পোস্টগুলি

অক্টোবর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তৃষ্ণাতুর ( মোঃ রহমত আলী )

ছবি
তৃষ্ণাতুর ============== মোঃ রহমত আলী ============== যদি একটু কাঁদতে দিতে, তবে পরান ভরে সুখের হাসি হাসতাম। যদি একটু হাসতে দিতে, তবে আনন্দঅশ্রু ঝরাতে পারতাম। যদি একটু কথা বলতে দিতে, তবে দুঃখ গুলো খুলে দেখাতাম। যদি একটু ভালোবাসা দিতে, তবে শত বদনাম মাথা পেতে নিতাম। যদি একটু সুযোগ দিতে বন্ধু, তবে একটি পুরাতন কবিতা শোনাতাম। যদি একটু চোখে চোখ দিতে প্রিয়, তবে ইশারায় প্রেম নিবেদন শিখাতাম। যদি একটু মুচকি হেসে দিতে তুমি, তবে শ্রাবণের গদ্যময় পদ্ম তোমায় দিতাম। যদি একটু একপলক দেখা দিতে, তবে জনমের তৃষ্ণা আজি ভুলে যেতাম। যদি একটু সাথ দিতে সাথী, তবে ধন্য আমি তোমার জন্য। যদি একটু… ৩০.১০.২০২৪

দুর্বোধ্য ( মোঃ রহমত আলী )

ছবি
দুর্বোধ্য ============== মোঃ রহমত আলী ============== কারো আপন হওয়া-টা সহজ হলেও সেই আপনজনের স্বপ্নের স্বপন হওয়া কঠিন। কারো মন ভাঙা-টা যদিও সহজ, তবে কারো মন জয় করাটা খুবই জটিল। কারো মুখের অন্ন কেড়ে নেওয়ার আগে, পারো যদি করিতে নিজের আহার দান, তবেই বাহাদুর তুমি হয়ে রবে প্রমাণ। কারো চোখের অঙ্গার হওয়া কঠিন কিছু নয়, তবে হয়তো খুবই কঠিন সময়ে-সময়ে, দুঃখীর অশ্রুভেজা আঁখি মুছিয়ে দেওয়া। কারো দুঃখ কষ্ট দেখে উপহাস করা যদিও অদ্ভুত হলেও সহজ, তথাপি সেই তো মানুষের কাতারে.. যে মানবতার পূজারী হয়ে এগিয়ে যায়, মানবেতর অসহায়ের পাশে কঠিন বিপদে আপদে সত্যিকার নিঃস্বার্থ উপকারী পরিচয়ে। কেউ কারো আপন, কেউ কারোর পর, যদিও সহজ, তবুও কঠিন, জটিল দুর্বোধ্য এ সফর ।। ২৮.১০.২০২৪

আমি কত প্রকার ! ( মোঃ রহমত আলী )

ছবি
আমি কত প্রকার ! =============== মোঃ রহমত আলী =============== আমরা সবাই মুখেই বলি বারবার, দেখা যায় কাজের বেলায় কে কার ! নিজের পরিচয় নিজেই প্রদান, আমি,আমি,আমি কত প্রকার ! আমরা সবাই জানি ভালো-মন্দ, নিজের নিজের সবাই সবার ! অন্যের দোষটা আগে দিতে, নিজের মুখটা মুখোশে ঢেকে, সত্য ঢাকা যায় কি ? মিথ্যা দিয়ে আর ! আমরা জানি, মানি তবু মানিনা, আমার আমি আমিত্বটাই ধ্বংসক। আমরা নিয়ে ভাবনা হলে সর্বাত্মক, আমারটা-ও হয়তো হতো সার্থক। আমি আমি ভুলতে হবে, আমরা মিলে চলতে হবে। এক আঙুলে তো আর মুঠ হয় না, পাঁচ আঙ্গুলেই মজবুত মুঠো হয়, তাই আমি আমিটা ছেড়ে দিয়ে, আমরা মিলেমিশে চলি চল। আমি আমি তো সবাই ভাবে, আমরা ভাব ভাবতে হবে আগে, আমি আমি টা যে স্বার্থপর লাগে। আমরা ভাবলেই যে.. আমিও আছি, তো ভেবে দেখো -রে ভাই, প্রকারভেদে আমি কত প্রকার ? ১৫.১০.২০২৪

