তৃষ্ণার্ত আত্মা ( মোঃ রহমত আলী )
তৃষ্ণার্ত আত্মা
=============
মোঃ রহমত আলী
=============
অজানাকে জানতে জানাশোনা বিনষ্ট ;
কল্পনার কবুতর জল্পনায় শিকার।
অযাচিত দুঃস্বপ্নের আনাগোনার ঘোর ,
দুর্বিষহ যন্ত্রণায় কাতর রোজকার ভোর !
ঘোলাটে বন্ধনে ছিন্নভিন্ন মস্তিষ্কের-দৌড় ,
তথাপি জেনেশুনেও নয়া কাহিনী রটিল ,
অভিধান খুলে দেখি ব্যাখ্যাটাও জটিল।
কোথাও পূর্ণতা , কোথাও শূন্যতা ,
পূর্ণিমা উকি দেয় ঘোর আঁধারের কিনারে ,
মাধুর্য হারিয়ে তৃষ্ণার্ত আত্মা জানতে চায় ;
কে আত্মীয় আর কে পরম মিত্র কালক্রমে ?
দুর্দশা দেখেও খোশমেজাজ বান্ধব গোত্র !
একত্রিত হয়েও অথচ আপন বলা যায় কাকে।
মর্জি যাচাই-বাছাই শেষে আরজু হতাশ ,
কলঙ্ক ঢেকে উৎসবে মশগুল বন্ধু-পেয়ারা ;
গণ্ডি পেরিয়ে তারিখ গণনা পরিচিত চরিত্রের ,
দিন যায় , মাস যায় , বছর ঘুরে যুগ ,
দেখা যায় এক সময় কার কত রূপ ।।
১৯.০১.২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
একটি ব্যক্তিগত ব্লগ এখানে শুধু নিজ লেখা কবিতা
পোস্ট করা হয় ॥ধন্যবাদ॥