পোস্টগুলি

মার্চ, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অদেখা বিষ (মোঃ রহমত আলী)

ছবি
অদেখা বিষ ============== মোঃ রহমত আলী ============== টাক খেতে খেতে মগজ টাটকা, ঠকতে ঠকতে পাথর মনটা, কথায় কথায় আসল কথা, নকল কিনে খোঁজ আসলটা, লাউ শুকিয়ে ডুগডুগি বানায়, বাজিয়ে বাজিয়ে মাথা নাড়ায়, মৌসুম চলেগেছে সরল কথার, এখন যুগ মনে হয় গরল ভাষার। উত্তর নেই যার কাছে, প্রশ্ন শত তাঁর, জবাব দিতে দিতে,নতুন প্রশ্ন হাজার, মুখে মুখে শুধু মধু মধু মধুর সুর, চিনতে হলে যেতে হবে আরো কিছু দূর। জলে মেশানো বিষ যায় না দেখা ! দুদিনেই মানুষ কী যায় গো চেনা ? শত জনমের পিরিত নিমিষেই বিলীন, কথার গভীরেই অদেখা বিশেষ বিষ। ৩১.০৩.২০২৪

ক্ষুধাতুর (মোঃ রহমত আলী)

ছবি
ক্ষুধাতুর ============ মোঃ রহমত আলী ============ ভরে গেছে পেট, মিটে গেছে ভুখ, শুনে শুনে কটু কথা খুব। অভাবে আছে, স্বভাবে নেই, গোপনে আঁখিজল, প্রকাশ্যে যা ছল। পেটে বাঁধা পাথর, মুখে গুণ ওজন, মিছে মায়ায় বৃথা আদর, দেখি চেয়ে চোখে, অশ্রু শুকিয়ে গেছে। মায়া মায়া বোল, মিছে মায়ার ঢোল, অন্তরে ছুপা কী যে ? খোঁচা দিলে বহে আঁখিজল। মুখে মুখে শুধু নমুনার সুখ, মনে মনে লালিত জনমের দুখ, হাওয়ায় ঘুরে ঘুরে আসে সান্ত্বনার ঢেউ, তবুও মুখ লুকিয়ে লুকিয়ে কাঁদে কেউ। ভুখা পেটে আজও চেয়ে আছে চাঁদ, রঙ্গিলা বাজারে সূর্যের প্রখর উত্তাপ, পিপাসায় হারাম জেনেও করে যাচ্ছে কারা ঘামঝরা রক্ত পান। তাই আকাশের পানে, চেয়ে আছে আজও অসহায় ! কহে ক্ষুধাতুর খ্যাপা, মিটে যাবে ভুখ, ভরে যাবে পেট, মরা ঘুমে হায় সবার। ২৭.০৩.২০২৪

চর্চা - (মোঃ রহমত আলী)

ছবি
চর্চা - ============ মোঃ রহমত আলী ============ সত্য বলতে না পারলেও ভাই মিথ্যা বলো না, মিথ্যা বলার চাইতে বন্ধু চুপ থাকাই শ্রেয়। প্রতিবাদ করতে না পারলেও মজলুমের উপহাস করো না, অন্যায়কারীর সাথে চলে অন্যায়ের সাথী হয়েও না। শিক্ষিত হয়েও যদি দীক্ষিত হতে না পারো, তবে বৃথা অর্জন তোমার শুধু লোক দেখানো মাত্র। উপকার করার পর ভুলেও আবার অপকার করো না, বন্ধুর দুশমনের সাথে কভু বন্ধুত্ব করো না। সম্মান না পেয়ে অপমান হলেও উল্টো অপমানিত করো না, অধিকার আদায়ের আগে উত্তম হক আদায় করো। ২৫.০৩.২০২৪

মুখ্য কথা ( মোঃ রহমত আলী )

ছবি
মুখ্য কথা ============ মোঃ রহমত আলী ============ লেখাটা মূর্খের দেখবে অন্ধ কথাটা জিন্দা বোবার শব্দে। পড়ে কী শিক্ষা গুরুর দীক্ষা অন্তর যে মুর্দা চোখটাও ভুখা। হাতের যা কর্ম জ্ঞানহীন তর্ক জ্ঞানীও জব্দ অক্ষর বিক্ষত সংজ্ঞা কতক  মুখ্য মূর্খের মুখ। ২৪.০৩.২০২৪