জীবনচক্র ( মোঃ রহমত আলী )

ছবি
জীবনচক্র ============== মোঃ রহমত আলী ============== কবিতা এখন আর কথা বলে-না, কারণ অনেকেই সম্পূর্ণ পড়ে-না। ছবিগুলো আজকাল আর হাসে-না, কারণ অনেকেই ফিরে দেখে-না। ব্যথা-গুলো আজ আর কাঁদে-না, কারণ কেউ আগের মতো দরদ দেখায়-না। সত্য এখন আর বিশ্বাস হয় -না, কারণ মিথ্যা ছাড়া জীবন চলে-না। আর উপকার করতে লোকে এগিয়ে আসে-না, কারণ অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে-না। আজও মানুষ দেখে মানুষ চেনা যায়-না, কারণ অন্ধ তো আর আয়না দেখতে পায়-না। কবিতার ভাষা কেন যেন অনেকে বোঝে-না, কারণ কল্প-গল্প আর বাস্তব মিল হয়-না। জীবনচক্র কখনোই এক-সমান রয়-না, কারণ সময়ে হাওয়ার গতি দেখা যায়-না। সত্যের মুখোমুখি সবাই দাঁড়াতে পারে-না, কারণ মিথ্যা ক্ষণিকের, চিরস্থায়ী রবে-না। আশীর্বাদ সবাই কামাই করতে জানে-না, কারণ বেয়াদবে আদবের গুরুত্ব দেয়-না। লাল রক্ত যদিও সবার, গুণাবলী একই হয়-না, কারণ পচা সুতোয় মজবুত বন্ধন হবে-না। এক পলকে জীবন শেষ, বিষ লাগবে-না, কারণ সকাল প্রতি রাত হবে, আমি রইবো-না। ১৩.১০.২০২৪

দৈন্যদশা ( মোঃ রহমত আলী )

ছবি
দৈন্যদশা ============== মোঃ রহমত আলী ============== ক্ষুধার্ত বিশ্বে, মহারাজ ভিখারী খুঁজে পায়না ! কারো উদ্বৃত্ত কিছু ছুড়ে ফেলা হয় ডাস্টবিনে, কেউ যতনে তুলে তা প্রয়োজনের আগ্রহে। অতিরিক্ত আয়োজন অপ্রয়োজনীয় হলেও, ক্ষণিকের আনন্দভোগী মনের ক্ষুধা মেটায়। এদিকে কারোর রান্নাঘরে চুলো জ্বলে-না ! বিশ্ব আবার তালাশে অভাবী খুঁজে পায়না। যেখানে উৎসব প্রতিনিয়ত লালিত-পালিত ! তবে কি কাল্পনিক দারিদ্র্য বিমোচনের গল্প ? এখনও দৈন্যদশা কত শত মালেকের বাড়িতে, মালেকার হাঁড়িতে, বিশুদ্ধ জল থাকেনা। বিশ্ব যখন বিলাসিতায় মগ্ন উৎফুল্ল উচ্ছ্বাসে, তখন একদল মাটি খুঁড়ে খুঁড়ে পাথর তুলে, অবিরত চুলা জ্বালানোর প্রচেষ্টায় ধরাশায়ী। বিশ্ব মহারাজ যবে সুখনিদ্রায় স্বপ্নে বিভোর ! তখনও নিশি ফুরাবার আগ পর্যন্ত কারা যেন ? ফুটপাতে ক্ষুধার্ত আধো ঘুমে, পেট লাগা পিঠে। বিশ্ব দরবারের মহারাজ গণ অতিশয় ঘোর মগ্ন, নিজু-নিজু ক্ষমতার ভাগবাটোয়ারা পর্যন্ত ! এদিক-ওদিক নজর দেওয়ার মতো নজর নেই, দুনিয়ার মজলুম মজবুর চেয়ে আছে আকাশে। ১০.১০.২০২৪

যদিও কিছু আছে (মোঃ রহমত আলী)

