কায়দা (মোঃ রহমত আলী)

কায়দা
================
মোঃ রহমত আলী
================
কথার তালে তাল,
জ্বলন্ত আগুনে তুফান,
ফুলের দুশমন,কাননে লালন।

খুব নামি তো বটেই,
উপকারী ও নন,
স্বার্থ ফুরালেই দৌড়ান।

কলস দেখলেই পিয়াস জাগে,
এক পয়সা-ও লাগেনা,
দশ কাপ চা খেতে।

দেখি-দেখি করে সব দেখে,
নিজের সুবিধা ছাড়া,
কিছুই আর দেখে না-রে।

মুখে-মুখে কথা খুব দামী,
বাহ্ মধু-মধু বদনামী,
বেকায়দায় সুর তরফদারি।

০৯.০২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)