আহ্লাদ (মোঃ রহমত আলী)

আহ্লাদ
============
মোঃ রহমত আলী
============
প্রেমের বয়স বলো আমায়,
বিবাহের বয়সটা জানা,
বুড়ো কখন হয় মনটা,দেহ চলেনা।
চোখের নজর ফুরিয়ে গেলে-ও,
খুশবু ফুলের পিছু ছাড়ে-না।
মনের সাথে মন-ও প্রাণের মিলন,
বয়স দেখে-ও বোঝেনা,
সত্য প্রেমে সাদা-কালো,
সুন্দর ধনী বা গরীব দেখেনা।
ফাগুন জোয়ান প্রতিবছর,
কোকিল গায় বারোমাস,
আসল প্রেম হৃদয় গভীরে,
চোখে বহা মোহনায়।
সকাল,দুপুর,বিকাল,সন্ধ্যা,
মনের সাথে মনের মিল সারাবেলা,
সেই প্রেমের নাম ভালোবাসা।
সারাজীবন রঙিন রঙিন,
প্রেমে পড়ে প্রেম বাড়ে দিনের দিন,
বয়স কোন ব্যাপার না,
বন্দি প্রেমের কারাগারে।
এই রোগের ইলাজ কোথায়,
দুঃখের বসন্ত সুখের শাওন,
প্রেমে জীবন প্রেমে মরণ,
ভালোবাসা রোজদিন,
সমান-সমান প্রতিদিন,
সাধ্যমতো আহ্লাদিত বৃদ্ধ জোয়ান।

১৪.০২.২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)