পোস্টগুলি

আদ্যপ্রান্ত (মোঃ রহমত আলী)

ছবি
আদ্যপ্রান্ত ============ মোঃ রহমত আলী ============ এগিয়ে যাওয়া সময়ের উত্থানে, পরাজিত সেই পতনের উচ্ছ্বাস। ভাঙ্গা ভাঙ্গা সাধনা অপ্রিয় তাতে কি ? গমন নির্ধারিত এক অবধারিত সময়ের শেষ অংশে যে ভাঙ্গনের ঢেউ আছড়ে পরে বুকের পিঞ্জরে। বিধান মিটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তবু ফিরে পাওয়ার ব্যর্থ অঙ্গীকার, ভুলে যেতে বাধ্য সীমানা পেরিয়ে অজান্তেই ছিড়ে ফেলা কোন এক স্মৃতির ছবির মত যন্ত্রণার বালুচর। বরেণ্য কষ্টের অশ্রু রংয়ের নিরীক্ষায় হারমানা গবেষণায় ভালোবাসার জন্ম। অবান্তর সুখ খুঁজে ফেরে পথিক, বিদায় লগ্ন যদি হয় আশীর্বাদে তুষ্ট। নাম না জানা বহু রোগা বেদনার বিচরণ ধমনীর আদ্যপ্রান্ত জুড়ে অবিকল সুখ, প্রসারিত আনন্দে কার যেন এক দুঃখ। পিঞ্জর সর্বদাই খোলা,উড়ে যেতে প্রস্তুত পাখিটা,শুধুমাত্র আসল ক্ষনের অপেক্ষা। এড়িয়ে যাওয়া অসম্ভব দিনক্ষণ যখন, এটাই তো জীবনের আসল জয়,তবে থরথর কাঁপে কেন বুক বিজয়ের শেষ। আসল নকল হবে তখন প্রমাণ সকল, শেষ রাতের পরে নতুন সকাল যখন ! ২১.১১.২০২৩

চাকচিক্য (মোঃ রহমত আলী)

ছবি
চাকচিক্য ============ মোঃ রহমত আলী ============ সকালে পুষ্পের তালাশে, দুপুরে ঝরা পাতার সন্ধান, বিকেলে হাসির অভাব, সন্ধ্যায় দুঃখের আবির্ভাব, সারারাত ঘুমের অভিনয়ে ক্লান্তি হারায় খনিকের স্বপ্নে। ভ্রমণ একা কান্নার কারাগারে, সূর্যের সাথে রোজকার যুদ্ধ শেষে উদ্ধার একমুঠো কালো-মেঘে লুকানো পূর্ণিমা। সমুদ্রের উপরে অমূল্য আকাশের উজালা নক্ষত্র, মরীচিকা এক সুন্দরের চাকচিক্য লোপাট আসল রহস্য ভিড়ে খুঁজে চলা তারই মাঝে মুক্তির নিদ। তরল হয়ে যায় মৃত্তিকা, বন্দী ঘামের পরাজিত সুবাসে, উদয় রোজ নব ঘোর তপস্যায় ফিরে যায় মুখ লুকিয়ে কোনো পরিচিত চোখের অপরিচিত নীর। মূল্যবান কুয়াশা হঠাৎ নিখোঁজ, ক্ষমা চেয়ে শান্ত,বিফল পরিশ্রম, আনন্দ তবু চোখের মণি বৃত্তে,  অবুঝ ক্ষুধা অঙ্গন পিপাসায়, মনোরম অঙ্গার পুষ্পের সান্ত্বনায় ॥ ১৯.১১.২০২৩

অমূল্য সুর (মোঃ রহমত আলী)

ছবি
অমূল্য সুর ============ মোঃ রহমত আলী ============ নন্দিত হতে চেয়ে নিন্দিত হলে, আসল গীতি কথা সুর অবহেলে। যে নতুন অদ্ভুত বেসুরো গাইলে, অচল হবেই এই নব সুর ঝংকার। চিরকাল যুগে-যুগে সচল থাকবে মহান কবির অমর সব কবিতা ও কালজয়ী সুরের গীত-সংগীত। যার বাঁশরী সেই বাজায় ভালো, নয়তো সুর তুলতে হবে একই সুরে-সুর মিলিয়ে সেই তালে-তালে। দামি তুমি হতে পারো ! তবুও ঐ নামের নও, যে নামে অমূল্য কবি-নজরুল॥ অতীতকে পচা ভাবাটাই ভুল, বর্তমান যা তাই তো খনিকের, গাও তবে ঠিকঠাক, কবি সুরে সদা মিলিয়ে সুর । ১৩.১১.২০২৩ কারার ঐ লৌহকপাট - গানটা বৈগুণ্য সুরে উপস্থাপন করায় ! প্রতিবাদ স্বরূপ এই কবিতা লেখা

