পোস্টগুলি

জানুয়ারী, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রঙ্গের পুতুল ( মোঃ রহমত আলী )

ছবি
রঙ্গের পুতুল ============== মোঃ রহমত আলী ============== রঙের পুতুল নাচে কত ঢঙে , হাওয়ার দমে চলে ঢুলে ঢুলে ; কথায় কথায় লীলাখেলা খেলে , কথায় বড় , কাজে না মিলে ! তুলনা নিজের নিজেই তুলে , কাল যে কি হবে রয় তা ভুলে। আগামাথা দেখো খাওয়া জং ; করে তবু রঙে ঢঙে কত ঢং ! মিছেই দেখায় কাজে চঞ্চল , আসল কাজের বেলায় ঠনঠন। বড় বড় কথা বলে সাজে সং , দ্বীনের আলোতে খোঁজে’না কিরণ। চোখে দিয়ে সুরমা কাজল , দিনে দেখে রাতের স্বপন , মানিক পেয়ে রতন করে যতন , বাজায় ডংকা যখন তখন , নিজের চেয়ে পরের দোষ রোপণ ; আপনা বেলায় বাহ্ গোপন ! ৩১.০১.২০২৫

অনুধাবন ( মোঃ রহমত আলী )

ছবি
অনুধাবন ============= মোঃ রহমত আলী ============= কারো মাথায় হাত , কারো পেটে ভাত , কার দোষে আর , কাকে ধরে বসেছে দরবার ! কারো শখের বিলাস , কারো কষ্টে নিবাস , কার জন্য এতো আর , বলো তাঁর কেনো দরকার ? কারো জনম ফুটপাত , কারো’র সুখ আবাদ , কার দিকে ফিরে আর.. ভাগ্যে লেখা কার কী পরিণাম। কারো স্বভাবে অভাব , কারো’র অভাবে আবাস , কার রূপে কার কী আভাস.. বিশ্বাসের অনুধাবনে জানলাম। ২৯.০১.২০২৫

সমীকরণ ( মোঃ রহমত আলী )

ছবি
সমীকরণ ============= মোঃ রহমত আলী ============= আজ থেকে কাল, আর কতকাল , আধুনিকতার অনাদরে ঢাকা প্রতিকার , নতুন ধারা ধরে চলছে যে দুর্বল সমীকরণ , যার আছে মানজান তাঁর জাত যায় ! যার নাই কোনো তাঁর কি আসে যায় ? সময়ে সময়ে প্রকাশিত যার যা উচ্চারণ ; হাওয়ায় ঘোরে সাক্ষীময় হয়ে উদাহরণ। সেই ! আদি অক্ষর দ্বারা সাজিয়ে বাক্য , বলা হয় এইতো আধুনিক শব্দের জন্ম ! মরীচিকা অথচ লাগে বেশ অপরূপ , নতুনধারা যদি ঘোলা করে শব্দকোষ , তবে আধুনিকতার পাঠে কি নতুন শিক্ষণ ? পরিচর্যা অক্ষরের হয় যদি সামাজিক , পড়ে তাই হতে পারে বুঝেশুনে মানুষ মানবিক। এই লেখা হারিয়ে যাবে , হোক যত আধুনিক , চিরদিন রয়ে যাবে মনেপ্রাণে ধ্যানে , মির্জা গালিব , আল্লামা ইকবাল , আরো কবি নজরুল সহ যত ছিলেন গুণীজ্ঞানী সেই কালের কবি গুরুজন। সত্য-ঘেরা বাণী তাঁদের অমূল্য লিখন্ , যা পরান-টানে আজও , অর্থবহ তুখোড়। ২৫.০১.২০২৫

তৃষ্ণার্ত আত্মা ( মোঃ রহমত আলী )

ছবি
তৃষ্ণার্ত আত্মা ============= মোঃ রহমত আলী ============= অজানাকে জানতে জানাশোনা বিনষ্ট ; কল্পনার কবুতর জল্পনায় শিকার। অযাচিত দুঃস্বপ্নের আনাগোনার ঘোর , দুর্বিষহ যন্ত্রণায় কাতর রোজকার ভোর ! ঘোলাটে বন্ধনে ছিন্নভিন্ন মস্তিষ্কের-দৌড় , তথাপি জেনেশুনেও নয়া কাহিনী রটিল , অভিধান খুলে দেখি ব্যাখ্যাটাও জটিল। কোথাও পূর্ণতা , কোথাও শূন্যতা , পূর্ণিমা উকি দেয় ঘোর আঁধারের কিনারে , মাধুর্য হারিয়ে তৃষ্ণার্ত আত্মা জানতে চায় ; কে আত্মীয় আর কে পরম মিত্র কালক্রমে ? দুর্দশা দেখেও খোশমেজাজ বান্ধব গোত্র ! একত্রিত হয়েও অথচ আপন বলা যায় কাকে। মর্জি যাচাই-বাছাই শেষে আরজু হতাশ , কলঙ্ক ঢেকে উৎসবে মশগুল বন্ধু-পেয়ারা ; গণ্ডি পেরিয়ে তারিখ গণনা পরিচিত চরিত্রের , দিন যায় , মাস যায় , বছর ঘুরে যুগ , দেখা যায় এক সময় কার কত রূপ ।। ১৯.০১.২০২৫

প্রাণে প্রাণে লাগে টান ( মোঃ রহমত আলী )

