প্রাণে প্রাণে লাগে টান ( মোঃ রহমত আলী )

প্রাণে প্রাণে লাগে টান
===============
মোঃ রহমত আলী
===============
প্রাণে প্রাণে লাগে টান
রাজপথ থেকে ফুটপাত
আমার ভাইয়ের রক্তে লাল
ঐ খেলার ময়দান
ঘরে ঘরে মাতম কান্নার
প্রাণে প্রাণে লাগে টান।

চোখের সামনে’ই কেড়েছে
জালিমের ছোড়া বুলেট
কত শত তাজা প্রাণ
পারেনি করতে হায়্ পানি পান
আমার শ্রেষ্ঠ বীর সন্তান
প্রাণে প্রাণে লাগে টান।

হক দাবি আদায়ে
তুলে ন্যায্য স্লোগান
মিছিলেই দিলো প্রাণ
মাটি ও মানুষের জন্য
তোমার-ভাই বন্ধু-আমার
সিনায় সিনায় লাগে টান।

দেশের তরে দ্বীনের লাগি
সত্যের জন্য দশের হয়ে
যাঁরা লুটিয়ে-মাল বিলিয়ে-জান
হয়েছে শহীদ মহান
তাঁদের জন্য প্রাণখোলা সালাম
লাগে প্রাণে প্রাণে টান।

১৫.০১.২০২৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

রাজ মন্ত্র (মোঃ রহমত আলী)

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)