আদব (মোঃ রহমত আলী)

আদব
============
মোঃ রহমত আলী
============
তাদের থেকে যারা ভালো
যাদের থেকে জানা হলো
আমার চেয়ে তুমি ভালো
তোমার চেয়ে উনি বড়ো।

রাগের শেষে আদর করো
গুছিয়ে কথা বুঝিয়ে বলো
আদব মতো কায়দা জানো
মানুষের মধ্যে মানুষ ধরো।

আমার আমার ছেড়ে চলো
বিবেক জ্ঞানের বিচার ভালো
আবেগ তোমার সামলে রাখো
তাদের জন্য কিছু তো করো।

যাদের কাছে তারা আলো
তাদের কাছে যারা কালো
তোমার সাথে যিনি ভালো
আমার সাথে তিনি আরো।

২২.০২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)