সওগাত (মোঃ রহমত আলী)
সওগাত
============
মোঃ রহমত আলী
============
অর্থের বিনিময়ে সওগাত
বড়ো তাজ্জব এ গলার-হার
ফুলগুলো ছিটানো হলো
ভালোবেসে মাথার ওপর
তবে হায় আফসোস
লুটালো তা পদতলে
সুবাসে মুখর বন্দর
ভেতরে পুড়ে ছাই অন্তর
ফুটন্ত ফুল ডালে ডালে সুন্দর
বিনিময়ের এ বাজারে
ঝরা ফুলের-ও অমূল্য কদর
আসলের চেয়ে নকলের সোর
আছে সচল পেশিশক্তির জোর
উত্তম কণ্ঠ লাপাত্তা প্রায়
বেসুরো গলায় যা খুশি গায়
মুখ চিনে চিনে বিতরণ মিষ্টি
অদ্ভুত তরিকায় আকর্ষণ দৃষ্টি
এ যেন হায় বিনা মেঘে বৃষ্টি
অর্থের ওজনে সম্মান গোপনে
পোশাকের কদর মুখর সদর
২৫.০২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