আত্মসমর্পণ (মোঃ রহমত আলী)
আত্মসমর্পণ
================
মোঃ রহমত আলী
================
পথেই আছি পথ খুঁজে পাইনা,
চোখে দেখে মুখ খুলে বলি-না,
দেখানো রূপের অন্তরালে,
নির্গত যে অনর্গল অনল,
শিক্ষা জ্ঞানের আলো সর্বত্রই,
দীক্ষায় বিবেক আলোকিত কই।
কিছু বিদ্বানের আচরণ উদ্ভট,
শোনেনা ব্যথিতের অভিযোগ,
শুধু নিজেরটাই তার পূরক,
কিছু ডাক্তার মশাই যেমন,
শুনতে চায়-না রোগীর পূর্ণ বর্ণন,
হাজার টাকায় দু-চার মিনিট দর্শন।
বড্ড যন্ত্রণায় জর্জরিত দর্পণ,
বাঁচার জন্য যুদ্ধ মরণপণ,
এসব হতাশা কোথায় করি অর্পণ,
বিমারি এমন বাধ্য আত্মসমর্পণ।
২৭.০২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