সমীকরণ ( মোঃ রহমত আলী )
সমীকরণ
=============
মোঃ রহমত আলী
=============
আজ থেকে কাল, আর কতকাল ,
আধুনিকতার অনাদরে ঢাকা প্রতিকার ,
নতুন ধারা ধরে চলছে যে দুর্বল সমীকরণ ,
যার আছে মানজান তাঁর জাত যায় !
যার নাই কোনো তাঁর কি আসে যায় ?
সময়ে সময়ে প্রকাশিত যার যা উচ্চারণ ;
হাওয়ায় ঘোরে সাক্ষীময় হয়ে উদাহরণ।
সেই ! আদি অক্ষর দ্বারা সাজিয়ে বাক্য ,
বলা হয় এইতো আধুনিক শব্দের জন্ম !
মরীচিকা অথচ লাগে বেশ অপরূপ ,
নতুনধারা যদি ঘোলা করে শব্দকোষ ,
তবে আধুনিকতার পাঠে কি নতুন শিক্ষণ ?
পরিচর্যা অক্ষরের হয় যদি সামাজিক ,
পড়ে তাই হতে পারে বুঝেশুনে মানুষ মানবিক।
এই লেখা হারিয়ে যাবে , হোক যত আধুনিক ,
চিরদিন রয়ে যাবে মনেপ্রাণে ধ্যানে ,
মির্জা গালিব , আল্লামা ইকবাল ,
আরো কবি নজরুল সহ যত ছিলেন
গুণীজ্ঞানী সেই কালের কবি গুরুজন।
সত্য-ঘেরা বাণী তাঁদের অমূল্য লিখন্ ,
যা পরান-টানে আজও , অর্থবহ তুখোড়।
২৫.০১.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