হঠাৎ (মোঃ রহমত আলী)

হঠাৎ
============
মোঃ রহমত আলী
============
এই ভালো এই মন্দ
জীবন মানে
হরেক রকম ছন্দ
কখনো দ্বন্দ্ব
কখনো আনন্দ
তবুও সুখ দুঃখের
সীমা অফুরন্ত।

এইতো শিশু
এইতো বৃদ্ধ
এইতো সংসার
কোথায় গেলো
জোয়ান কাল
কখনো রোগ
কখনো শোক
তবুও চলছে
জীবন রোজ।

এই সাঁঝ এই রাত
একই সাজে সাজ
দুপুর ঘুরে বিকাল
কখনো হাসি
কখনো কান্না
কখনো উদাসী
ঘর সবার এক মাপ
সময় হলেই অবসান
তাই হঠাৎ হঠাৎ
সমাপ্তি সকাল।

১৯.০২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)