ছবি
যদিও কিছু আছে ============== মোঃ রহমত আলী ============== এমন কিছু কান্না আছে, যা দেখা যায় না, শোনা-ও যায় না, তাই অনুধাবন-ও হয় না। এমন কিছু কথা আছে, যা বোঝা যায় না, তাই অনুতাপ-ও প্রকাশ করা হয় না। এমন কিছু ব্যথা আছে, যা খোলা যায় না, তাইতো অদেখা আজও তা খোঁজা হয় না।  এমন কিছু দুঃখ আছে, যা বলা যায় না, শত বলে বলে-ও কভু বোঝানো হয় না। এমনও কিছু বেদনা, যা খুলে বলা যায় না, ইশারায় অনুভব হয় তবে অনুমান করা হয় না। এমনও কিছু সুখ, ছোঁয়া যায়, তবু ধরা যায় না, যেমন কতক ধোঁকাবাজ চেহারা চেনা হয় না। ০৭.১০.২০২৪

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

ছবি
হ-য-ব-র-ল ============== মোঃ রহমত আলী ============== ভালো আছি ভালো নেই ভালোবেসে কারে কই রাত যায় ঘুম নাই দিন যায় সুখ নাই কার পানে চাই চাই এই আছি এই নাই কখন যেন চলে যাই যেতে-যেতে দেখি তাই কেউ নেই কেউ নাই এতকাল কার লাগি সই করেছি গো হইহই রইরই হযবরল হই নাকি নই গাই সারিগামা গাই ভালো নেই ভালো নাই কার কাছে কই কই ০৪.১০.২০২৪

হাসতে যে নেই মানা (মোঃ রহমত আলী)

ছবি
হাসতে যে নেই মানা ================ মোঃ রহমত আলী ================ হাসতে কে করল মানা মানবো না যে তা হাসবো সবাই খুব হাসবো পেলেই সঠিক বাহানা। দিনের বেলায় সূর্য হাসে রাতে হাসে চাঁদ মামা আমরা হাসবো সারাবেলা মনের সুখে হাসতে নেই মানা। শিশুর হাসি ভালোবাসি বুড়োর হাসিটা কি দারুণ মনের সুখে হেসে হাসাই আমরা হাসিখুশি জানুন। হাসবো বেশি-বেশি তাই সুস্থ সদা রাখতে মন  হাসতে যে করবে মানা মানবো না যে তাঁর বারণ। হাসবো না শুধু দুখে কারো কষ্ট দেখে ব্যঙ্গ করে বাকি হাসবো মোরা সারাক্ষণ হাস্যমুখে মনেপ্রাণে যখন-তখন হাসতে যে ভাই নেই মানা হাসতে নেই কোনো বারণ।। ০৩.১০.২০২৪

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)

ছবি
অবুঝ পাগল মন ============== মোঃ রহমত আলী ============== আমি সুন্দর ছিলাম কবে ! যে তুমি আমায় ভালোবাসবে ? তোমার চোখে ধরেনি যার মায়া,তবে কেন খোঁজো তার ছায়া। প্রেম যমুনায় ডুবেও বাঁচে পরান, মরে যায় মন, ধোঁকার নিশানায়, চোখের ইশারায় ! মুখের ছলনায় প্রাণ থেকে যায় চলে যায় পরান। আমি তোমার প্রেম কবেকার ! তুমি জানো কি জানো তবে আর ? চেয়েছি তোমায় মনে মনে, পারিনি মুখ খুলে বলতে আবার। চেয়ে দেখো চোখে আমার, পারো যদি খুঁজে নিতে ভালোবাসা তোমার ! স্বপ্নগুলো পুরাতন ভেঙে, নতুন স্বপ্ন সাজাই বুনে-বুনে। আমি অ’সুন্দর হলেও কি ! তুমি তো সু’সুন্দর বটে, হৃদয় ভাঙ্গার খেলায়, তবুও যে তুমি আমার সুখের ফাগুন আর দুখের শাওন। অবশেষে বুঝিলাম উদাসী মায়ায় ! বেশি ভালোবাসা ভালো না ! যদিও বুঝিতে চায় না, অবুঝ পাগল মন, তাই দু’চোখে অঝোর শ্রাবণ। ০২.১০.২০২৪