধান,এক কথায় প্রকাশ, ভালোবাসার ব্যবহার ভালোবেসে হোক। ২৮.০২.২০২৪

আত্মসমর্পণ (মোঃ রহমত আলী)

ছবি
আত্মসমর্পণ ================ মোঃ রহমত আলী ================ পথেই আছি পথ খুঁজে পাইনা, চোখে দেখে মুখ খুলে বলি-না, দেখানো রূপের অন্তরালে, নির্গত যে অনর্গল অনল, শিক্ষা জ্ঞানের আলো সর্বত্রই, দীক্ষায় বিবেক আলোকিত কই। কিছু বিদ্বানের আচরণ উদ্ভট, শোনেনা ব্যথিতের অভিযোগ, শুধু নিজেরটাই তার পূরক, কিছু ডাক্তার মশাই যেমন, শুনতে চায়-না রোগীর পূর্ণ বর্ণন, হাজার টাকায় দু-চার মিনিট দর্শন। বড্ড যন্ত্রণায় জর্জরিত দর্পণ, বাঁচার জন্য যুদ্ধ মরণপণ, এসব হতাশা কোথায় করি অর্পণ, বিমারি এমন বাধ্য আত্মসমর্পণ। ২৭.০২.২০২৪

জবাবদিহি (মোঃ রহমত আলী)

ছবি
জবাবদিহি ================ মোঃ রহমত আলী ================ চারিদিকে হাহাকার মুখে জয়জয়কার ঘুষ দিতে দিতে পকেট খালি কার কার ! বুদ্ধি ফুরিয়ে মাথায় হাত এ কেমন আবার কারবার পেটের জন্য পকেট কাটে আখেরাতে কিন্তু খবর আছে। দিনের আলোতে দ্বীন দেখে-না যে যে হারামের আরামে আছে কে কে হালালের সুসংবাদ মানে কে সে ! অবশ্যই চার দিন শেষে জবাবদিহি অবশেষে মনে রেখো রঙিন মানুষ সাদা কাফন সবার হবে। ২৬.০২.২০২৪

সওগাত (মোঃ রহমত আলী)

ছবি
সওগাত ============ মোঃ রহমত আলী ============ অর্থের বিনিময়ে সওগাত বড়ো তাজ্জব এ গলার-হার ফুলগুলো ছিটানো হলো ভালোবেসে মাথার ওপর তবে হায় আফসোস লুটালো তা পদতলে সুবাসে মুখর বন্দর ভেতরে পুড়ে ছাই অন্তর ফুটন্ত ফুল ডালে ডালে সুন্দর বিনিময়ের এ বাজারে ঝরা ফুলের-ও  অমূল্য কদর আসলের চেয়ে নকলের সোর আছে সচল পেশিশক্তির জোর উত্তম কণ্ঠ লাপাত্তা প্রায় বেসুরো গলায় যা খুশি গায় মুখ চিনে চিনে বিতরণ মিষ্টি অদ্ভুত তরিকায় আকর্ষণ দৃষ্টি এ যেন হায় বিনা মেঘে বৃষ্টি অর্থের ওজনে সম্মান গোপনে পোশাকের কদর মুখর সদর ২৫.০২.২০২৪

আদব (মোঃ রহমত আলী)

ছবি
আদব ============ মোঃ রহমত আলী ============ তাদের থেকে যারা ভালো যাদের থেকে জানা হলো আমার চেয়ে তুমি ভালো তোমার চেয়ে উনি বড়ো। রাগের শেষে আদর করো গুছিয়ে কথা বুঝিয়ে বলো আদব মতো কায়দা জানো মানুষের মধ্যে মানুষ ধরো। আমার আমার ছেড়ে চলো বিবেক জ্ঞানের বিচার ভালো আবেগ তোমার সামলে রাখো তাদের জন্য কিছু তো করো। যাদের কাছে তারা আলো তাদের কাছে যারা কালো তোমার সাথে যিনি ভালো আমার সাথে তিনি আরো। ২২.০২.২০২৪

খামোশ (মোঃ রহমত আলী)

ছবি
খামোশ ============ মোঃ রহমত আলী ============ রূপসাগর বড় অপরূপ, ভরদুপুরে কড়া রোদ্দুর, মায়া-মায়া মায়াহীন, গহীন মরুভূমিতে জীবন্ত এক সমুদ্দুর। ডুবে-ডুবে বেঁচে থাকা, কিনারায় রোজ মরণপণ অহরহ জীবিকার যুদ্ধ। দুর্ভিক্ষের মধ্যে জ্যান্ত ক্ষুধা, দানশীল বর্ষায় তবুও তৃষ্ণার্ত মানবিক মানবতা। অপরূপ বড়ো রূপসাগর, কঠিন পাথর অন্তর, ভাঙ্গেনা হায় সচরাচর, উদার উদার উপর উপর, ভেতরটা জালিম জানেনা খবর, আগমন সহসা বিদায় যাযাবর। কাননে কাঁদে কোকিল যখন, দানবের হাসিতে সুখের বোল, মানবতার মুখে সাপের ছোবল, শহরে খামোশ প্রতিবাদী রোল, নিখোঁজ মানবতার অসহায় ঢোল। ২০.০২.২০২৪

হঠাৎ (মোঃ রহমত আলী)

