পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুখ দুখ রত্ন (মোঃ রহমত আলী)

ছবি
সুখ দুখ রত্ন ============= মোঃ রহমত আলী ============= দুঃখ না পেলে সুখের কি মূল্য, সুখ ছাড়া দুঃখ যে বড় অমূল্য, নয়ন সাগর সদা পিপাসায় মগ্ন, হৃদয় পাথর সে সুখে দুখে রত্ন, দুঃখ অনন্ত তাই যতনে করি যত্ন। বলার ভাষা হারিয়ে যায়, যখন কিনা সুখের গভীরে কোনো গোপন দুঃখ, আনন্দ অশ্রু কত যে কথা বলে, সুখেও যে পরান কভু কভু কেঁদে উঠে, শত দুঃখ পুষে-ও জীবনযাত্রা চলে। সুখ সে তো বেশ দেখায়, দেখা যায় ! দুঃখ,কষ্ট,বেদনা দেখায় তবুও অদেখা, সুখের সাধনা শেষে যত মধুর যাতনা, তাই সুখের বাচ্য দু’চার আর দুখের বর্ণন সে তো শত শত শেষ না হবার। ২৮.০৯.২০২৪

বোবা কান্না (মোঃ রহমত আলী)

ছবি
বোবা কান্না ============= মোঃ রহমত আলী ============= এখানে কাঁদতে মানা ! হাসতে হবে শুধু কারণে অকারণে মন না চাইলেও মনের বিরুদ্ধে উদ্দাম উল্লাসে। এখানে মানতে হবে সব ! যত কান্না সবি লুকিয়ে প্রকাশ্যে হেসে-হেসে সুখ বিক্রয়ের নিত্যদিনের খেলায় মেলার রঙ্গে। এখানে সব চলে তাই ! মনে রঙ নেই তবুও রঙ ছড়াতে হবে নিশিদিন প্রেম কেনা-বেচার এ রঙ্গিলা ঘাটে। এখানে মূল্যহীন সব ! যতই ছলছল আঁখি ধারায় তাজা জল তথাপি বানোয়াট হাসিমুখের ঝলমলে এ হাট। এখানে হাসতে হবে হায়্ ! প্রতি খনে-খনে ললাটের বোবা কান্না দাফনায়ে অভিনয়ের বিচিত্র সাজগোজের নির্লজ্জ ঢঙে। এখানে কোনো উত্তর নেই ! হ্যাঁ প্রশ্ন শতক যা রেখে যেতে পারেন শুধু যদিও চাইলে জবাব দিতো সমাজ ও পরিবার।  এখানে প্রেম সেই তো ! যা আছে তা কিনা প্রেম-প্রেম খানিক লীলা যেন মৃত রজনীগন্ধার বিলিয়ে দেওয়া সুবাস।   এখানে জীবন বন্দী সাধ আর সাধ্য বিনিময়ের চাহিদায় ঘায়েল তো বোবা কান্না দেখায় না তাই সু’স্বাগতম। ২৪.০৯.২০২৪

স্বীকার (মোঃ রহমত আলী)

ছবি
স্বীকার ============= মোঃ রহমত আলী ============= ফকিরের ঝুলিতে রাজার আহার পাগলের বুলিতে নবাবী বাহার বাউলের সুর কলিতে দরদ কাহার হাকিমের হুকুমে ইনসাফ দেখার পাগল-টা-ও হেসেছিল কিছু বুঝে আর ভিখারী-ও মহাখুশি শুনে সেই দরবার শিকারি হলো শিকার ইনসাফে আবার দুনিয়া ঘোরে সকাল-সন্ধ্যা করতে বাধ্য স্বীকার ভিখারী-ও ভিখ করলে দান হেসে-কেঁদে-রেগে খোদ রাজার খাজানায় পাগলা-ও বাহানা বানাতে নিরুপায় বাউলের সুর মিতালীতে নব-নতুন উপায় পাগল-ও নেচে-নেচে দফায়-দফায় গায় সূর্য উঠতে উঠতে রাজ্যে রাজার বাহাদুরি ডুবতে ডুবতে সুরজ রাজা-ও ফকির রুপি লীলাখেলা সব এক তারই কুদরত ভিখারী হলো রাজার রাজা বড় প্রজা পাগলার দুনিয়া একা রাত-দিনের রাজা বাউল গায় স্বাধীন মনে মনের সুখে-দুখে আজি শেষ রাত বাজিমাত সবাই জেগে দেখে রাজার-রাজা বাদশার-বাদশা হাকিমের-হাকিম সবার সৃষ্টিকর্তা দুজাহানের মালিক এক আল্লাহ রাব্বুল আলামিন আজ বিচার দিবসের ইনসাফের এক হাকিম ২২.০৯.২০২৪

অধ্যয়ন (মোঃ রহমত আলী)