ছবি
প্রাণে প্রাণে লাগে টান =============== মোঃ রহমত আলী =============== প্রাণে প্রাণে লাগে টান রাজপথ থেকে ফুটপাত আমার ভাইয়ের রক্তে লাল ঐ খেলার ময়দান ঘরে ঘরে মাতম কান্নার প্রাণে প্রাণে লাগে টান। চোখের সামনে’ই কেড়েছে জালিমের ছোড়া বুলেট কত শত তাজা প্রাণ পারেনি করতে হায়্ পানি পান আমার শ্রেষ্ঠ বীর সন্তান প্রাণে প্রাণে লাগে টান। হক দাবি আদায়ে তুলে ন্যায্য স্লোগান মিছিলেই দিলো প্রাণ মাটি ও মানুষের জন্য তোমার-ভাই বন্ধু-আমার সিনায় সিনায় লাগে টান। দেশের তরে দ্বীনের লাগি সত্যের জন্য দশের হয়ে যাঁরা লুটিয়ে-মাল বিলিয়ে-জান হয়েছে শহীদ মহান তাঁদের জন্য প্রাণখোলা সালাম লাগে প্রাণে প্রাণে টান। ১৫.০১.২০২৫

কাচের দেয়াল ( মোঃ রহমত আলী )

ছবি
কাচের দেয়াল ============= মোঃ রহমত আলী ============= মনের ভেতরে লক্ষ রাজ , ওপরে ওপরে কত সাজ , ভালোই গেলো যেমন আজ , জানিনা কেমন আগামীকাল। মানুষ চেনা বড্ড কঠিন কাজ ! স্বার্থপরদের লাগেনা লাজ , উদাস দুপুরে-ও রোদের তাপ ; সবার রঙিন হয়’না সাঝ , মনের ভিতর রংবেরঙের ভাজ। কথা সাফ , মাঝে কাচের দেয়াল , ধরা দেয়না , দেখা যায়না , মনে হয় স্বচ্ছ সাধু ব্যবহার ; ভেতরটা না’জানি কতই পরিষ্কার। প্রথমে ভাব গলায় গলায় , তারপর মান , পায়ের তলায় , চিনতে চিনতে শেষে জনম পার ! সরল মনে জমাটবাঁধা আঘাত । কাচের দেয়ালে মায়ার সুরাখ , দেখা যায় যত , আসলেই কী তত ? রং বদলাতে লাগে না সময় অত ; আর চূর্ণ হতে যত দের মাত্র ! তাই কাচের হরেক রঙ্গিন পেয়ালায় , বদলে যায় নিমিষেই জলের রং ! ভোলা মন খেয়ে যায় ঘোলা জল ।। ১৪.০১.২০২৫

খোঁজ - ( মোঃ রহমত আলী )

ছবি
খোঁজ - ============= মোঃ রহমত আলী ============= ভেঙে ছিল কি ? শব্দ হয়নি ! শুধু ক্ষত হয়ে ছিল ; দেখা যায়নি ! চোখে চোখে বলা.. মুখ খোলেনি ! কথা শেষ হলেও ; বলা হয়নি। দেখে দেখে অদেখা , দেখা দেয়নি ! শুনে ছিল যাই সব , বুঝে নেয়নি। হাতে ছিল হাত , ধরা হয়নি ! দিন শেষে রাত , সময় আসেনি। একটু একটু এগিয়ে , আর একটু যাইনি ! ঠিকানা খুঁজে পেলেও , মঞ্জিল পাইনি। আশায় আশায় নিরাশা , আশা ছাড়িনি ! ভরসায় খেয়ে ধোঁকা , ভালোবাসা কমেনি ।। ১০.০১.২০২৫

এক চাদর মানবিক আদর ( মোঃ রহমত আলী )

ছবি
এক চাদর মানবিক আদর =================== মোঃ রহমত আলী =================== সুন্দরের পুজোয় বিভোর সবে, তবে চলো বন্ধু আমরা না’হয় ; মানবতার পূজারী হয়ে অসুন্দরের দিকেই তাকিয়ে রই, তাঁদের ওপর মানবিক দৃষ্টি মেলে নজর দেই, যারা এই শীতে বিঘোর কাতর। দেখিয়ে যাই মানবিকতা কত প্রকার ; যেমন বর্ষায় তাঁদের জন্য ছাতা হই, তেমন তপ্ত রোদ্দুরে বৃক্ষের মতন ছায়া দেই, হিমেল শীতের দিনে উষ্ণ কম্বলের মতো হই। মানুষ- সহ প্রাণীদের জন্যও আসল প্রকৃত মানবিক মাটির মানুষ হয়ে’ই হয়ে রই। জেগে ওঠো ওহে নামের মানবতাবাদী ! দেখছি আমরা কুঁড়েঘর থেকে, তোমরা যে শুধুই সুন্দরের পেছনে’ই ধাবিত। এসো ফুটপাত থেকে স্টেশন রোডের বাঁকে, উঠে দেখো প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজে, ক’জন কারা যেন ! শুয়ে আছে এই রাতে, হিম শীতের”ও নিশীথে কুয়াশার চাদরে ঢেকে। তাহলে চলো বন্ধু এগিয়ে যাই আমরা, তাঁদের সহায়তায় মানসিকতার পরিবর্তন করে, আন্তরিক সহায়ক মানবিক মানবতার সম্বল, এক চাদর ভালোবাসার আদর নিয়ে। তাঁদের জন্য যদি আমরা না হই ; তবে কি আর ? মানবিক মানবতা ! আর এ মানুষ নামের মানব জনম ? ০৭.০১.২০২৫