আকাশকুসুম (মোঃ রহমত আলী)

ছবি
আকাশকুসুম ============ মোঃ রহমত আলী ============ মনের জানালা খোলা দেখে , উঁকি দিতে আসে ছলনাময়ী প্রেম। বুকের ভেতর তবু তুমি থাকো , ছলনায় ভাঙতে অবুঝ এ অন্তর। সরলা তোমায় চিনতে না পেরে , দুঃখের দহনে মলিন হৃদয় কানন। প্রথম সকাল , সুখের বিকাল , এখন যন্ত্রণাময় কষ্টের প্রতিরাত। উদাস দুপুর , সন্ধ্যা স্মৃতির , হারানো প্রীতির প্রতীক্ষায় একাই আমি আজও আমার আঙিনায়। মন ভেঙে চলে গেল সে , পারিনি তাকে বন্দী রাখতে প্রেম কাননের খোলা খাঁচাতে। একান্ত ভালোবাসার ফুলকে বুঝে ছিল সে অকারণেই ভুল , তাই আহত প্রেমের গোলাপ , আজও ডুবা একা চোখ যমুনায়। আকাশকুসুম পরশ পাথরের জন্য , ধড়ফড় করছে পরান পাখি , হারানো সুখের অতীত সাক্ষী , মিথ্যা সান্ত্বনায় বেঁচে থাকি , পথ ভুলে যদি আবার আসে সাথী। অশ্রু ভরা মুখ , শুকনো নদীর রূপ , সব ভুলেই যাবে আঁখি , তোমায় ফিরে পাই গো পাখি । ১২.১১.২০২৩

আত্মকথা (মোঃ রহমত আলী)

ছবি
আত্মকথা ============ মোঃ রহমত আলী ============ ওহে ডাক্তার সাহেব ! সেবার নামে কেন করেন , রোগীদের সঙ্গে দুর্ব্যবহার। রোগীর যন্ত্রনা শুনিতে মনোযোগী নও তো তোমরা। তবে কৃপা করে একটু হও , রোগীর সহযোগী ভাই চিকিৎসক। ও ডাক্তার সাহেব ! কত টাকা তোমার হয় দরকার , একই টেস্ট করিয়ে,লিখে ঔষধ কমিশন কেন খাও বারবার। রোগ কেমনে ধরা খাবে , প্যাথলজি বিভাগে আছে কিছু আনাড়ি। ওগো ডাক্তার সাহেব ! তোমরা কি কসাই নাকি ডাকাত , অসহায় রোগাক্রান্ত বলেই তো , তোমাদের দ্বারস্থ আমরা। তবু কেন সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা দু-চার বাদে প্রায় সব টাকার গোলাম। বাহ্ ডাক্তার সাহেব ! অসুস্থ মানুষের কাতরানো দেখে , মজা-মশকরা করছেন। বেশ দারুণ আপনার বিদ্যা , বুঝবেন যখন করুণ ব্যাধিতে ভুক্তভোগী হবেন। আহ্ ডাক্তার সাহেব ! যদি মানবিক সেবক হতে না পারেন , তবে তো বৃথা আপনাদের , বহু পরিশ্রমে লক্ষ-কোটি ব্যয়ে নির্মিত হাসপাতাল ও উপাধি আপনার। আরে ডাক্তার সাহেব ! একি করলেন ভাবেন তো একবার , ভুল চিকিৎসায় কেড়ে নিলেন যে কত রোগীর প্রাণ। আপনার ভুল অপারেশনে আজও , ক্ষতবিক্ষত পঙ্গু কতক রোগীর স্বাভাবিক জীবন-যাপনের মান। ওরে ডাক্তার সাহেব ! ধৈর্যধরে শোনেন একট

কৌশল (মোঃ রহমত আলী)

ছবি
কৌশল ============ মোঃ রহমত আলী ============ আদুরে বাদুড়ের গলায় বেঁধে দাও ঘন্টা, লুটে খাও সব গাছের পাকা ফল-টা, কাঠবিড়ালীর ভাগে যদি জুটে আঁটি -টা, হুতুম-পেঁচার চাহনিতে যে করুন পিপাসা, মলিন কন্ঠে কাঁদছে,কাকের ছানা-টা, ময়ূর থামালো নাচ,দেখে তার পা -টা, কৌশল জানে ভালো,শিকারি বাঘ-টা। কালোমুখো বানরের উৎফুল্ল হাসি-টা, জঙ্গলে বিদ্যমান শৃঙ্খলা আর কৌশল, সভ্য দেশে-দেশে তারও অধিক চলছে, উশৃঙ্খল নৃশংসতার কূটকৌশলী চলন। খুলে দাও বিড়ালের গলায় বাঁধা ঘন্টা-টা, দায়িত্ব পালন কোথায় করেছে সব-টা, ইঁদুর তো ঠিকই চুরি করে নিচ্ছে লুটে, কৃষকের ঘাম ঝরানো ক্ষেতের ফসল-টা। চতুর ইঁদুরের চালে,শিকার খরগোশ-টা, উদ্দাম উৎসব পালনে শিয়ালের দল-টা। হাতি দেখায় দাঁত,লুকায়িত তার জিভ-টা, বড় মাছে খেয়ে হজম,ছোট সব মাছ-টা, দেখো চশমার আড়ালের কালো চোখ-টা, মনে হয় কতই না কত উদার মানবিক, তবে তা আসলেই ভয়ানক কু-কৌশলী ॥ ১০.১১.২০২৩

