সওগাত (মোঃ রহমত আলী)

সওগাত
============
মোঃ রহমত আলী
============
অর্থের বিনিময়ে সওগাত
বড়ো তাজ্জব এ গলার-হার
ফুলগুলো ছিটানো হলো
ভালোবেসে মাথার ওপর
তবে হায় আফসোস
লুটালো তা পদতলে
সুবাসে মুখর বন্দর
ভেতরে পুড়ে ছাই অন্তর
ফুটন্ত ফুল ডালে ডালে সুন্দর
বিনিময়ের এ বাজারে
ঝরা ফুলের-ও  অমূল্য কদর
আসলের চেয়ে নকলের সোর
আছে সচল পেশিশক্তির জোর
উত্তম কণ্ঠ লাপাত্তা প্রায়
বেসুরো গলায় যা খুশি গায়
মুখ চিনে চিনে বিতরণ মিষ্টি
অদ্ভুত তরিকায় আকর্ষণ দৃষ্টি
এ যেন হায় বিনা মেঘে বৃষ্টি
অর্থের ওজনে সম্মান গোপনে
পোশাকের কদর মুখর সদর

২৫.০২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)