মূল্যায়ন ( মোঃ রহমত আলী )

ছবি
মূল্যায়ন ============= মোঃ রহমত আলী ============= দিন দুপুরে খোলামেলা ডাকাতি, সব জিনিসের দাম নিচ্ছে বাড়তি, নতুন ত্রাস এখন সমাজে একপ্রকার জঘন্য রাক্ষুসে জাতের ব্যবসায়ী জাত। লাভের সীমা পেরিয়ে রোজ রাহাজানি, তোয়াক্কা নেই কোনো মূল নিয়মনীতির, আসল নকল সব ভেজাল মিশাল, তা দরকার শুধু মুনাফা বেশুমার। ঠুয়ার মাল ওজনে বেঁচে,ওজনেও বেঠিক, দামের চেয়েও দানব মূল্য নেয় অধিক,  অর্ধেকেরও বেশি লাভে লালে-লাল, নিজেও ঠকে অন্যকে ও ঠকায়, হিসাবের দিন তাদের হবে কাল। ও আমার বন্ধুগন হলো কি তোমাদের, একি করছো তোমরা, কেন এমন ? ব্যবসা করা তো রাসূল (সাঃ) এর সুন্নত। তবে কেন নষ্ট করতে চাও, সেই নেয়ামতের আমানত ! অধিক মুনাফায় হবে অনেক লোকসান, অমূল্য মূল মূল্যবান ঈমান। অতি লোভে হবে না তো কোনো লাভ, তাই নামে মুসলমান না হয়ে, কাজে মুসলিম হও, ওহে মানুষ ! ইনসান হয়ে যাও, ইনসানিয়াত দেখাও । ২১.০৩.২০২৪

আলবিদা ( মোঃ রহমত আলী )

ছবি
আলবিদা ============= মোঃ রহমত আলী ============= মুমিন যারা কাঁদে তারা সকাল দুপুর সন্ধ্যা বেলা চুপিচুপি রাত্রিসারা রোজা বিদায় দিশেহারা। সেহেরী খেয়ে সালাত আদায় ইফতার শেষে আবার সালাত ভাগ্যবানের খতম তারাবি না পারলে পড়ি সুরা তারাবি। হিসাব মওকুফ রমজানে হোক না যত খরচ প্রয়োজনে কুরআন নাজিল এই মাহে মুসলিম খুশি রমজানে। আলবিদা আলবিদা মাহে রমজান আলবিদা আগামী বছর বছর ইয়া আল্লাহ রাখতে দিও আবার সব রোজা। ১৯.০৩.২০২৪

লীলাখেলা (মোঃ রহমত আলী)

ছবি
লীলাখেলা ============ মোঃ রহমত আলী ============ শুয়ে আছি তবে কি একাই আমি, গোলাকার পৃথিবীতে লম্বালম্বি, চলছে চলাফেরা কোনাকুনিভাবে, বুদ্ধি গুলো সব মাটির কলসে ঠনঠন, মুখেই শুধু লম্বা লম্বা কথার ঝনঝন, মিছেই দৌড়ঝাপ স্বল্প আয়ু জেনেও, একটি মশার যন্ত্রণায় অতিষ্ঠ যখন, তখন বিশ্বজয় করে চুলো জ্বলেনা গৃহে, অথচ জঙ্গলে আগুন দাউদাউ দ্বিগুণ। যতদূর দৃষ্টি যায়, দেখা মিলে শুধু, ক্ষুধার্ত কঙ্কালের সাথে ভয়ংকর সব জীবিত পেটুক জল্লাদদের হানাহানি, আর বর্বরতার নিয়মিত পরিপূর্ণ লীলা। জেগে দেখি একা, এখানে আমি, আর ওখানে তো বটেই থাকবো একা। শুধু শুধু ঘাম ঝরাতে থাকা, আর সূর্যের মুখোমুখি মিথ্যা বড়াই করা। মীমাংসা করে নেওয়া ছিলনা কঠিন, হয়তো ছিল ব্যাপারটা খুব সহজ, তবে সত্য লুকাতে চেয়ে, এখন জটিল। নিষ্ঠুর চোখ গুলো হায় মোটেও আফসোস করেনা বিন্দুমাত্র, কিছু তো দেখা যায় এমন ব্যঙ্গ হাসি, যা মানবতার চোখে আঙ্গুল দিয়ে চুপ, পিঠে গেঁথে দেয় অনায়াসে ইশারায় ছুরি। ১৭.০৩.২০২৪