তুলকালাম (মোঃ রহমত আলী)

ছবি
তুলকালাম ============ মোঃ রহমত আলী ============ সবই তো ঠিকঠাক , কথা-বার্তা টুকটাক , মুখে-মুখে কাটাকাটি , বাজলো নয়া ঢাকঢোল , মুখেই শুধু লম্বা বোল , লোভী মন বেসামাল , উচিত কথায় গোলমাল , হঠাৎ কাণ্ড তুলকালাম। বড্ড বেশি বাড়াবাড়ি , ভুলে মদত তাড়াতাড়ি , আত্মসম্মান কাড়াকাড়ি , বেইজ্জতি যে কানাকানি , অকৃতজ্ঞ তারা-যারা , অপরের লুটে জানমাল , সামলানো দায় মানজান। ফাঁদ-পেতে ধোঁকাবাজি , রোজগার ধান্দাবাজির , কালোবাজারি রাতারাতি , হালাল কামাই তার-নাকি , মহাসড়কের চাঁদাবাজি , সরল লোকের হাহুতাশ , হারিয়ে মাল কান্নাকাটি , বিচারী জটিল কারসাজি ॥ ০৮.১১.২০২৩

গরমিল (মোঃ রহমত আলী)

ছবি
গরমিল ============ মোঃ রহমত আলী ============ ছন্দে তাল , মন্দে গাল , জয়-জয় হবে-কার , খালি পেটে ডাক , গলা টানটান। সুর ছাড়া গান , গেয়ে বদনাম , ঢোল ফেটে গেলে , রং ঢং শেষে , সুধী অপমান। সুর ছন্দের তালে , হাততালি মিলে , তাল-মিল হলে গরমিল , নিমিষেই বাস শেষ অন্তমিল। ফুলে-ফুলে গদ্য , সুরভিত পদ্য , ছোট-বড় গল্প , লেখা খুব অল্প , অভিমানী কাব্য , চোখে-চোখে ছন্দ। ০৭.১১.২০২৩

মায়া - (মোঃ রহমত আলী)

ছবি
মায়া - ============ মোঃ রহমত আলী ============ সুখের সাথে দুঃখ খুঁজে চলা, প্রেমের সাথে বিরহ পুষে রাখা। চোখের ইশারায় প্রেম নিবেদন, পঙ্গু ভালোবাসার অদৃশ্য দৌড়। মনের ব্যাকুল বকুল ফুটিতেই সুরভিত ভালোবাসার পাওনায় আকুল সাধনায় প্রেমের বাসনা, পেয়ে হারানোর বেদনায় অমর এক গোলাপ ডায়েরির পাতায় আনন্দ বিধুর কান্নার সুখ স্মৃতি। দুঃখের মাঝে সুখের সন্ধান করি, স্বার্থকতা যার দুঃখের অশ্রু মুছে। প্রেমপত্র পদতলে যে যায় ফেলে, তাকেই ভালোবাসতে চোখ খুঁজে। সুখের কাহিনী,দুঃখী মন শুনে হাসে, বিশেষ জনের আসল দুঃখের অনল, কান্নাটা পুরাতন,নব-নূতন অশ্রুজল। যার লাগি জাগে আজও আঁখি, কার প্রেমে মজিলে অবুঝ পাখি। মিছে মায়ার বাঁধনে মন উদাসী, আজ ধূসর ভালোবাসা একা সাথী, জানি সে তো মরীচিকা প্রেম বৈকি। ০৫.১১.২০২৩

উদ্ধার (মোঃ রহমত আলী)