ছবি
অধ্যয়ন ============= মোঃ রহমত আলী ============= দুর্বলকে সজোরে আঘাত, শক্তকে দূর থেকে প্রণাম, ভাগ্যকে দুষে কি লাভ ! ধোঁকা দেওয়া যার স্বভাব। আতর মাখা পরিষ্কার লেবাস, অথচ ইন্ধনদাতা আগুনের মূল, অযথা আমি-আমি মারে ফুল, দুর্বার দেখায় কারবার, দুর্বল দেখে মহা হুঙ্কার। প্রতিবাদে পূজারী বেজার, সত্য কথায় বেজায় সংঘাত, মিথ্যা বলায় জয়-জয় নাম। অক্ষরে অক্ষরে আঁকা কথন, দুর্লভ নিরক্ষর ভক্তের অধ্যয়ন, দুর্দান্ত নীরবতায় ভণ্ডতা বপন, দুর্জয় কান্না অসহায়ের গোপন। ২০.০৯.২০২৪

আচমকা (মোঃ রহমত আলী)

ছবি
আচমকা ============== মোঃ রহমত আলী ============== মৃত্যুর অপেক্ষায় বেঁচে থাকা, মূল্য হারিয়ে অমূল্য হতে চাওয়া। জীবনের সাথে যুদ্ধ করে করে, অবশেষে মৃত্যু কে জয় করা। সংগ্রামের সহিত লক্ষ্য ভুলে, কভু কভু অলক্ষ্যে চলে যায় মন। রোজগার তেমন কিছুই নেই, আমলনামা একেবারেই শূন্য, দু-হাতের কর্ম বড়ই জঘন্য, পুরো জীবনে হয়নি কোনো পুণ্য। আলেম -ও নই, কামেল -ও নই, ধর্ম জেনেও পালনে কই, মানবতা লালনে, দেখি মৃত সবাই। আমিও ডুবে আছি দুনিয়ার মোহে, ভুলিয়াছি আখিরাতের মঞ্জিল, মৃত্যু প্রতি নিঃশ্বাসে, আমার বিশ্বাস, জবাব নেই দেওয়ার হিসাব। খবরদার বেওকুফ দিল আমার, হুঁশিয়ার সাবধান হও এবার, যেকোনো সময় আচমকা সময় শেষ ।। ১৯.০৯.২০২৪

বেলা অবেলার শেষে (মোঃ রহমত আলী)

ছবি
বেলা অবেলার শেষে ================= মোঃ রহমত আলী ================= গল্প শেষ,তবু স্বল্প রয়ে গেছে, সমাধির উপরে অযথাই ফুল, জীবদ্দশায় মূল্যহীন যা, মৃত্যুর পরে তুল্য কি তা, বেলা অবেলায় হারিয়ে যেতে বাধ্য সময়ের সাথে জীবনের মূল্য। কাহিনী যখন শুরু হয়েছিল, তখন তো স্মৃতিশক্তি হীন, আর এখন শেষ বেলাতেও স্মৃতির স্মরণে বুদ্ধি লোপপ্রাপ্ত। জীবন থেকে চিরতরে হারিয়ে যে সময়ের স্রোত বয়ে গেছে তা ধরা না ধরার আফসোস হায়্ । বেলা অবেলা শেষে, বিদায় বেলা ! সাথী যা আমল তা কি কাজের ? হিসাব শুরু শেষের পর, শুরু থেকে ।। ১৫.০৯.২০২৪

বোধগম্য (মোঃ রহমত আলী)

ছবি
বোধগম্য ============= মোঃ রহমত আলী ============= যা চোখে দেখা, তা মাথায় রাখা গোপনে, যত যা দুঃখ, হৃদয় অতলে যতনে, যে কথা কানে, মুখে তা বলা কেমনে ! সে পথ সুদূরে, ঘুরে শুধু ঘোর স্বপনে, তত দিনে শেষ, ঘুম ভেঙে শেষে ক্ষরণ, যা ছিল রাতে, ভুল হয় তা বলতে-বলতে ! যে কথা মিঠা, তা রক্ত দ্বারা পিঠেগাঁথা ছোরা, সতত স্মরণে বরণে, অপ্রকাশিত তা মরণে, সে এক কালা কাল, জ্বালাতনে উত্তপ্ত সকাল ! যা দেখা যায়, আসলে তা কতটুকু বোধগম্য, তথাপি অদেখা যা, একদা সামনে হাজির তা, অতএব সাক্ষ্যপ্রমাণ, তবুও কি তা যথেষ্ট ! ১৩.০৯.২০২৪

অবলোকন (মোঃ রহমত আলী)

