পোস্টগুলি

নভেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অন্তর্দৃষ্টি ( মোঃ রহমত আলী )

ছবি
অন্তর্দৃষ্টি ============== মোঃ রহমত আলী ============== ও তুই আপন খুঁজে পাবি নারে, এই ভবে ! আপন তোর কে”বা এ সংসারে। ও তোর পরান যতই কাঁদুক না’রে, অশ্রু কেউ মুছাবে-না বারে-বারে। ও মন আমার, তোর বন্ধু কে”রে ! এ জগৎ মায়ায় মিছে ডুবে থাকিস নারে। ও মন তুই যার জন্য ভাবিস, আরো কাঁদিস, আদৌ কি সে তোর আপন, বলতে পারিস ? ওরে মন পাগল মন, অবুঝ আমার মন, ও তুই আপন চিনতে পারবিনা আর এই ভবেতে। ও তুই অন্তর্দৃষ্টি খুলে দেখরে-দেখ আকাশ, নিঃস্বার্থ কে”বা পাবি, খুঁজিস-না আর আবার। ও তোর চোখের আয়নায় আছে যে-জন, মনের মণিকোঠায় ওকি থাকে সে-জন ? ও তুই আপন হইলি কার, ভবের খেলাঘরে ! বুকের ভেতর বাঁধলি কারে মিছে মায়ার ঘোরে। ও মন চিনতে কি পারিস তারে ? যাকে তোর অনেক চেনা চেনা লাগে ! ওরে মন এই জগৎ মায়ায় কে"বা তোর, সকালবেলা যে”বা আপন সন্ধ্যাবেলা পর। ও মন তুই আর কাঁদিস না, আর ভাবিস না, এটাই ধরন, এটাই যে এই জগতের নিয়ম। ও তুই সত্য হলে আপন সত্তা তালাশ কর, মিছে মায়া ত্যাগ করে পারলে সত্য আত্মা ধর। ৩০.১১.২০২৪

বৈকি ! (মোঃ রহমত আলী )

ছবি
বৈকি ! ============== মোঃ রহমত আলী ============== কিছু ভেঙে গেলো , তবে কোনো শব্দ হলো-না ! হৃদয় ছিল আমার তাই , ছিলনা কোনো বানানো খেলনা ! কী যেন ভেসে উঠলো , যদিও যমুনায় ঢেউ ছিল-না ! তবুও উত্তাল জোয়ারে , এই অন্তর মোহনায় করুণ কামনা ! কেউ কারো অপেক্ষায় , তাই প্রতীক্ষার প্রহর কাটেনা হায়্ ! সময় চলে যায় প্রশ্ন রেখে , সময় ঘুরে আসে উত্তর দিতে ! কিছু বেদনা ঢেকে রাখতে হয় , হৃদয় অতলে অতি যতনে ! কিছু চোখে , কিছু মুখে , আর যা আছে থাক অন্তরে-অন্তরে ! ২৭.১১.২০২৪

বিশ্ব-পণ্ডিত ( মোঃ রহমত আলী )

ছবি
বিশ্ব-পণ্ডিত ============== মোঃ রহমত আলী ============== বিশ্ব যখন অন্ধ হয়ে, অন্ধ খুঁজে ফেরে, অন্ধ তখন বিশ্বের দিকে তাকিয়ে বলে, দেখোনা তোমরা কোথায় আগুন লেগেছে ! আর কারা আগুন লাগিয়েছে, তাঁরা কারা যাঁরা আগুন লাগাচ্ছে। তাহলে তোমাদের নজরে এগুলো কী ? বোধহয় শুধুই মজাদার লীলা ! আসলে লক্ষ্য কোটি আর্তনাদ দেখেও তোমরা মিথ্যা সান্ত্বনা জুড়ে ছুড়ে দাও ! হয়তো মজা করে ধ্বংসাত্মক তামাশা দেখতে। বিশ্ব যখন আলোকিত রজনীর তালাশে ব্যস্ত, তখনও কতক দেশের আমজনতা অভাবগ্রস্ত মারাত্মক দুর্বিষহ জীবনযাত্রায় জর্জরিত। তবু যতই চোখে আঙুল দাও, দেখেনা বিশ্বগুরু, অথচ তারাই আজ বিশ্ব মহারাজ, মহাপণ্ডিত ! ২৬.১১.২০২৪