ছবি
উদ্ধার ============ মোঃ রহমত আলী ============ উদ্ধার হবে এই আঁধার, উপায় খুঁজে পাবে নিরুপায়, বর্ষার শেষে কেটে যাবে মেঘ, পুলকিত হবে নব জোছনা ফের। পূবের বাদল পশ্চিমে হারাবে, উত্তরের হাওয়া দক্ষিণ কাঁপাবে, সমুদ্রের বুক চিরে নতুন চর জাগিবে। আবার হবে হাতি পিঁপড়া দ্বারা শিকার, হতাশ হওয়া একদম বারণ, সামনে একদিন খুঁজে পাবে কারণ, অপেক্ষার প্রহরেই উর্বর আক্ষেপ। উজ্জ্বল মুখগুলো কালো হবে কাল, মলিন মুখেই আশাবাদী নতুন সকাল। প্রতিবার প্রতিবাদ,কলমের অপমান, অতীতে লেখা প্রতিকারে হবে উদ্ধার, বর্তমানে নয়-তো,ভবিষ্যতে আবার। যার জমিন আসমান সারা সৃষ্টিকূল, তিনিই একমালিক করিবেন উদ্ধার দুকূল, আশীর্বাদ চাই,নিরাশ তো নই, উদ্ধার হবেই বীর মজলুমের দিন, হবে সব মুশকিল মুসিবত আসান। প্রলয় কেটে জিন্দা আবার তাজা ঘাস, বিপদের দিনে করেছিলে তারা উপহাস, তাদের মুখে মিথ্যে আজ মোবারকবাদ, হয়েছে হিম্মতের পরিশ্রমে যারা উদ্ধার ॥ ০৩.১১.২০২৩

দলিল - (মোঃ রহমত আলী)

ছবি
দলিল - ============ মোঃ রহমত আলী ============ নিয়ম যত বিড়ালছানার জন্য, নিয়ম-কানুন নেই শকুনের জন্য। যত আইন কুকুর-ঘোড়ার জন্য, বিচার নাই তো অজগরের জন্য। চাবুকের যত আঘাত খরগোশের ওপর, ইন্দুর মারার দুঃসাহস হবে কবে কখন। গরম জল গড়ায় পিঁপড়ার বস্তিতে, সালিশ বসেছে গাধার ভিটে-মাটিতে। হুকুম প্রযোজ্য যত-সব কবুতরের জন্য, শিয়ালের জন্য আছে মোরগ উপহার। ঘুমন্ত সিংহের আনন্দে বেতাল বানর, মধ্যে ক্রোধে হয়ে গেল পাখিটা শিকার। মশা-মাছির উপর বিধিনিষেধ কার্য, মৌমাছির ঘরে আগুন লাগানো ধার্য। বাঘ-মামার জন্য সাফ,সাত-গুন মাফ, উল্লুকের জন্য হুঁশিয়ার কানা ভাল্লুক। নিয়মনীতি জানে তবু মানেনা জোনাকি পোকার দল,সারারাত খোলা দুয়ার। মাছের কান্না যায়না দেখা,নদীর জলে তা মেশা,নির্দোষ জেলের হবে এবার সাজা। টিকটিকি আর গিরগিটি আনন্দে অসীম, মুক্ত তারা এ যুগেও আছে অবাধ স্বাধীন। তেলাপোকার জন্য কানুনের ফন্দি, আগুনের দিকে উড়ে যায় জলদি। উইপোকার জন্য কী বিচার ? দলিল-ডায়েরি শেষ আমার ॥ ২৭.১০.২০২৩

মাথা-খারাপ (মোঃ রহমত আলী)

ছবি
মাথা-খারাপ ============ মোঃ রহমত আলী ============ মাথার ভেতর ঘুরছে মাথা ব্যথার গভীরে নতুন ঘাত কথার পেঁচে লুকানো কথা জবাবে কিন্তু উল্টো খোঁচা দেখায় খেলা ঠান্ডা মাথা রাগের বশে মাথায় হাত সরল লোকের প্রশ্ন সহজ জ্ঞানের উপর কঠোর জ্ঞানী মাথা-খারাপ বিপদ যার উদ্ধারকারীর মধ্যে মতবাদ চোখের ইশারায় বন্দি চোখ মুখে লাগাম সুযোগে দাঁতের হঠাৎ জিহ্বায় এক কামড় বলতে পারে না কথা কিছু ব্যথা হাসে কেউ কিন্তু শত কষ্টে একা দুঃখের পরে আবার সুখের দেখা চোখের জল চোখেই শুকায় মনের কথা মাথাতেই লুকায় সাধ্যের সাথে স্বার্থের ভেজাল তফাত বিবেচনায় মাথা ঘুরায় কানের ভিতরে মুখের আগুন নাকের প্রচেষ্টায় হিসেব-নিকেশ সালিশ-বিচারে মগজ ধোলাই লাভ-লোকসান কানার কামাই মাথা-ঘামায় আসল মাথা-হারায় ২৫.১০.২০২৩

