সাঁতার
সাঁতার
============
মোঃ রহমত আলী
============
বয়ে যায় বেলা,
আছে পড়ে ভেলা,
একি মিছে খেলা,
প্রাণে এক লীলা।
দেখো মুখ কালা,
ঘুরে সারা মেলা,
প্রেম-প্রেম জ্বালা,
বহু ফুলে মালা।
ছল চোখে হলে,
প্রীতি শেষে জলে,
স্মৃতি সব ভুলে,
মাঝি পাল তুলে।
মনে দাগ নীলা,
সখী গীত মিলা,
রোদ বৃষ্টি হাল,
ঢেউ দেবে তাল।
পাখি উড়ে গেলে,
যেতে হবে চলে,
এটা শেষ চাল,
নেই আর মাল।
এতো কেন জাল,
এরা মোর লাল,
ঘরে দিলো আল,
মাটি লয়ে খেল,
ছাতা ছেঁড়া কাল ।
১০.১০.২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