আবেদন (মোঃ রহমত আলী)
আবেদন
============
মোঃ রহমত আলী
============
রাজ্য রাজার একাই,
প্রজা সব গোলাম,
হরেক কথায় প্রণাম।
শখের প্রতিবাদী তুফান,
জৌলুসে বিন্যাস জুলুম,
সাধারণ জনতা মজলুম,
মুখে মুখে রাজার মজলিস।
ঘাতক করছে নাটক,
সিপাহী যখন দর্শক,
পাগল-ও করে উপভোগ।
রাজ্য-টা সবার,রাজা-ও সবার,
তবে কেন দৃষ্টি একতরফা ?
একদল খেয়ে চেটে পুষ্টিতে তুষ্ট,
আর কেউ অসহায়,
দিশেহারা হতাশায় বোবা।
আমরা আমজনতা,
রাজা কে জানাই সালাম,
যদি দেখেন চেয়ে রাজ্য জুড়ে,
নয়ন মেলে সমান সমান,
কেমন আছে গরীব প্রজা,
সুখে দুঃখে তাই আবেদন।
০৮.০৩.২০২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