আন্দাজ

ছবি
আন্দাজ ============ মোঃ রহমত আলী ============ সামাজিক হয়েও আজ আর আমি সমাজে থাকি না। যেন সব উত্তাল , পারলে ঢেউ সামাল , সতর্ক না হলে ডুবে মরা হাল। হট্টগোল চোখ-কান বন্ধ করে চল , হক কথা বললে পূজারী বেজার , সত্য খুলে দিলে অপমান আবশ্যক , মিথ্যার পর্দায় সব চকচক ঝকমক। তাই অন্ধ সমাজে বেঁচে থাকা সততার কি এক মুসিবত ! ২৩.১০.২০২৩

অসহায় গুলবাগ

ছবি
অসহায় গুলবাগ ============= মোঃ রহমত আলী ============= যতদূর কালো-ছায়া রয়েছে ছড়িয়ে, দানব-গুলোর অভিনব কূটকৌশলে, ততদূর মহাঅগ্নির কুণ্ডলীতে, অসহায় ইনসান গুলো হতবাক আজ ! মানবিক-মানবতা হায় কত যে রূপে ? বোমা-বর্ষণ অবাধ গুলবাগিচায় করে, গুলিস্তান নিতে চায় আয়ত্তে দখলে ! চাহে গুলবাগের সারা গুল, ঝরে যায় -নয়তো মরে যায় যাক ! তবু তারা কুসুম-কাননে গাইতে দেবে-না, স্বাধীন শালিক,ময়না,কোকিলের কন্ঠে নিজ মাতৃভূমির মাতৃ গীত। কাকাতুয়া ও তোতা পাখি,খাঁচায় বন্দী, তাতে কি ? তারাই তো আজ অবধি, এক আল্লাহর জিকির করে আনন্দে। হক স্তোতা দুর্বল সংখ্যায়,তাই তার নিন্দা, জিন্দা জান আমার প্রভুর কবজায়। ঈমানদার মজলুম নাহি করে নত শির, শিরায় বিঁধে যতই নির্যাতনের তীর। বাস ইহকালেই যত জুলুম আর বাহাদুরি, পরকালে হবে সব ইনসাফের সম্মুখীন। সময় থাকতে বন্ধ করো চালবাজি, রাত আর দিন সমান নয়তো পাজি, অমানবিক বোমা হামলার পর,আবার জাত-সংঘ মানবিক সহায়তা ছুড়ে দেয়, বাহ্ কি চমৎকার কৌশলী মানবতাবাদ ! ২১.১০.২০২৩

কিংকর্তব্যবিমূঢ়

ছবি
কিংকর্তব্যবিমূঢ় ============ মোঃ রহমত আলী ============ সারা জাহানের মজলুমের বহমান সমগ্র অশ্রুজল, যদি একত্রে জমানো থাকতো, তবে হয়তো নূতন সদা উত্তাল, অসহায় এক মহাসাগরের জন্ম উৎস জানতো জালিমেরা। আর গর্বে হতো কিংকর্তব্যবিমূঢ় ! সারা দুনিয়ার তামাম নির্যাতিতদের আর্তনাদ যদি একসঙ্গে আর্তচিৎকারে বিস্ফোরিত হয়, তবে হয়তো মেঘের গর্জন, আর বজ্রপাতের বিকট শব্দ, নিস্তব্ধ মনে হলেও হতো। তবুও নত নয় জালেম, হতবাক ধৈর্য কিংকর্তব্যবিমূঢ় ! সারা ধরণীর বন্ধনী স্তম্ভ পাহাড়-পর্বত, যা আগলে রেখেছে বন্ধনে, এই ভাসমান ধরিত্রীকে। তাই যখন ভূমিকম্প সহ প্লাবন, আরো প্রাকৃতিক বিপর্যয় ঘটে। তখন বড়-বড় ক্ষমতাবান দানবেরা, কেমন নির্বাক কিংকর্তব্যবিমূঢ় ! ২১.১০.২০২৩

ইসলাম জিন্দাবাদ

ছবি
ইসলাম জিন্দাবাদ ============== মোঃ রহমত আলী ============== এখনো নিঃশ্বাস চলছে যাদের, আহত হৃদয়ের করুণ দীর্ঘশ্বাসে ! কোথায় মদত আল্লাহর রহমতের, এইতো অতি নিকট প্রায় সন্নিকটে, হিম্মৎ ছেরোনা ওহে বীরযোদ্ধা। দেখো রাতের আসমানে নক্ষত্রের ভিড়, হিকমতের সাথে জালিমের দিকে ছুড়ে মারো তীর, রব-তায়ালার হুকুম। নিশান একটাই জমিনে ইসলামের, হোক তার রং সাদা-কালো-লাল-সবুজ, মানবতার শেষ নবী ও রাসুল (সাঃ) , দিয়েছেন করে কায়েম ইসলামী কানুন। এখন পর্যন্ত-ও যুগে-যুগে ঈমানদার মজলুমের সাথে জালিমরা করছে জুলুম, তাই জাগো মোমিন, দাও আওয়াজ, বলো উচ্চ কন্ঠে ইসলাম-জিন্দাবাদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ॥ সব আসমানী-কিতাব আমাদের মান, সাথে সকল নবী ও রাসূল আমার, তাই আল-কোরআন মুমিনের জানের-জান, সাথী আল-হাদিস আছে সব সমাধান। হ্যাঁ এটা ঠিক আল্লাহ, আমাদের ভুল ত্রুটি পাপ দোষে, হারিয়েছি হাতছাড়া আজও, বায়তুল মুকাদ্দাস আল-আকসা,যেমন শয়তানের ধোঁকায়, বাবা মা হারিয়ে জান্নাত, তোমার অসীম রহমতের দয়ার ক্ষমায় আবার তারা হামেশা জান্নাতি। তাই আমাদের তওবা কবুল করো প্রভু, ক্ষমা করে আবার, দয়া করো আমাদের। তোমার গায়েবি মদতে ঝান্ডা উড়িয়ে