যুবক দাদু ( মোঃ রহমত আলী )

ছবি
যুবক দাদু ============== মোঃ রহমত আলী ============== দাদুর নাই দাঁত , গিলে খায় ভাত , সকাল তার সাঁঝ , বিকালে দেখে একাই চাঁদ। দাদুর কপালে ভাঁজ , চোখে ভীষণ লাজ , হাসিমুখের সাজ , কথা না , বড় তার কাজ। মনটা যুবক হায়্ , বয়স আশি প্রায় , দাদু একাই একশ , খেয়েছে নির্ভেজাল শস্য। ২৪.১১.২০২৪

অদল-বদল ( মোঃ রহমত আলী )

ছবি
অদল-বদল ============== মোঃ রহমত আলী ============== রাজা বদল হলেও , রাজ্য বদলালো-না। রাজ গোপন রইলেও , রাজকার্য গোপন রইলো-না। সরষে ফুল ফুটলেও , সরিষা ফলন হইলো-না। চোরা নামাজ পড়লেও , পাক্কা নামাজী হলো-না। শিক্ষিত পোশাকে রইলেও , দীক্ষিত ব্যবহার দিলো-না। সাধুর সঙ্গ ধরলেও , সাধু হইতে মন পারলে-না। অদল-বদল  চললেও , নিজে বদল হইলাম-না। রাজা দোষী হইলেও , প্রজাও দোষী কম-না। ২৩.১১.২০২৪

আদার ব্যাপারী ( মোঃ রহমত আলী )

ছবি
আদার ব্যাপারী ============= মোঃ রহমত আলী ============= আদার ব্যাপারী গাধার সংবাদ শুনে, আনমনা হয়ে জাহাজের খবর নিতে, পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে আছে। কাঙাল দৃষ্টিতে নজর ঘুরিয়ে দেখে, ডুবন্ত জাহাজের মহা লীলা সংহার। এদিকে জল-তরঙ্গে আগুন জ্বলছে, ওদিকে ভাটার টানে দিশেহারা ব্যাপারী। ফেঁসে গেছে “বা” ফেঁসে আছে বৈকি, নির্দয় চোরাবালির লালসার অতলে। আদার ব্যাপারী মরীচিকা”র সন্ধানে, মেঠো পথ থেকে পাথরের রাস্তা পেরিয়ে ধরাশায়ী মৌসুমী মেঘের কিনারে। আচমকা জোয়ারে জল উঠে হায়্ ! মরা নদীর ঘাট অবধি অবধারিত সীমানায়। কার হলো ক্ষতি আর কে”বা হলো লাভবান, হিসাবের আগেই হয়তো বসন্তকালের অবসান। আদার ব্যাপারী রহস্যময় এক উদ্ধার অভিযানের অভিনয়ের অভিযাত্রী মাত্র। আলামত পর্যাপ্ত সত্ত্বেও স্বীকারোক্তিতে কসম ওঠে, জানিনা আমি জাহাজের সন্ধান ! ফেরিওয়ালা মুচকি হেসে বলে, জাহাজ তো ডুবেনি আজও, তবে মালামাল উধাও, আর রটে গেছে কানে-কানে, নিখোঁজ জাহাজ সহ আদার ব্যাপারী ।। ২১.১১.২০২৪

বিশ্বাসের বিশ্বাসঘাতক ! ( মোঃ রহমত আলী )

ছবি
বিশ্বাসের বিশ্বাসঘাতক ! =================== মোঃ রহমত আলী =================== আমার আপন যে-জন ছিল রক্তের, সেই বড়ো বিশ্বাসের বিশ্বাসঘাতক। একই গাছের ফল হয়েও লাভ কী ? যবে রক্তের গুণাগুণের গুণে বিফল, যে নিজেই নিজের কর্মগুণে ঘাতক ! বিচরণ তাহার দুর্ধর্ষ অসৎ সঙ্গীর সঙ্গে, অন্ধ সে দিবালোকে-ও মিথ্যার মোহে। যে আপনা চেনেনা, সে কারোর আপন আর হয় বা কেমনে, যার নেই নাড়ির টান, নেইকো মূল্য যার কাছে কোনো রক্তের মান। নিজের সর্বনাশ নিজেই করে হায়রে বেওকুফ, না চেনে “মা” , না ‘ভাইবোন’ , না “বাবা” , চেনে শুধু কু”সঙ্গের সঙ্গী আরো আছে যা। সে আবার আপন হয় কি করে ? যদিও কলিজা হয়েও দিলে দাগ এঁটে দেয় ! ১৮.১১.২০২৪