ছবি- ঘর- "কবি'র'কবিতা"

মোবারক মাহে রমজান (মোঃ রহমত আলী)

ছবি
মোবারক মাহে রমজান ================== মোঃ রহমত আলী ================== বছর ঘুরে এলো আবার মাহে রমজান, রোজা রেখে পূরণ করবো রব তায়ালার আহকাম। বেশি বেশি নফল আদায়, মিলবে ফরজের সওয়াব, সব ইবাদত দেখে সবাই, সিয়াম সাধনা গোপন, দেখেন পরওয়ারদিগার। ধরতে পারলে ধরো রে মন, ছেড়ো না রোজার একদিন, বছর ঘুরে না পাও যদি রোজা আর কোনোদিন ! এই মাসে নাজিল আল-কোরআন, রহমত,মাগফেরাত,নাজাত, এত ফজিলত,এত নেয়ামত, এত তোহফা,এই তো মওকা, করে তওবা,তালাশ করি, নাজাতের হর বিজোড় রাতে, শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, সংযমের এই পবিত্র মাস, মোবারক মাহে রমজান। ১২.০৩.২০২৪

আহ্বান (মোঃ রহমত আলী)

ছবি
আহ্বান ============ মোঃ রহমত আলী ============ কি হলো কবি নীরব কেন তুমি ? উঠো,জাগো,লেখো,চালাও কলম, মিথ্যার সমুদ্রে সত্যের ঢেউ তুলে। তুমি না জাগলে হবে না তো আর ! মৃত নদীতে উত্তাল ন্যায়ের জোয়ার, তোমার কলমটা-ও যে এক তলোয়ার, অন্যায়ের বিরুদ্ধে তোমার কবিতা হবে, এক কথার কথায়,শত দর্পণের দর্শন। তো কি হলো কবি আর দেরি কেন? লেখো আগুন ঝরা কলমে,শান্ত বাণী, অশান্ত অক্ষরে দুর্দান্ত শব্দ সাজিয়ে, অবহেলিত মানবতার জয় জয়গান। ঘুমন্ত মানবতা জাগাও আবেগের খোঁচায়, কারো অবহেলায়,কারো কান্না, কারো প্রতারণায়,কারো হতাশা, আরো আছে যা কিছু লিখে দাও সব, মজবুত বর্ণমালার সাথে,ভালোবাসা মেখে,নিদ্রিত বিবেকের ঘুম ভাঙ্গাতে। এই যে ওহে কবি তোমাকেই বলছি ! তুমিই পারবে,শত ঈর্ষার ঊর্ধ্বে, খ্যাপা সুর তুলে,বাউলা কন্ঠের তালে, ছন্দে ছন্দে লিখে আরো গদ্য কবিতা, প্রকাশ করে দিতে পারো সত্য ছবিটা। ও কবি তবে এতো আর ভাবছো কী ? লিখে দাও তো এবার হক কথা সমুদয়। আহ্বান পুরো করো। তবে কি হলো কবি? ১০.০৩.২০২৪

আবেদন (মোঃ রহমত আলী)

ছবি
আবেদন ============ মোঃ রহমত আলী ============ রাজ্য রাজার একাই, প্রজা সব গোলাম, হরেক কথায় প্রণাম। শখের প্রতিবাদী তুফান, জৌলুসে বিন্যাস জুলুম, সাধারণ জনতা মজলুম, মুখে মুখে রাজার মজলিস। ঘাতক করছে নাটক, সিপাহী যখন দর্শক, পাগল-ও করে উপভোগ। রাজ্য-টা সবার,রাজা-ও সবার, তবে কেন দৃষ্টি একতরফা ? একদল খেয়ে চেটে পুষ্টিতে তুষ্ট, আর কেউ অসহায়, দিশেহারা হতাশায় বোবা। আমরা আমজনতা, রাজা কে জানাই সালাম, যদি দেখেন চেয়ে রাজ্য জুড়ে, নয়ন মেলে সমান সমান, কেমন আছে গরীব প্রজা, সুখে দুঃখে তাই আবেদন। ০৮.০৩.২০২৪