পরখ -

ছবি
পরখ - ============ মোঃ রহমত আলী ============ চোখে এত কাঁটা, বুকে কত আর ! মুখে মধু,হাতে ফুল, ঘিলু -সু বা কুবুদ্ধির মূল। যত চুল মাথায়, মন জানে লেখা, তারও অধিক গুনাহ আমলনামায়। যতই হবে জুলুম, তারও অধিক হবে ধৈর্য, পরীক্ষা এটা কঠিন, সফল একদিন হবেই সত্য।  বদন জুড়ে ক্ষত, অন্তরে অদেখা ঘাত, পুষ্প তবু ছড়ায় সুবাস, মৌমাছি বাঁধে নিবাস। চোখের দেখা গোলকধাঁধা, উচিত কথায় সাজা, পরখ করে সাক্ষ্য প্রমাণ, সহজ কি ? জটিল সমাধান !! ১৭.১০.২০২৩

কাঁটাতার

ছবি
কাঁটাতার ============ মোঃ রহমত আলী ============ সুখের প্রকৃত বন্ধু দুঃখ, দুঃখের প্রকৃত রূপ সুখ, অদ্ভুত মনে হলেও সব, সৃষ্টিকূল বড়ো অপরূপ, ভাঙ্গে এক কূল,আবার তো গড়ে আরেক কূল। সফল হচ্ছে পশু গুলো, কুফল ভুগছে শিশু গুলো, সুফল গেল কার ঘরে, তবু কুশল বিনিময় চলছে। বলছে কথা কানে-কানে, চাঁদের বুকে মাটি আছে, মঙ্গলগ্রহে শিলা ও মাটি, জমিনে যত মহা-মারামারি, খুনাখুনি মাটির জন্যই তো ! আহ্ কী মাটির মানুষগুলো, করছে মাটির ভাগাভাগি॥ ওপার টা ঐ তোমার, এপার টা এই আমার, মাঝখানে কাঁটাতার, দুই দেশের সীমানা ! নদীর বুকটা দুই ভাগে-ভাগ, জল তো হয় না যে ভাগ। তবু কেন এত বিদ্বেষ, জাতি-জাতি দেশে-দেশে, এতো যদি আছে ক্ষমতা, তবে দেখাও না শিলাবৃষ্টি, শীত গ্রীষ্মকাল থামিয়ে, চাঁদ-সূর্যের আলো করো ভাগ, দিন-রাত দেখাও তো থামায়ে, আরো যদি পারো তবে, ছায়া যেন না চলে সাথ-সাথ ? ১৫.১০.২০২৩

স্বাধীন নিঃশ্বাস

ছবি
স্বাধীন নিঃশ্বাস ============ মোঃ রহমত আলী ============ দিন-দিন কেমন যেন ! আকাশের নীলিমা ধূসর হয়ে আসছে, বুঝতে পারছি না আমরা নিষ্ঠুর স্বভাবে। দিনে-দিনে কেমন যেন ! জমিন অদ্ভুত বিপন্ন হতে চলেছে, কেঁপে উঠছে ক্ষণে-ক্ষণে পাহাড় পর্বত। দিনরাত এ কেমন ! নির্দয় আঘাত চলছে নির্মম ধারাবাহিক কৌশলে,মজলুমের উপর জুলুম। রাতদিন এ কেমন ! গর্জন সমুদ্রের নাকি মেঘের না আবার বজ্রপাতের,এ-তো যুদ্ধের বৃদ্ধ দামামা। পৃথিবীতে মজুদ যত মারণাস্ত্র, বন্দী করে রাখো কারাগারে, আজাদ করে দাও, মানবিক-মানবতা স্বাধীন বাতাসে ॥ ১৩.১০.২০২৩

