স্বাধীন নিঃশ্বাস
স্বাধীন নিঃশ্বাস
============
মোঃ রহমত আলী
============
দিন-দিন কেমন যেন !
আকাশের নীলিমা ধূসর হয়ে আসছে,
বুঝতে পারছি না আমরা নিষ্ঠুর স্বভাবে।
দিনে-দিনে কেমন যেন !
জমিন অদ্ভুত বিপন্ন হতে চলেছে,
কেঁপে উঠছে ক্ষণে-ক্ষণে পাহাড় পর্বত।
দিনরাত এ কেমন !
নির্দয় আঘাত চলছে নির্মম ধারাবাহিক
কৌশলে,মজলুমের উপর জুলুম।
রাতদিন এ কেমন !
গর্জন সমুদ্রের নাকি মেঘের না আবার
বজ্রপাতের,এ-তো যুদ্ধের বৃদ্ধ দামামা।
পৃথিবীতে মজুদ যত মারণাস্ত্র,
বন্দী করে রাখো কারাগারে,
আজাদ করে দাও,
মানবিক-মানবতা স্বাধীন বাতাসে ॥
১৩.১০.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