ছবি
অবলোকন ============= মোঃ রহমত আলী ============= চুল টানলে ব্যাথা লাগে ভুল ধরলে দোষ ভাবে সত্য কথায় প্রশ্ন রাখে মিথ্যা বিশ্বাস পূর্বে করে চোরা আজও সাধু রূপে বেশ বদল আগে পরে এক আদম সব নয় যার যেমন দৃষ্টি হয় সৃষ্টি সুন্দর দেখা যায় দাঁত কামড় জিবে দেয় চোখে আঁচড় শিক্ষা হয় গুণী জ্ঞানের কথা কয় বোকা নির্বোধ তর্কে যায় শিক্ষা বিলালে আলো হয় দীক্ষা অর্জন ধৈর্য ধরে মন পবিত্র আগে করে ১২.০৯.২০২৪

আলোকপাত (মোঃ রহমত আলী)

ছবি
আলোকপাত ============= মোঃ রহমত আলী ============= যাদের উচিত হাত বাড়িয়ে দেওয়া , তবে দুঃখজনক হলেও সত্যি , তারাই চোখ ফিরিয়ে নেয় , তাই অদেখা বিষাক্ত বিষ রোজ পান করেও মরে-না অসহায় আজন্ম দারিদ্রতা। যাদের উচিত ধার্যকৃত ন্যায় করা , তবে দুঃখজনক হলেও সত্য , তারা নির্বিঘ্নে অন্যায় অবিচার করে , আর গর্বিত জোশ তাদের কালো অন্তরে , তবুও অসহায় ভুক্তভোগী মানুষেরা নিরুপায়.. তাদের দুয়ারে দাঁড়ায়ে। যাদের উচিত ছিল মজলুমের দিকে কিতাব মতে নির্ধারিত সুদৃষ্টি বজায় রাখা , অথচ দুঃখজনক হলেও সত্য , তাদের মধ্যেই বেশিরভাগ অবজ্ঞায় চলে , যদিও সহজ ছিলে হুকুম মেনে চলা ! যাক তবুও হক মজলুমের জয় সুনির্দিষ্ট ।। ০৬.০৯.২০২৪

লোকদেখানো মিত (মোঃ রহমত আলী)

ছবি
লোকদেখানো মিত =============== মোঃ রহমত আলী =============== আমার প্রয়োজনে যখন বন্ধু তুমি নেই ! তোমার প্রয়োজনে তখন আমি কে হই ? আমি তো পর্যাপ্ত এগিয়ে বাড়িয়েছি হাত , তুমি তো কভু ধরো-নি এক আঙুল সমান ! আমি যে বারবার পিছু গিয়েছি তোমার , তুমি সেই দেখনি ছায়াটাও আর আমার। মুখেই শুধু সীমাবদ্ধ তোমার মধুর ভালোবাসা, অন্তরে ছিল কতটুকু তা বাস্তবে মিলেনা। প্রয়োজন বড্ড বড় হয়-না প্রিয়জনের, আয়োজন অন্তরে-অন্তরে প্রমাণ উপকারে। পানি যেমন নেভাতে পারে আগুন, তেমন আবার কেড়ে নেয় জীবনের ফাগুন। মতলব স্বার্থপর বন্ধুর চোখে,মুখে,অন্তরে, স্বার্থের জন্য রং ঢং রূপ বদলায়, বেলা অবেলা খনেখনে অভিনয়ে। বসন্ত বাদলে ঢাকা, বন্ধুর বিরূপ আচরণে, অন্তরের যমুনা শুকিয়ে শ্রাবণও ধারা নয়নে, যদিও নিঃস্বার্থ ভালোবাসা জীবিত রয় পরানে ! আমার চেয়ে তোমার আয়োজন বড়, তোমার চাইতে আমার প্রয়োজন আরো বড় তবে বলো বন্ধু বলো, মিছেই কি এ বন্ধুত্ব ! শুধুই বুঝি হায়্ দুনিয়ার লোকদেখানো। ০৪.০৯.২০২৪

নিথর দৃষ্টি (মোঃ রহমত আলী)

ছবি
নিথর দৃষ্টি ============= মোঃ রহমত আলী ============= ইচ্ছেগুলো বন্দী জীবন্ত কারাগারে, বিপদের দিনে হয় প্রকৃত শিক্ষা, সময়ের ব্যবধানে সময়ের পরিচয়ে, জানতে চেয়ে শেষে চিনতে পেরে, সান্ত্বনাতেও যে আক্রোশ লুকায়িত, তা অনুধাবন হয় অন্তরালে অনন্তকাল। নিরাশার পরেও আশা গুলো জাগে, একটু উকি দিতে চায় ভরসার সন্ধানে, যাই হোক বন্দী সময়ের কাছে পরিচয়। ইচ্ছেগুলো আজও পরাধীন, বন্দী অভিমানে কালক্রমের যাত্রায়, লাল চোখে জমাটবাঁধা অশ্রু মায়ায়। বন্দী ডানা কাটা পাখি খোলা খাঁচায়, অবাক নিথর দৃষ্টি আকাশ পানে অপলক, হৃদয় গভীরে অবিরত অনুভব,আজব প্রশান্তি। ০২.০৯.২০২৪