মানুষ হতে চাই - ( মোঃ রহমত আলী )

মানুষ হতে চাই -
==============
মোঃ রহমত আলী
==============
মানুষের মাঝে আমি  মানুষ পাইলাম কই,
ছিল কত বন্ধু আমার, বান্ধব হইলো কই,
সখী সে’তো সুখের দিনের, দুখের সাথী কই,
জনম বইল কাঙাল-কাঙাল, রাহের রাহি কই,
মাথার ওপর ছেঁড়া ছাতা, খাড়া খরা তুফান শই।

সবার দুঃখে পরান কাঁদে, আমার মানুষ কই,
দেখতে শুনতে সবাই মানুষ, ইনসানিয়াত কই,
চোখের দেখা মানুষ শুধু, মাটির মানুষ কই,
হাত বাড়িয়ে আকাশ ধরে, মানুষ ধরে কই,
মানুষ খুঁজে দানব পাওয়া, মানুষ চিনতে রই।

মহা মানবিক জনে-জনে, মহান মনা কই,
মানব দুঃখে, মানুষ হাসে, মানবতা কই,
ঈমানওয়ালা কম-বেশি সবাই, ঈমানদার কই,
ধর্মে মানুষ, কর্মে মানুষ, সাদা মানুষে’রা কই, 
আমিও কি মানুষ ভাই ? মানুষ হতে চাই ।।

২২.০২.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)