কৈফিয়ত

কৈফিয়ত
============
মোঃ রহমত আলী
============
মাথার ভেতর ভনভন করে বাক্য,
পিঁপড়ার মত অক্ষরগুলো,
খুঁটিয়ে-খুঁটিয়ে সব সাজায়,
মাছির মত শব্দমালা গুলো,
উড়ছে গেঁথে-গেঁথে ভাষার হরফে।
মশার মতোই খোঁজ চলছে,
প্রজাপতির রঙে রঙিন যত,
সূক্ষ্ম শিরায় দরদ কোথায়।
তবুও চারিদিকে এত যে,
মাকড়সার-জাল আঁকড়ে
ধরেছে কথার সম্প্রসারণ !
তাই মৌমাছির মতো চলছে,
আজও অবিরত সংগ্রাম।
তো শামুক আর ঝিনুক বলবে,
সমুদ্রের তলদেশে বহমান
যে সাগর,যেখানে আছে,
লুকায়িত মহা পাহাড় পর্বত !
সেখান থেকে-ই গুনে-গুনে,
কিছু হীরা-মনি-মুক্তা আবরণে
আহরণ করে,চুপি-চুপি মগজে
লুকিয়ে রেখেছি বিলিয়ে দিতে।
এই বুঝি আগ্নেয়গিরির
চোখ খুলে যেতে চাইছে,
ভূমিকম্পের সাথে মেঘের গর্জনে,
বজ্রপাতের ভয়ঙ্কর আলোড়ন।
চাঁদের আলো চুরি করে দেখাও,
নয়তো চুপচাপ সূর্যের মুখোমুখি
জবাবদিহিতায় জ্বলতে দাঁড়াও ॥

০৯.১০.২০২৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শূন্যদৃষ্টি (মোঃ রহমত আলী)

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

আমরা (মোঃ রহমত আলী)