ছবি
হঠাৎ ============ মোঃ রহমত আলী ============ এই ভালো এই মন্দ জীবন মানে হরেক রকম ছন্দ কখনো দ্বন্দ্ব কখনো আনন্দ তবুও সুখ দুঃখের সীমা অফুরন্ত। এইতো শিশু এইতো বৃদ্ধ এইতো সংসার কোথায় গেলো জোয়ান কাল কখনো রোগ কখনো শোক তবুও চলছে জীবন রোজ। এই সাঁঝ এই রাত একই সাজে সাজ দুপুর ঘুরে বিকাল কখনো হাসি কখনো কান্না কখনো উদাসী ঘর সবার এক মাপ সময় হলেই অবসান তাই হঠাৎ হঠাৎ সমাপ্তি সকাল। ১৯.০২.২০২৪

তুলনা (মোঃ রহমত আলী)

ছবি
তুলনা ================ মোঃ রহমত আলী ================ তুমি তো বন্ধু বহুদূর যাবে না আমার সাথে, তবে চলো না কিছুদূর। দেখো ঐ যে অন্ধ বেচারা, আলোতে খুঁজে ফেরে মানিক, চোখ থাকতেও কেমন পথিক, অন্ধকারেই করে ঘুরঘুর। চলো বন্ধু এইতো এই ফুটপাত পর্যন্ত যাই, আমি যা দেখছি, তুমিও কি তাই ভাবছো ! ঐদেখো ফকিরের সাথে বাবু-সাহেব এর কত মিল। অনুনয়-বিনয় করে, হাত পেতে ভিক্ষা নেয় ভিখারী, তারাও তো নেয় মুখ-খুলে দাপটের সাথে ধমকে। তবে বন্ধু তুমি কি বলো, পাগলরাই বোধহয় ভালো আছে তুলনামূলক ! ও তুমি তো আর যাবেনা, আমার সাথে ততদূর, তবুও তুল্য এগুলো  বকবক আবোল-তাবোল ঘোর॥ ১৮.০২.২০২৪

আহ্লাদ (মোঃ রহমত আলী)

ছবি
আহ্লাদ ============ মোঃ রহমত আলী ============ প্রেমের বয়স বলো আমায়, বিবাহের বয়সটা জানা, বুড়ো কখন হয় মনটা,দেহ চলেনা। চোখের নজর ফুরিয়ে গেলে-ও, খুশবু ফুলের পিছু ছাড়ে-না। মনের সাথে মন-ও প্রাণের মিলন, বয়স দেখে-ও বোঝেনা, সত্য প্রেমে সাদা-কালো, সুন্দর ধনী বা গরীব দেখেনা। ফাগুন জোয়ান প্রতিবছর, কোকিল গায় বারোমাস, আসল প্রেম হৃদয় গভীরে, চোখে বহা মোহনায়। সকাল,দুপুর,বিকাল,সন্ধ্যা, মনের সাথে মনের মিল সারাবেলা, সেই প্রেমের নাম ভালোবাসা। সারাজীবন রঙিন রঙিন, প্রেমে পড়ে প্রেম বাড়ে দিনের দিন, বয়স কোন ব্যাপার না, বন্দি প্রেমের কারাগারে। এই রোগের ইলাজ কোথায়, দুঃখের বসন্ত সুখের শাওন, প্রেমে জীবন প্রেমে মরণ, ভালোবাসা রোজদিন, সমান-সমান প্রতিদিন, সাধ্যমতো আহ্লাদিত বৃদ্ধ জোয়ান। ১৪.০২.২০২৪

কায়দা (মোঃ রহমত আলী)

ছবি
কায়দা ================ মোঃ রহমত আলী ================ কথার তালে তাল, জ্বলন্ত আগুনে তুফান, ফুলের দুশমন,কাননে লালন। খুব নামি তো বটেই, উপকারী ও নন, স্বার্থ ফুরালেই দৌড়ান। কলস দেখলেই পিয়াস জাগে, এক পয়সা-ও লাগেনা, দশ কাপ চা খেতে। দেখি-দেখি করে সব দেখে, নিজের সুবিধা ছাড়া, কিছুই আর দেখে না-রে। মুখে-মুখে কথা খুব দামী, বাহ্ মধু-মধু বদনামী, বেকায়দায় সুর তরফদারি। ০৯.০২.২০২৪

অহরহ (মোঃ রহমত আলী)

ছবি
অহরহ ============ মোঃ রহমত আলী ============ ভান ধরে ঘুমিয়ে আছে যারা, তাদের জাগাতে পারবে না কোন কান্না, তারা তো জাগ্রত,ঘুমন্ত তাদের বিবেক, চোখ কান বন্ধ করে চলছে তাই ! জানে সব তবু ভান ধরা ধ্যানে, বিপদে কারো দেয় না সাড়া মনেপ্রাণে, কবুল করেনা গলদ করছে যা যা, নিজের বাহাদুরি নিজত্ব-তে সীমাবদ্ধ ! খোঁড়াটাও এগিয়ে যেতে হিম্মৎ বাঁধে, তবে এরা তো মজা নিতে নজর রাখে, এদের তাণ্ডব লীলা হায় আফসোস, যারা খুব নাকি হুঁশিয়ার তবুও চুপচাপ ! আগুন লাগিয়ে সংসার সহ সমাজে, জলের বদলে নেভানোর ছলে-ছলে, তারা কেরোসিন দেয় ঢেলে বহুরূপী ঢঙে, আর কত আনন্দ উপভোগ তাদের রঙে ! গোটা জগৎ এক মায়ার চক্রভিউ, বিভোর অহরহ স্বার্থের তালাশে কুচক্রী, নেই চোখে নোনাজল,হ্যাঁ দুষ্টু মুচকি হাসি, প্রায় নিভু-নিভু তবু উজাগর সত্যের দীপ ! ০৮.০২.২০২৪