আহ্বান (মোঃ রহমত আলী)
আহ্বান
============
মোঃ রহমত আলী
============
কি হলো কবি নীরব কেন তুমি ?
উঠো,জাগো,লেখো,চালাও কলম,
মিথ্যার সমুদ্রে সত্যের ঢেউ তুলে।
তুমি না জাগলে হবে না তো আর !
মৃত নদীতে উত্তাল ন্যায়ের জোয়ার,
তোমার কলমটা-ও যে এক তলোয়ার,
অন্যায়ের বিরুদ্ধে তোমার কবিতা হবে,
এক কথার কথায়,শত দর্পণের দর্শন।
তো কি হলো কবি আর দেরি কেন?
লেখো আগুন ঝরা কলমে,শান্ত বাণী,
অশান্ত অক্ষরে দুর্দান্ত শব্দ সাজিয়ে,
অবহেলিত মানবতার জয় জয়গান।
ঘুমন্ত মানবতা জাগাও আবেগের খোঁচায়,
কারো অবহেলায়,কারো কান্না,
কারো প্রতারণায়,কারো হতাশা,
আরো আছে যা কিছু লিখে দাও সব,
মজবুত বর্ণমালার সাথে,ভালোবাসা মেখে,নিদ্রিত বিবেকের ঘুম ভাঙ্গাতে।
এই যে ওহে কবি তোমাকেই বলছি !
তুমিই পারবে,শত ঈর্ষার ঊর্ধ্বে,
খ্যাপা সুর তুলে,বাউলা কন্ঠের তালে,
ছন্দে ছন্দে লিখে আরো গদ্য কবিতা,
প্রকাশ করে দিতে পারো সত্য ছবিটা।
ও কবি তবে এতো আর ভাবছো কী ?
লিখে দাও তো এবার হক কথা সমুদয়।
আহ্বান পুরো করো। তবে কি হলো কবি?
১০.০৩.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