মন পাগলা -

ছবি
মন পাগলা - ============ মোঃ রহমত আলী ============ এক মনে প্রেম,এক মনে প্রীতি, এক মনের গোপন ভালোবাসা, মন বোঝে তবু মন মানে না, মনের-মানুষ মিলেনা-রে মন-পাগলা। মনে বড় সুখ,মনের অসুখ, মনের অন্তরে ছুপানো দুঃখ, মনের চোখে দেখি কত আবার, প্রেমের নব-নতুন রূপে-রূপ। এক চোখে অমর প্রেম-যমুনা, এক চোখে সংসার জীবন-সাধনা, দুচোখে একাকার এক আরাধনা। এক-মন চুপিচুপি খোঁজে মন-মহুয়া, এক-মন দেখে অন্তর চোখে, ভালোবাসার অদৃশ্য শত-কোটি নমুনা। এক মনে মিল,আরেক মনে অমিল, মনে-মনে গুন-গুন কত নব-গীত, মাঝে-মাঝে মোর মন-পাগলা ! খোঁজে বাউলা চোখে,স্মৃতির মন-ময়না। যতদূর যেতে পারি -না,তার থেকেও দূর, বহুত-দূর বজ্রের আগে চলে যায় মন, দ্রুতগতিতে সমুদ্রগর্ভ পেরিয়ে,ঢেউয়ের তালে নক্ষত্র গণনা শেষ না করেও, অরণ্য আকাশ-পাতাল আরো কত কি ! ভেদ করে স্বপ্নঘোরে রাজ্য জয়ী, একাই এই আমার মন-পাগলা ! ১২.১০.২০২৩

জনাব-জবান

ছবি
জনাব-জবান ============ মোঃ রহমত আলী ============ কিছু কথায় মিলে সুখ শান্তি, তো কিছু কথায় হয় দুঃখ প্রাপ্তি, কিছু কথায় কষ্টের আঘাত, তবু কিছু কথায় হিম্মতের আভাস, কিছু কথায় হিংসার বাণী, তাই কিছু কথায় থাকে অভিমান, কিছু কথায় লাগে বড্ড অপমান, তবুও কিছু কথায় অদ্ভুত সম্মান, কিছু কথায় খুব স্বার্থের ঘ্রাণ, তো কিছু কথায় কেউ নিঃস্বার্থবান, কিছু কথা হয় দীর্ঘশ্বাসে, তবুও কিছু কথা হয় মেনে-নিতে, কিছু কথার প্রকাশ বারুদ মিশাল, তাই তো কিছু কথায় সুমধুর-বাহার। কিছু কথায় হয় তীর ছোঁড়া শিকার, তবু কিছু কথায় যে সত্য স্বীকার, কিছু কথায় ঘটে কে মিথ্যাবাদী প্রমাণ, তো কিছু কথায় থাকেনা লাজ-মান, কিছু কথায় জ্ঞানী ও হয় অজ্ঞান, তবুও কিছু কথায় গোপন সুভাষ, কিছু কথার ওজন থাকে বেসামাল, তো কিছু কথায় প্রেমের সুর-নরম, কিছু কথায় অধিকার অতি পরম-গরম, তবু কিছু ভাষায় যে ভালোবাসা চরম, এই তো কিছু কথার উদাহরণ বেশ সুন্দর, কথায় বলে গুণী-জ্ঞানীদের কথা কম, তাই নির্বোধের কথায় লজ্জা-শরম কম। কিছু কথায় চোর সাধু সাজে, তো কিছু কথায় সাধু সাজা-খাটে, কিছু কথা দুখীর দুঃখ আরো বাড়ায়, তাই কিছু কথায় সুখী নিদ হারায়, কিছু

সাঁতার

ছবি
সাঁতার ============ মোঃ রহমত আলী ============ বয়ে যায় বেলা, আছে পড়ে ভেলা, একি মিছে খেলা, প্রাণে এক লীলা। দেখো মুখ কালা, ঘুরে সারা মেলা, প্রেম-প্রেম জ্বালা, বহু ফুলে মালা। ছল চোখে হলে, প্রীতি শেষে জলে, স্মৃতি সব ভুলে, মাঝি পাল তুলে। মনে দাগ নীলা, সখী গীত মিলা, রোদ বৃষ্টি হাল, ঢেউ দেবে তাল। পাখি উড়ে গেলে, যেতে হবে চলে, এটা শেষ চাল, নেই আর মাল। এতো কেন জাল, এরা মোর লাল, ঘরে দিলো আল, মাটি লয়ে খেল, ছাতা ছেঁড়া কাল । ১০.১০.২০২৩

