আনমনা -

আনমনা -
============
মোঃ রহমত আলী
============
মনটা আমার আকাশে উড়ে ,
দেহটা অথৈ সাগরে ডুবে মরে ,
কঙ্কাল পাওয়া যাবে কবরে ,
এক সময় তাও বিলীন মাটিতে ,
লাখো পোকা অপেক্ষায় ,
খাবে দেহ ধীরে ধীরে তাই।
এখানে কামাই,এখানে খাই ,
পরকালের চিন্তায় ঘুমাই।
আমিও আজ হারিয়ে যেতে
চলেছি দমকা হাওয়ার মাতন ,
নিশানি গুলো মিটে যাবে সব ,
এক ঘুমেই জাগিব পরপার।
যে-দিন প্রভু দেবেন এক ডাক ,
কামনা এই ক্ষমা যেন পাই সবাই।
নেক-আমলের থলে-খালি আমার ,
ঘুরছি দুনিয়াবি মোহ মায়ায় ,
বেহুশী ঘুমে আকাশের রঙিন ভেলায়।
জাগিবে যখন কাঁদিবে তখন ,
রহিবে না কোনো উপায় ,
জানিনা নসিবে আমলনামা ,
কোন হাতে আসিবে কার।
ভিখারীর বেশে এসে ধরাধামে ,
পারিনি আজও পুঁজি কোনও
জমা করতে নেক-আমলের।
ব্যর্থ আমার সাধন কামাই ,
আনমনে যতনের চলাচল ,
সময় থাকতে সাধের সব করো ত্যাগ ,
মাফ যদি না করেন রাব্বুল-আলামিন ,
আজাব তুমি সইবে কেমনে ,
একবার ভাবো -রে মন !

০৮.১০.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)