জবাবদিহি (মোঃ রহমত আলী)
জবাবদিহি
================
মোঃ রহমত আলী
================
চারিদিকে হাহাকার
মুখে জয়জয়কার
ঘুষ দিতে দিতে
পকেট খালি কার কার !
বুদ্ধি ফুরিয়ে মাথায় হাত
এ কেমন আবার কারবার
পেটের জন্য পকেট কাটে
আখেরাতে কিন্তু খবর আছে।
দিনের আলোতে
দ্বীন দেখে-না যে যে
হারামের আরামে আছে কে কে
হালালের সুসংবাদ মানে কে সে !
অবশ্যই চার দিন শেষে
জবাবদিহি অবশেষে
মনে রেখো রঙিন মানুষ
সাদা কাফন সবার হবে।
২৬.০২.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