পোস্টগুলি

অক্টোবর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হ-য-ব-র-ল ( মোঃ রহমত আলী )

ছবি
হ-য-ব-র-ল ============== মোঃ রহমত আলী ============== ভালো আছি ভালো নেই ভালোবেসে কারে কই রাত যায় ঘুম নাই দিন যায় সুখ নাই কার পানে চাই চাই এই আছি এই নাই কখন যেন চলে যাই যেতে-যেতে দেখি তাই কেউ নেই কেউ নাই এতকাল কার লাগি সই করেছি গো হইহই রইরই হযবরল হই নাকি নই গাই সারিগামা গাই ভালো নেই ভালো নাই কার কাছে কই কই ০৪.১০.২০২৪

হাসতে যে নেই মানা (মোঃ রহমত আলী)

ছবি
হাসতে যে নেই মানা ================ মোঃ রহমত আলী ================ হাসতে কে করল মানা মানবো না যে তা হাসবো সবাই খুব হাসবো পেলেই সঠিক বাহানা। দিনের বেলায় সূর্য হাসে রাতে হাসে চাঁদ মামা আমরা হাসবো সারাবেলা মনের সুখে হাসতে নেই মানা। শিশুর হাসি ভালোবাসি বুড়োর হাসিটা কি দারুণ মনের সুখে হেসে হাসাই আমরা হাসিখুশি জানুন। হাসবো বেশি-বেশি তাই সুস্থ সদা রাখতে মন  হাসতে যে করবে মানা মানবো না যে তাঁর বারণ। হাসবো না শুধু দুখে কারো কষ্ট দেখে ব্যঙ্গ করে বাকি হাসবো মোরা সারাক্ষণ হাস্যমুখে মনেপ্রাণে যখন-তখন হাসতে যে ভাই নেই মানা হাসতে নেই কোনো বারণ।। ০৩.১০.২০২৪

অবুঝ পাগল মন (মোঃ রহমত আলী)

ছবি
অবুঝ পাগল মন ============== মোঃ রহমত আলী ============== আমি সুন্দর ছিলাম কবে ! যে তুমি আমায় ভালোবাসবে ? তোমার চোখে ধরেনি যার মায়া,তবে কেন খোঁজো তার ছায়া। প্রেম যমুনায় ডুবেও বাঁচে পরান, মরে যায় মন, ধোঁকার নিশানায়, চোখের ইশারায় ! মুখের ছলনায় প্রাণ থেকে যায় চলে যায় পরান। আমি তোমার প্রেম কবেকার ! তুমি জানো কি জানো তবে আর ? চেয়েছি তোমায় মনে মনে, পারিনি মুখ খুলে বলতে আবার। চেয়ে দেখো চোখে আমার, পারো যদি খুঁজে নিতে ভালোবাসা তোমার ! স্বপ্নগুলো পুরাতন ভেঙে, নতুন স্বপ্ন সাজাই বুনে-বুনে। আমি অ’সুন্দর হলেও কি ! তুমি তো সু’সুন্দর বটে, হৃদয় ভাঙ্গার খেলায়, তবুও যে তুমি আমার সুখের ফাগুন আর দুখের শাওন। অবশেষে বুঝিলাম উদাসী মায়ায় ! বেশি ভালোবাসা ভালো না ! যদিও বুঝিতে চায় না, অবুঝ পাগল মন, তাই দু’চোখে অঝোর শ্রাবণ। ০২.১০.২০২৪