ঘুমন্ত আত্মা ( মোঃ রহমত আলী )

ছবি
ঘুমন্ত আত্মা ============== মোঃ রহমত আলী ============== বোবার মুখ খুলে গেছে আজি, এতদিন কণ্ঠে ছিল চাপা মিথ্যার জয় গানের জয় জয় সুর। বয়রা এখন দেখি শুনছে কানে, এতদিন তো শোনেনি মজলুমের আর্তনাদ আজি শুনেছে তাঁরা শতবছরের চিৎকার। অন্ধের চোখে যখন সূর্যের জ্যোতি পড়েছে, তখনই চোখে দেখেছে সে.. লাল লাভা ! যা রাজপথে ঝরে পড়া তাজা রক্ত, অতঃপর শুকিয়ে যেতে না যেতেই হয়তো প্রাণ-সঞ্চালন হতেও পারে, মৃত বিবেকবানদের আবেগের শিরা-উপশিরা হতে ঘুমন্ত আত্মা পর্যন্ত ।। ১৫.১১.২০২৪

তবুও তাতে কি ! ( মোঃ রহমত আলী )

ছবি
তবুও তাতে কি ! ============== মোঃ রহমত আলী ============== তুমি স্বপ্ন ভেঙ্গে দিলে তাতে কি ! ঘুমে ছিলাম জেগে তো গেলাম। তুমি ওয়াদা খেলাফ করলে তাতে কি ! বিশ্বাসী ছিলাম তাই তো দীর্ঘশ্বাস নিলাম। তুমি যেতে চাও যদি, তবে যাও, তাতে কি ! আমি পথ চেয়ে থাকি আরো প্রতীক্ষায় রাজি। তুমি যদিও যত্নে হৃদয় ভেঙে দাও তাতে কি ! আমি পুষিয়ে নেবো তাও ভালোবেসে হায়্। তুমি ভুলে যদি যাও আমায় যাও, তাতে কি ! আমি জেগে আছি জেগে রবো স্মৃতির স্মরণে। তুমি ছলে ছলে মালা ছিঁড়ে গেলে তাতে কি ! আমি নব ফুলে মালা গেঁথে বাঁচি প্রীতির বরণে। তুমি প্রিয় প্রিয়তম প্রিয় হে আমার ! তবু হায়্ আমি যে কেউ নই তোমার। তাতে কি ! ১১.১১.২০২৪

মর্মকথা ( মোঃ রহমত আলী )

ছবি
মর্মকথা ============== মোঃ রহমত আলী ============== দিনে দিনে কবি হচ্ছে বুড়ো আর কবিতা হচ্ছে জোয়ান দিনে দিনে যাচ্ছে মরে নদী আর ফিরে পাচ্ছে চর প্রাণ দিনে দিনে বৃক্ষ বড্ড ক্লান্ত আর পথিক সে ছায়ায় শান্ত দিনে দিনে বয়স বেড়ে সংকীর্ণ আর হায়াত কমে হচ্ছে পূর্ণ দিনে দিনে শেষের পথে শূন্য আবার শুরু থেকে শুরুর জন্য দিনে দিনে কবিতার নব যৌবন তাইতো ফিরে পায় কবি মনোবল দিনে দিনে মিথ্যার মুখে মধু অর্পণ আর সত্য একা আঁধারে ঢাকা দর্পণ দিনে দিনে বিলীন সমাজের সৎ দর্শন তাই সামাজিক অবক্ষয় হচ্ছে প্রদর্শন দিনে দিনে অসৎ আর অসত্য একাকার তাই নীতি-নির্ধারণ আজ খুব দরকার দিনে দিনে কবিতায় আঁকা মর্মকথার ছবি যদিও কবি আজ মেঘে ঢাকা রবি ১০.১১.২০২৪

