কলিজা (মোঃ রহমত আলী)

কলিজা
============
মোঃ রহমত আলী
============
এক কথায় মন ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ,
আরো বেশি হিম্মত এসে হলো যুক্ত,
চোখের কোনায় জমে আছে মুক্ত,
ব্যথিত হৃদয়ে আরো ব্যথা সংযুক্ত,
অপমানের আনন্দে হাসিমুখ উন্মুক্ত।
কিছু বলতে চাই,তবে মুখ খুলতে চাই-না,
চোখে চোখে বর্ণনা,যদি বুঝে নিতে ভাই।
জেগে আছে তো সবাই !
তবে ঘুমন্ত অন্তর কোণে লুকানো আবেগ,
আর নিদ্রিত মগজে লোপাট বিবেক।
তাই সীমানা পেরিয়ে যেতে চাই না,
তো যতটুকু ব্যথা ততটুকুতেই কথা,
অপমানে-ও রাজি মন ভেঙেছে কাজী,
অভিমানী অভিযাত্রী একাকী আমি।
এক কথায় মন আনন্দে উজ্জ্বল,
শত ব্যথায় কেন যেন নাহি চোখে জল,
দুঃখ পেতে পেতে অটুট মনোবল।
তাদের আচরণে ঘুম আসেনা চোখে,
কলিজা কেঁপে কেঁপে সারারাত কাঁদে,
নির্দয় মিষ্টি মিষ্টি নির্মম কথাগুলোর
আঘাত,উত্তপ্ত পাথরের চেয়েও জোর,
তবে কোনো টুঁ”শব্দ করা একদম বারণ।
তবুও ঘুমন্ত বিবেক গুলো জাগ্রত হোক,
দশ কথার সমাধান,এক কথায় প্রকাশ,
ভালোবাসার ব্যবহার ভালোবেসে হোক।

২৮.০২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)