কৈফিয়ত

ছবি
কৈফিয়ত ============ মোঃ রহমত আলী ============ মাথার ভেতর ভনভন করে বাক্য, পিঁপড়ার মত অক্ষরগুলো, খুঁটিয়ে-খুঁটিয়ে সব সাজায়, মাছির মত শব্দমালা গুলো, উড়ছে গেঁথে-গেঁথে ভাষার হরফে। মশার মতোই খোঁজ চলছে, প্রজাপতির রঙে রঙিন যত, সূক্ষ্ম শিরায় দরদ কোথায়। তবুও চারিদিকে এত যে, মাকড়সার-জাল আঁকড়ে ধরেছে কথার সম্প্রসারণ ! তাই মৌমাছির মতো চলছে, আজও অবিরত সংগ্রাম। তো শামুক আর ঝিনুক বলবে, সমুদ্রের তলদেশে বহমান যে সাগর,যেখানে আছে, লুকায়িত মহা পাহাড় পর্বত ! সেখান থেকে-ই গুনে-গুনে, কিছু হীরা-মনি-মুক্তা আবরণে আহরণ করে,চুপি-চুপি মগজে লুকিয়ে রেখেছি বিলিয়ে দিতে। এই বুঝি আগ্নেয়গিরির চোখ খুলে যেতে চাইছে, ভূমিকম্পের সাথে মেঘের গর্জনে, বজ্রপাতের ভয়ঙ্কর আলোড়ন। চাঁদের আলো চুরি করে দেখাও, নয়তো চুপচাপ সূর্যের মুখোমুখি জবাবদিহিতায় জ্বলতে দাঁড়াও ॥ ০৯.১০.২০২৩

ছাড়পত্র

ছবি
ছাড়পত্র ============ মোঃ রহমত আলী ============ যারা আমাকে ভালোবাসে -না, তাদেরকে ভালোবাসতে আমি অস্থির। যারা আমাকে পছন্দ করে -না, তাদের সমাদর করতে হই আমি ব্যস্ত। যারা মনে-করে আমায় সদা-শত্রু, তাদের জন্য হতে চাই আমি পরম-বন্ধু। যে বা যারা করতে চায় আমার ক্ষতি, তাদের উপকারে আসতে আমি রাজি। যারা ফাঁদ পেতে সাজে মোর মিত্র, তাহাদের আশীর্বাদ দিয়ে হই আমি ধন্য। যে ভাই আমায় করেছে অপমান, তার লাগি হাজির সর্বদা আমার-জান। যারা ঠকিয়ে-দেন আজও আমায়, তাদের জন্য বেশ হেদায়েতের মোনাজাত। যারা চিনেও অচেনার ভান করে চলে, তাদেরকে সালাম দিতে আমার মন করে। তারা যারা শুধুই স্বার্থ খুঁজে চাল-চালে, তাহাদেরকে সবুরে মেওয়া দেখাই ওই যে। যারা খোঁচা দেয় চোখের কোনায়, তাদের ব্যথায় আমিও চোখের বন্যায়। যারা ঘৃণা করে আমায় মনে মুখে ছলে, তাদের দোষ ত্রুটি আমি সযত্নে ছুপাই, যেমন চপেটাঘাত-টা গোপন করা মাত্র ! তবুও যদি এত সবের পরেও ক্ষান্ত না হয় তারা,ধৈর্যের-বাঁধ ভেঙ্গে যায়,দেয়ালে পিঠ ঠেকে,তবেই ছাড়বো না-তো আর ॥ ০৮.১০.২০২৩

আনমনা -

ছবি
আনমনা - ============ মোঃ রহমত আলী ============ মনটা আমার আকাশে উড়ে , দেহটা অথৈ সাগরে ডুবে মরে , কঙ্কাল পাওয়া যাবে কবরে , এক সময় তাও বিলীন মাটিতে , লাখো পোকা অপেক্ষায় , খাবে দেহ ধীরে ধীরে তাই। এখানে কামাই,এখানে খাই , পরকালের চিন্তায় ঘুমাই। আমিও আজ হারিয়ে যেতে চলেছি দমকা হাওয়ার মাতন , নিশানি গুলো মিটে যাবে সব , এক ঘুমেই জাগিব পরপার। যে-দিন প্রভু দেবেন এক ডাক , কামনা এই ক্ষমা যেন পাই সবাই। নেক-আমলের থলে-খালি আমার , ঘুরছি দুনিয়াবি মোহ মায়ায় , বেহুশী ঘুমে আকাশের রঙিন ভেলায়। জাগিবে যখন কাঁদিবে তখন , রহিবে না কোনো উপায় , জানিনা নসিবে আমলনামা , কোন হাতে আসিবে কার। ভিখারীর বেশে এসে ধরাধামে , পারিনি আজও পুঁজি কোনও জমা করতে নেক-আমলের। ব্যর্থ আমার সাধন কামাই , আনমনে যতনের চলাচল , সময় থাকতে সাধের সব করো ত্যাগ , মাফ যদি না করেন রাব্বুল-আলামিন , আজাব তুমি সইবে কেমনে , একবার ভাবো -রে মন ! ০৮.১০.২০২৩