মহা কারবার ( মোঃ রহমত আলী )

ছবি
মহা কারবার ============= মোঃ রহমত আলী ============= যুক্তি বন্দী তর্ক আজাদ ইজ্জত নিলাম শিষ্য গুরু আজ মহা কারবার সত্য ঢাকা অসত্য প্রচার  মিথ্যার বিস্তার মিথ্যাচারে পুরস্কার বেহিসাব বেহিসাব চুক্তির আসরে ভক্তির সুরে সুরে মুক্তির গানে শ্রোতা বেসামাল হাজির বেশুমার ০৬.১১.২০২৪

আমার আমি নেই ( মোঃ রহমত আলী )

ছবি
আমার আমি নেই ============== মোঃ রহমত আলী ============== বন্ধু আর বন্ধু নেই শত্রু আর শত্রু নেই আজ চাওয়া পাওয়া নেই আর মান-অভিমান নেই কোনো আশা-ভরসা নেই আজি সময় ফুরিয়েছে তাই আর আমার সময় নেই আমি আর আমি নেই পরিচয় এখন লাশ-টাই দেহে আর আত্মা নেই তাই আর কোনো আত্মীয় নেই সুখ-দুঃখের আর অনুভূতি নেই লাশের সাথে কারো বন্ধুত্ব নেই সঙ্গের সঙ্গী আর কেউ নেই আমার আমার বলে কিছুই নেই যাবার বেলায় শুধুই কর্ম-টাই চলে গেলে দশের মাঝে আমি নেই বেঁচে থাকলে আমি আমি সেই মরে গেলেই তো আমার কেউ নেই শত্রু আর শত্রু নেই বন্ধু আর বন্ধু নেই ০৫.১১.২০২৪

একটু হলেও চলবে ( মোঃ রহমত আলী )

ছবি
একটু হলেও চলবে ================ মোঃ রহমত আলী ================ একটু প্রেম দাও হোক ছলনা ভরা, তাও চলবে ! একটু দেখা দাও হোক স্বপ্নে, এক ঝলক তাও চলবে ! স্মৃতিময় প্রীতির চিরস্মরণিকা হয়ে রইবে। একটি ফুল দাও সুরভী মাখা, হোক কাঁটা ভরা, তাও চলবে ! একটি কথা দাও মিছে মিছে যদিও হয়, তাও বেশ চলবে ! মন থেকে মনের গভীরে লুকিয়ে রাখবো। একটু জল দাও হোক ছলে ছলে বিষে ভরা, তাও চলবে ! একটু সুখ দাও যদিও হয় অভিনয় করে, তাও চলবে ! নতুন দুঃখে আবার ডুবে যেতে”তো পারবো। একটি ভুল একটু ভেঙ্গে দাও ভালো-না-বাসলেও বন্ধু”তো হয়ে রও ! একটু দূরে একটি চাওয়া, একটু কাছে একটাই পাওয়া, হোক হৃদয় যতই ব্যাকুল, অন্তরে যে একটু সান্ত্বনা ! বেশ তাও চলবে ।। ০৪.১০.২০২৪

আর্তমানবতা ( মোঃ রহমত আলী )

ছবি
আর্তমানবতা ============= মোঃ রহমত আলী ============= মানবিকতার গান গেয়ে যাই , মানবতা মোটেও না দেখাই। ওপরে ওপরে মানবিক মশাই , ভেতরে ভেতরে জালিম কসাই। অক্ষরে অক্ষরে মমতা সাজাই , শব্দে শব্দে মানবতার দিশা হারাই। চলনে বলনে মায়া ধরাই , হিংসা বিদ্বেষ পুষেও আমিই মানবতার ফেরিওয়ালা ভাই। মানবিক আছেন জনাব যতজনই , কত ওজন তাদের মানবতারই , যাই হোক চাই চাই মানবতা কিছু চাই , হৈ হৈ রৈ রৈ মানবতা গেলো কই ! ০১.১১.২০২৪